স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Ashfaq Ahmed, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ • ১৩:০০, ১৮ জুলাই ২০১০ (UTC)

কিছু পরামর্শ সম্পাদনা

প্রিয় Ashfaq Ahmed, বাংলা উইকিপিডিয়ায় আবদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাকিব আল হাসান পাতাটিতে অনেক তথ্যযোগ করেছেন এবং তার মান উন্নয়ন করছেন। এই জায়গায় আপনাকে কিছু পরামর্শ দেই, আপনি যে লিংকগুলো দিচ্ছেন তা বহিঃসংযোগ হিসেবে দিচ্ছেন। কিন্তু এগুলো আসলে কোন একটা বাক্যের তথ্যসূত্র। আপনার কোন একটি বাক্যের সুত্র হিসেবে যদি লিংকগুলো দিয়ে থাকেন তবে তা ওই নির্দিষ্ট বাক্যের জন্য দেয়াই যুক্তিযুক্ত। আমি কিছু বাক্যে এমন সূত্র ঠিক করে দিয়েছে যা দেখে আপনি হয়তো বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চেয়েছি। আশা করি বুঝতে পারবেন। আর না বুঝলে অবশ্যই জানবেন। আবারও ধন্যবাদ। --মনিরুজ্জামান (আলাপ) ১৬:২৬, ১৫ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ভাইয়া, আপনাকে অসখ্য ধন্যবাদ। আমি আসলে ঠিক বুঝতে পারছি না তথ্যসূত্র কীভাবে দিতে হয়। 'সম্পাদনা' মোডে গিয়েও বুঝতে পারছি না।

তথ্যসূত্র দেওয়া খুবই সহজ। এভাবে: তিনি একজন বিখ্যাত বাংলাদেশি কাবাডি খেলোয়াড়।<ref>ম. আলম; কাবাডিতে বাংলাদেশ (১৯৯৯)। পৃ. ২৩২।<ref> এই যে <ref></ref>-এর ভেতর যে লেখাটুকু দেখছেন, ঐটাই ঐ তথ্যের তথ্যসূত্র। সেখানে আপনি যাচাইযোগ্য সূত্র থেকে তথ্যটির সূত্র উল্লেখ করতে পারেন, সেটা হতে পারে, বই, ওয়েবসাইট ইত্যাদি। এভাবে লেখার সময় লাইনের পাশেই তথ্যসূত্র যোগ করে দিতে পারেন। — তানভিরআলাপ১৮:৫৯, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

@তানভীর ভাইয়া, পেরেছি :ডি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ

আশফাক ভাই, বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখে মনে হচ্ছে আপনি খেলা পাগল মানুষ। আমাদের বাংলাদেশসহ অন্যান্য অনেক দেশের নামী দামী ক্রিকেট খেলোয়ারদের তেমন ভাল তথ্য সম্বলিত নিবন্ধন কিন্তু নেই। আপনি চাইলে এইদিকটা একটু দেখতে পারেন। আর ধীরে ধীরে সবই শিখে যাবেন এবং আমরাতো আছি। একটা দরকারী কথা, আলাপ পাতায় লেখার শেষে অবশ্যই স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর দেবার জন্য চারটি টিল্ডা বা ~~~~ ‌‌‌‌‍‍‌চিহ্ণ ব্যবহার করুন‍‍‍‌। যা উচ্চ পর্যায়ের টুল এর বামেই কার্সার ধরলে দেখতে পাবেন অথবা নিচে সংরক্ষন এর নিচে (‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌নাম স্বাক্ষর করুন: ) এখান থেকেও দিতে পারেন। ভাল থাকবেন। ধন্যবাদ। --মনিরুজ্জামান (আলাপ) ১২:২৮, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

@মনিরুজ্জামান ভাইয়াঃ আপনাকে আবারও ধন্যবাদ। আপনাদের উৎসাহ-আশকারা পেয়ে খুব ভালো লাগছে। চেষ্টা করবো খেলাধূলা + ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টপিকগুলোতে যতটুকু পারি অবদান রাখতে --Ashfaq Ahmed (আলাপ) ১৩:৩৪, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন