বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

সম্পাদনা সারাংশ দিতে ভুলবেন না সম্পাদনা

শুভেচ্ছা নিন। আপনি বঙ্গবন্ধু টানেল নিবন্ধে বেশ কিছু লাইন বাতিল করেছেন। বাতিল করার সময় সম্পাদনা সারাংশে কিছু লিখেন নি। বলে আমি বুঝতে পারছি না কেন আপনি বাতিল করেছেন। সম্পাদনা সারাংশ দিতে ভুলবেন না।

আর ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ নিবন্ধের উন্নতির জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভারতের বহু নিবন্ধ (আর্টিকেল) বাংলায় নেই। আপনি কী সাহায্য করতে পারবেন? আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার বার্তা পেয়ে ভাল লাগল। আপনিও আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। বঙ্গবন্ধু টানেলের বিষয়ে লেখা নিবন্ধের কিছু লাইনে ভুল তথ্য ছিল। সেখানে বলা হয়েছিল যে, এটি দক্ষিণ এশিয়ার প্রথম রিভার টানেল। কিন্তু এই তথ্যটি সঠিক নয়। তাই আমি সেই লাইনগুলো বাদ দিয়েছি।
কারণ, দক্ষিণ এশিয়া তথা সমগ্র এশিয়া মহাদেশের প্রথম রিভার টানেল নির্মান হয়েছিল ১৯৩১ সালে কলকাতার হুগলী নদীর তলদেশে। যা সিইএসসি টানেল নামে পরিচিত। তাই বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের প্রথম রিভার টানেল হলেও, দক্ষিণ এশিয়ার প্রথম রিভার টানেল নয়।
আর আপনি ঠিকই বলেছেন, ভারতের বহু আর্টিকেল বাংলাতে নেই। আমি আমার সাধ্যমত চেষ্টা করব, বাংলায় কিছু নতুন আর্টিকেল লিখে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার। Bengali Man (আলাপ) ২১:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি যদি চান, আমি আপনাকে তালিকা দিতে পারি। আপনি সেই তালিকা থেকে আপনার পছন্দমত নিবন্ধ তৈরি বা অনুবাদ করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
জনাব Bengali Man, বঙ্গবন্ধু টানেল নিবন্ধটিতে দেওয়া তথ্য সঠিক। নিবন্ধটিতে লেখা রয়েছে: এই সুড়ঙ্গটি নির্মাণ হলে এটিই হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ হুগলী নদীর তলদেশে সিইএসসি সুড়ঙ্গ এবং নবনির্মিত ইস্ট-ওয়েট মেট্রো সুড়ঙ্গ উভয়টিই রেলসুড়ঙ্গ। কাজেই এটি নিয়ে বিভ্রান্ত হবেন না এবং অনুগ্রহ করে বিনা আলোচনায় ও বিনা সম্পাদনা সারাংশে কোনো নিবন্ধের লেখা মুছবেন না। — আদিভাইআলাপ০১:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সিইএসসি সুড়ঙ্গটি রেল সুড়ঙ্গ নয়। এটি বিদ্যুৎ পরিবহন, কর্মীদের যাতায়াত এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নদীর এক পাড় থেকে অন্য পাড়ে নিয়ে যাবার জন্য ১৯৩১ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।
আর বঙ্গবন্ধু টানেলের বিষয়ে লেখা নিবন্ধটিতে প্রথমে "সড়ক সুড়ঙ্গপথ" কথাটি উল্লেখ ছিল না। তাই আমাকে সেই লাইনটি এডিট করতে হয়েছিল। এখন যখন আপনি নিবন্ধটি সংশোধন করে "সড়ক সুড়ঙ্গপথ" কথাটি জুড়ে দিয়েছেন। তাই এখন নিবন্ধটি আপাতত ত্রুটিমুক্ত। Bengali Man (আলাপ) ১৭:১২, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজি নিবন্ধে কথাটি লেখা ছিল না, সেখানে যুক্ত করেছি। বাংলায় এটি আগে থেকেই ছিল। যাই হোক, আপনাকে ধন্যবাদ। — আদিভাইআলাপ২১:১০, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে, আপনি তালিকা পাঠাতে পারেন। আমি সেই তালিকা থেকে, যেই যেই বিষয়ে আমার ধারণা রয়েছে, সেই সমস্ত বিষয়ের উপর নিবন্ধ লেখার চেষ্টা করব। Bengali Man (আলাপ) ১৬:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এখানে দেখুন। প্রায় ২ হাজার নিবন্ধের তালিকা দিয়েছি (কোয়েরি চালিয়ে বের করেছি, কিছু পশ্চিমবঙ্গ বহির্ভূত নিবন্ধও চলে এসে থাকতে পারে)।
আপনি আপনার পছন্দমত তৈরি করুন। আপনি অনুবাদ করে তৈরি করতে পারেন, এতে উক্ত বিষয়ে পূর্ণ ধারণা না থাকলেও আপনি লিখতে পারবেন, এতে অন্তত বাংলায় তথ্যগুলো আসল। ভারত থেকে খুব কম বাঙালি বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন, আমি আপনার আশায় রইলাম। সাহায্য লাগলে জানাবেন। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
নিশ্চয়ই, আমি আমার সাধ্যমত চেষ্টা করব। আপনাকে আন্তরিক ধন্যবাদ। Bengali Man (আলাপ) ০৬:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আজ থেকেই অনুবাদ শুরু করে দিন। যেমন, en:Bow Barracks (বৌ ব্যারাক?) লিখুন, কোথায় যেন এটার নাম আমি শুনেছি মনে পড়ে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন