"মুনসেফ" শব্দের ব্যাখ্যা" মুনসেফ শব্দটি আরবি,শব্দটি বাবে ইফআলের ছিগা। এর মাসদার হলো --- আল ইনসাফু, মূল ধাতু হলো নুন,সিন, ফা।"ইনসাফ" এর আভিধানিক অর্থ হলো-- সত্য/ ন্যায়ের পক্ষে রায় দেওয়া।ন্যায় বিচার করা। আর " মুনসেফ" শব্দটি একই বাব থেকে আগত তবে এটি ইসমে মাফউলের শব্দ তাই এর অর্থ হবে-- ন্যায় বিচারক, আদীল, রায় প্রদান কারী।আর পারিভাষিক অর্থে নির্দিষ্ট একটি এলাকার বা মহকুমার বিচারক কে " মুনসেফ" বলা হয়। বৃটিশ আমলে শুধু বৃটিশগণই এ পদটি ব্যবহার করতো।কিন্তু স্থানীয় শাসনব্যবস্থা সুষ্টুভাবে পরিচালনার জন্য বৃটিশগণ একেকটি এলাকায় বা মহকুমায় একটি মুনসেফ কোর্ট প্রণয়ন করেন,এবং এই " মুনসেফ কোর্ট" এর বিচারককে " মুনসেফ" বলা হতো। বৃটিশগণ ভারতীয়দেরকে ১৮৩২ সালে এ পদ প্রদান করেন। আর হাজী আস্বীন মুনসেফ সাহেব ১৮৪৫ সালে এপদ লাভ করেন।তিনি বর্তমান সুনামগঞ্জ জেলার দিরাই। থানাধীন। রফিনগর গ্রামে ১৮০১ সালে জন্ম গ্রহণ করেন। এলাকার সবাই তাঁকে মুনসেফ বলে ডাকতেন।