রাজু (আলাপ) ০৩:৪৮, ১২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফুলতলা এলেঙ্গা সম্পাদনা

প্রিয় Arif98741, বাংলা উইকিপিডিয়াতে আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ার নিবন্ধে ফেসবুক বা টুইটার বা কোন ব্লগ তথ্যসূত্র হিসেবে গ্রাহ্য হয়না। নির্ভরযোগ্য উৎস লিঙ্কটি লক্ষ্য করুন। উইকিপিডিয়ায় কিভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন, সেই বিষয়ে আপনার আলাপ পাতায় একটি স্বাগতম বার্তা রয়েছে, সেটিও আপনাকে সাহায্য করবে। মনে রাখতে হবে, উইকিপিডিয়া কোন ব্লগ নয়, এখানে গল্পের আকারে বা অনির্ভ্রযোগ্য তথ্যসূত্র বা তথ্যসূত্রবিহীন লেখা দেওয়া হলে তা যে কোন মুহূর্তে কোন সম্পাদক অপসারণ করতে পারেন। আপনার সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ।-- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪৩, ৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফুলতলা এলেঙ্গা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ফুলতলা এলেঙ্গা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ফুলতলা এলেঙ্গা পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। রাজু (আলাপ) ১৩:২৮, ১১ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ব্যবহারকারী:Arif98741 উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনার তৈরিকৃত নিবন্ধ ফুলতলা এলেঙ্গা বাংলাদেশের আর দশটা সাধারণ গ্রামের মতো একটা গ্রাম এবং এটি হয়ত আপনার নিজের গ্রাম। আপনি জানেন, উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, বিশ্বকোষে কোন নিবন্ধ থাকতে হলে তার কিছু বিশেষতা থাকতে হয়। অপসারন প্রস্তাবনা পাতায়, উল্লেখযোগ্যতা উল্লেখ করুন, উল্লেখযোগ্যতা থাকলে অবশ্যই আপনার নিবন্ধ অপসারন করা হবে না বরং আরও তথ্য যোগ করে মান উন্নয়ন করা হবে। আশা করি বুঝতে পেরেছেন এবং উইকিপিডিয়া সম্বৃদ্ধকরনে সময়পেলে সঙ্গে থাকবেন। ভালো থাকুন এবং উইকিপিডিয়ার সঙ্গেই থাকুন! - --রাজু (আলাপ) ০৩:৪৫, ১২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন


তথ্যসূত্র যোগ করা প্রসঙ্গে সম্পাদনা

উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে অভিনন্দন। আপনি সম্পাদনাগুলো খুব ভালো হলেও তথ্যসূত্র যোগ ঠিক মত হচ্ছে না। কিভাবে তথ্যসূত্র যোগ করতে হয় তা জানার জন্য এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ। --মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৫:৪৪, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


প্রোটিয়াস (ভিডিও গেইম) নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

আমি কিছুদিন যাবৎ প্রোটিয়াস (ভিডিও গেইম) নিয়ে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ লিখছি। এটি মূল নিবন্ধ Proteus (video game) থেকে বাংলায় অনুবাদ করা হচ্ছে। নিবন্ধটির প্রায় ৮০ ভাগ কাজ শেষ কিন্তু আমি এখন নিবন্ধটির রিসিপশন অংশের নিচে তালিকা আকারে যে টেবিল দেওয়া হয়েছে তা বাংলা নিবন্ধে যোগ করতে পারছিনা। এখন আমি যদি তা বাংলা উইকিপিডিয়ায় যোগ করতে যাই তাহলে পাতায় ৪/৫ টি ইংরেজি লেখা ছাড়া টেবিলের কিছুই দেখা যায়না। এখন আমি কি করতে পারি। টেবিলটি বাংলা উইকিপিডিয়ায় যোগ করার জন্য? অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ

Arif98741 (আলাপ)

সমস্যা ঠিক করা হয়েছে। বাংলা নিবন্ধে আবার টেবিল যোগ করুন, এবার দেখা যাবে। --আফতাব (আলাপ) ১৭:২১, ৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনার সহযোগিতার জন্য Arif98741 (আলাপ)

বায়ু সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে তিন/চার প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে তিন/চার প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফেব্রুয়ারি 2019 সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না । বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় Arif98741,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Arif98741,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন