স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় ChristopherPritamDutt, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৬, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য সম্পাদনা

I need to know the rules of writing in Bengali Wikipedia. Will anyone help me? ক্রিস (আলাপ) ১৫:১৫, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

Do you know Bengali?--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২২, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

Yes. I am a Bengali. I just need to know the rules, specially spelling rules. For example, in this site, I came cross three spellings ‘খ্রিস্ট’, ‘খ্রিষ্ট’ and ‘খ্রীষ্ট’. I need to know which one is standard. And also, I need to know, how do I start a new page? ক্রিস (আলাপ) ১৫:২৯, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আপনি খ্রিস্ট ব্যবহার করতে পারেন। আর কিভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৪, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। একটু অনুশীলনের পর লেখা শুরু করব। ক্রিস (আলাপ) ১৬:৩৯, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ক্রিস, উইকিপিডিয়ায় স্বাগতম। আপনার পশ্চিমবঙ্গে খ্রিস্টধর্ম সুন্দর হচ্ছে। চালিয়ে যান। আর বানানের ব্যাপারে এই আলোচনাটি আপনার সহায়ক হতে পারে। যেকোনো সহায়তার প্রয়োজনে অন্যান্য নিয়মিত অবদানকারীর মতো আমার আলাপ পাতায়ও বার্তা রাখতে পারেন। যদি সাধ্যের মধ্যে থাকে, সহায়তার জন্য উন্মুখ আছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২৬, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

মঈনুল সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গে খ্রিস্টধর্ম নিবন্ধটি পরীক্ষামূলকভাবে লিখেছি। লেখার পর মনে হল, ভুলভ্রান্তি করিনি। তাই নতুন পৃষ্ঠায় লিখলাম। বানান নিয়ে একটু সমস্যায় থাকি। আমরা বাইবেলে সাধারণত যে ধরনের বানান পড়ে থাকি, সংবাদপত্র বা অন্যান্য পত্রপত্রিকায় সেই বানান ব্যবহার করা হয় না। যেমন, বাইবেলে 'খ্রীষ্ট' লেখা হয়; কিন্তু পত্রিকায় লেখা হয় 'খ্রিস্ট'। প্রচারমূলক রচনায় আমরা বাইবেলের বানানের পরিবর্তে আজকাল জনপ্রিয় বানান গ্রহণ করে থাকি। কিন্তু ইংরেজি উইকিপিডিয়ার সঙ্গে আমার যেটুকু পরিচিতি ঘটেছে, তার সুবাদে জানি, প্রচারমূলক লেখালিখি আর উইকিপিডিয়ার লেখালিখির মধ্যে পার্থক্য আছে। সেই জন্যই নিয়মকানুন জেনে নিচ্ছিলাম। যাই হোক, এই ব্যাপারে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ও বেলায়েত সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমার লেখাগুলি পড়ে দেখবেন। ভুলভ্রান্তি হলে ধরিয়ে দেবেন। আমি শুধরে নেব। ক্রিস (আলাপ) ০৯:৩৮, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

কলকাতা উইকিপিডিয়া মিটআপ সম্পাদনা

আপনি কোথায় থাকেন জানি না।পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়াকে জনপ্রিয় করার জন্য আমরা প্রচারণার কাজে ব্যস্ত আছি। এই উইকিপিডিয়ার ১০ বছর কলকাতা পাতাটি দেখুন ও আমাদের আয়োজনে আসার চেষ্টা করুন। এখানে এলে আরও অনেক কিছু জানতে পারবেন। আর আপনার অবদান চালিয়ে যান।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:২৯, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

জয়ন্তবাবু, আপনাদের উদ্যোগ সফল হোক, এই কামনা করি। তবে ব্যক্তিগত কর্মজীবনের চাপে আপনাদের অনুষ্ঠানে যোগদানের সুযোগ আমার হয়ত হবে না। তবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে বিষয় আমি গ্রহণ করেছি, সেই বিষয়ে আমার যেটুকু জ্ঞান ও যতটুকু সাধ্য তা দিয়েই আমি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার চেষ্টা করব। আপনার সহৃদয় আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিস (আলাপ) ০৯:৪৫, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন