বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

গুগল ট্রান্সলেট ব্যবহার সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান সংক্রান্ত বাংলা নিবন্ধ অপ্রতুল। সেহিসেবে আপনি নিবন্ধ শুরু করেছেন জ্যোতিঃরসায়ন নামক খাটি বিজ্ঞান নিবন্ধ অনুবাদের মাধ্যমে। আপনাকে ধন্যবাদ। কিন্তু বাংলা উইকিপিডিয়া শুধুমাত্র নিবন্ধের সংখ্যাবৃদ্ধি নয়, বরং নিবন্ধের মানোন্নয়নে দৃষ্টিপাত করে। আপনি উক্ত নিবন্ধ পুরোটাই ট্রান্সলেটর বা মেশিন ল্যাংগুয়েজ দ্বারা অনুবাদ করেছেন। এতে করে নিবন্ধটিতে ঠিক কী বলা হয়েছে, তা বুঝতে যেকেওই অসমর্থ হবে। আমি ভূমিকা অংশটি পুনরায় লিখেছি। আশা করি, বাকি অংশগুলো প্রাঞ্জল ভাষায় আপনি সম্পাদনা করবেন। ধন্যবাদ। যে কোনো সমস্যায় আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।--প্রলয় (আলাপ) ০৫:৫০, ৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন