বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৯:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একটি ঘুম না আসা রাতের গল্প সম্পাদনা

ঘড়িতে রাত ২টা বাঁজে ১৫ মিনিট। চোখে ঘুম আসেনা। বিছানায় এদিক ওদিক পাশ কাটতেছি। নাহ ভালো লাগছেনা, কিচ্ছু ভালো লাগছেনা। উঠে গেলাম বিছানা থেকে। বেলকনিতে এসে দাঁড়ালাম। প্রকৃতি নিরব, শান্তশিষ্ট, যেন সারাদিনের ক্লান্ত-শ্রান্ত মনে একটুখানি প্রশান্তির আকুতি-মিনতি জানাচ্ছে। বৃক্ষরাজির নিরব অবস্থান, হালকা হাওয়ায় মৃদু নড়াচড়া। ঝিঁঝিঁ পোকা ঝিঁঝিঁরত। এদিকে দু-একটা মশা পায়ের কাছে এসে তাহাদের আপসহীন অবস্থানের কথা স্বরণ করিয়ে দিচ্ছে। দূর থেকে ভেসে আসছে কলকারখানার ধুম ধুম আওয়াজ। দালানগুলো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বৈদ্যুতিক তারগুলো সারিবদ্ধভাবে খুঁটির সাথে বন্ধুত্বের বন্ধনে যুক্ত হয়ে যেন তাহাদের প্রগাঢ় দায়িত্বের কথা জানান দিচ্ছে। শহরের অলি-গলি থেকে লাল,নীল,সবুজ, হলুদ বাতির মিটিমিটি আলো ভেসে আসছে। রাস্তা দিয়ে মাঝেমাঝে ছোটোকাটো মালবাহি ট্রাকের আনাগুনা। প্রকৃতির প্রতিটি বস্তু যেন নিজ নিজ দায়িত্বে অটল। আকাশের দিকে দৃষ্টি দিলাম। বিশাল আকাশ। তারাহীন আকাশ। নাহ, সূক্ষ্ম দৃষ্টিতে মাঝেমাঝে দু-একটা তারার আবিষ্কার। এই বিশাল আকাশের নিচে নিজেকে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মনে হচ্ছে। ... ছোট্ট একজন মানুষের কথা মনে পড়ে গেল। বুকের বাঁ পাশে চিনচিন করে উঠল। আচ্ছা সে ওতো এই আকাশের নিচেই অবস্থান করছে! কি করছে সে? ঘুমোচ্ছে? সারাদিন বকবক করে খুবই ক্লান্ত? এতো দুষ্টমি করলেতো ক্লান্ত হবেই! ঐ ছোট্টছোট্ট আঙ্গুল গুলো দিয়ে এতো কেমনে মোবাইল টিপো?হুম? আঙ্গুল ব্যাথা করেনা? আর এত সময় দরে অনলাইনে কি? বই নিয়ে পড়তে পারোনা? এতো ছবি তুলাতুলি কেনো? কি!কানে যাচ্ছেনা? অহ! ওতো ঘুমোচ্ছে! চুপটি করে ঘুমোচ্ছে! একটু দেখতে পারতাম কিভাবে ঘুমোচ্ছে! কিভাবে সম্ভব? সে তো অনেক দূরে! নাহ বেশিতো দূরে না! এই ২০/২৫ কিমি হবে! নাহ ঠিক জানিনা! আচ্ছা যতটুকু দূরেই থাকুক না কেনো, ঐ দূরত্বটা এডিট করে কেটে ফেলা যাইনা? ঐ চঞ্চলা চোখ দুটো বন্ধ করে কিভাবে ঘুমোচ্ছে জাস্ট একটুখানি দেখেই চলে আসব!! নাহ, ভয় লাগে! বড্ড বেশি ভয় লাগে আমার! ... বাড়িতে মন চলে গেল, আব্বু-আম্মুর চেহেরা ভেসে উঠল। আব্বু কত কষ্ট করতেছে পরিবারটার জন্য। তিনি একাই লড়ে যাচ্ছেন। আম্মু বড় আশা নিয়ে আমার দিকে চেয়ে আছেন। আমার কি কোনো দায়িত্ব নেই??? কতই না দায়িত্বজ্ঞানহীন ছেলে আমি??? কেনো আসছি এই শহরে??? পড়াশুনা শেষ করে ভালো একটা চাকরিতে যোগ দিয়ে পরিবারের কার্যকলাপে অংশগ্রহন করা,তাইতো?? কই করছি পড়াশুনা? টিউশন করে এসেই হাঁফিয়ে পড়ি। ফেইসবুক,মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ,ইমু এগুলোতে একটু টুটু করে খেয়ে ঘুমাই। নতুন নতুন বই কিনে টেবিলে সাজিয়ে রাখছি। পড়াশুনাতো করছিনা। ঠিক আছে, কাল থেকে ভালো করে পড়াশুনা শুরু করে দিবো। ... রাত বাড়তেছে। চারদিক নিরব থেকে নিরবতর হচ্ছে। মন বলে, এই মাসুদ,কি ঘুমাবানা? ঘড়িতে ৩টা বেঁজে গেছে! আচ্ছা দেখি ঘুম আসে কিনা! বেলকনি ত্যাগ করে বিছানায় শুয়ে পড়লাম। সবাই ঘুমোচ্ছে, গভীর ঘুমের রাজ্যে অবস্থান করছে। শুধুমাত্র আমিই জেগে আছি। বড়ভাই একটা ঘুমের মধ্যে আবুল তাবুল বকতেছে! ভয় লাগে! বড্ড বেশি ভয় লাগে আমার! A.k. Masud (আলাপ) ২০:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন