বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

দুইটি প্রসঙ্গ সম্পাদনা

সুপ্রিয়! আজীবক নিবন্ধে নিয়মিত অবদান রাখছেন দেখে আনন্দিত হচ্ছি। দুটি বিষয়ে আলাপ হওয়া জরুরী ছিল।
প্রথমতঃ ধর্মটির মূল নাম আজীবক নাকি আজীবিক? হিন্দি উইকিপিডিয়াতে आजीविक লেখা। উর্দুতেও آجیویک লেখা। বাংলায় সবচেয়ে সঠিক কোনটি? আর কোন প্রামাণ্যের ভিত্তিতে?

দ্বিতীয়তঃ বিষয়বস্তু অথবা তথ্যসূত্র যোগ করতে অন্যান্য ভাষায় লেখা নিবন্ধের সহায়তা নিতে পারেন।

যদি এটি আপনার প্রথম আলাপ হয়, তাহলে....
১. আপনার মন্তব্য শেষে অবশ্যই চারটি টিল্ডা (~~~~) দিবেন।
২. আলাপ পাতায় অপ্রাসঙ্গিক ব্যক্তিগত আলোচনা করবেন না।
৩. যদি আপনি কোনো ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে- {{উত্তর|ব্যবহারকারী নাম}} বা {{প্রত্যুত্তর|ব্যবহারকারী নাম}} ব্যবহার করতে পারেন। (ব্যবহারকারী নাম লিখিত স্থানে উদ্দিষ্ট ব্যবহারকারীর নাম লিখবেন)।

—আ হ ম সাকিব বার্তা ০৫:০০, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন