বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

Where there is a will, There is a way. সম্পাদনা

youths should be made to give up their mania for jobs.They should be encourage to respect manual labour and choose an independent career. Ashiqur Rahman Irfan (আলাপ) ১১:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

রোম সৈন্যবাহিনী সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতার জন্য উপরের নিবন্ধটি তৈরি করায় আপনাকে ধন্যবাদ। কিন্তু বর্তমানে নিবন্ধটি অন্য কোন স্থান থেকে কপি করা হয়েছে বলে মনে হচ্ছে। অনুগ্রহ করে খেয়াল করুন যে, এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ঠ ইংরেজি নিবন্ধটি আপনাকে সম্পূর্ণ বাংলাতে অনুবাদ করতে হবে অন্যথায় প্রতিযোগিতার জন্য নিবন্ধটি অপসারণ করা হবে এবং বিশ্বকোষীয় নয় এমন সব লেখাই অপসারণ করা হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

মিশরের ইতিহাস সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় Ashiqur Rahman Irfan,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~