{{সাহায্য করুন}} এত কষ্ট করে এত বড় একটি লেখা অনুবাদ করলাম । কিন্তু আমি এখনো সফলতা দেখতে পেলাম না । তাহলে আমি কি করে আরো নিবন্ধন লেখার অনুপ্রেরণা পাবো । আমাদের কলেজের সবাইকে বলতে পারছিনা যে, আমি বাংলার ১৫ তম উইকি জন্মদিনের জন্য যে নিবন্ধন জমা দিয়েছি সেটা গৃহিত হয়ে গেছে তুমরাও লিখ । যাতে আমরা সবাই মিলে বাংলা ভাষাকে আরো শক্তিশালী করে তুলে নিতে পারি । আসলে আমি আরো কোন নিবন্ধন অনুবাদ করার সাহস পাচ্ছি না । আমি বিশেষ করে ব্যবহারকারী:NahidSultan স্যারের দৃষ্টি আকর্শন করছি ।

YesY করা হয়েছে আর অনুগ্রহ করে আমাকে ভাই ডাকলেই চলবে :) --যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৩, ১৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য করুন সম্পাদনা

আমার সদ্য প্রকাশিত দুটি নিবন্ধন coding ঠিক করার জন্য প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি । একটি হলঃ পেত্রিয়ট(চড়কি_জাহাজ) এবং কে-১_(ক্যান্সাস_মহাসড়ক) এই দুইটি পর্যালোচনার জন্য ব্যবহারকারী:NahidSultan ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি । বিশেষ করে পেত্রিয়ট(চড়কি_জাহাজ) এই নিবন্ধনে Code এর অনেক ত্রুটি ঘটেছে । দয়া করে এর উপর নজরদারী রাখার অনুরুধ রইলো ।--সুরজিত সিংহ (সৌর) (আলাপ) ১০:০২, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই আপনার নিবন্ধটিও পর্যালোচনা করা হবে সময়মত। চিন্তিত হওয়ার কারণ নেই। ব্যবহারকারীরা যাতে চিন্তিত না হন এ জন্যই প্রতিযোগিতার পাতার উপরের বড় করে ধৈর্য্য ধারণের উল্লেখ করা হয়েছে :) সুতরাং ধৈর্য্য ধরুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৪, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ--সুরজিত সিংহ (সৌর) (আলাপ) ২০:০২, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য করুন সম্পাদনা

আমার পেত্রিয়ট(চড়কি_জাহাজ) এবং কে-১_(ক্যান্সাস_মহাসড়ক) এই দুটি নিবন্ধন কেনো যান্ত্রিক অনুবাদ দেখাচ্ছে । আমি মুটেও ঐ দুটি নিবন্ধনে কোন ট্রান্সলেটত ব্যবহার করিনি । আমি নিজেই তার সম্ভাব্য মূলক অনুবাদ করেছি । এই দুটিতে আমার অনেক কষ্ট হয়েছে । আমিকি তাহলে অযথা সময় নষ্ট করেছি । আমি বিশেষ করে যুদ্ধমন্ত্রী নিকট এর উত্তর চাচ্ছি এবং প্রত্যয় ঘোষনাহিদ হোসেন ভাইয়ের নিকট এর তাৎক্ষনিক জবাবদিহিতা চাচ্ছি ।

নিবন্ধ তৈরির পর কি আপনি পড়ে দেখেছিলেন? হয়ত ট্রান্সলেটর ব্যবহার করেননি কিন্তু দুঃখজনক হলেও আমার কাছেও অনুবাদগুলো বোধগম্য হচ্ছে না। আপনি বাক্য লিখলে যদি বাক্যের অর্থ বুঝাই না যায় তাহলে ম্যানুয়ালি অনুবাদ করলেও খুব বেশি লাভ নেই। অনুগ্রহ করে নিবন্ধ সংশোধন করে সংশ্লিষ্ঠ পর্যালোচকদের জানান, তারা পুনরায় পর্যালোচনা করে দেবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৯, ২৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ । আমি আবার নিবন্ধন পাতা সংশোধন করছি :)।--সুরজিত সিংহ (সৌর) (আলাপ) ১৯:৪৯, ২৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পেট্রিয়ট (ওয়ার্ল্ডস অব ফান) এই পাতার সংশোধন করেছি । নাহিদ ভাইকে এই নিবন্ধনটি পুনরায় পর্যালোচনার জন্য অনুরুধ করছি । --সুরজিত সিংহ (সৌর) (আলাপ) ২০:১১, ২৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। উপরে নাহিদ ভাই মোটামুটি পুরাটাই বলে দিয়েছেন। আসলেই হয়ত আপনি কোন ট্রান্সলেটর ব্যবহার করেন নি, কিন্তু আপনার নিবন্ধের বাক্যগুলোর অর্থ পরিস্কার নয়। তাই আমি সেটাকে গৃহীত হিসেবে মার্ক করি নি। ধন্যবাদ এবং Happy New Year. --প্রত্যয় (স্বাগতম) ১৬:২০, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

প্রত্যয় দা কে আমার কে-১_(ক্যান্সাস_মহাসড়ক) নিবন্ধনটি শেষ বারের মত পর্যালোচলার জন্য অনুরুধ করছি । আমার যথা সাধ্য এর অনুবাদ উন্নয়ন করেছি । আপনি উইকিপিডিয়া_১৫ অনলাইনের কার্যক্রমে নিবন্ধনটা আবার রিভিউ করার অনুরুধ রইলো । কোডিং এর সংশোধনী আমি নাহিদ ভাইয়ের কাছে আশা রাখছি । এর কোডিং এ আমার অনেক অজানা ট্যাগ ত্রুটি ঘটিয়েছে আমি সমস্যা গুলোকে সমাধান করার আহবান জানাচ্ছি । ধন্যবাদ

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

{{সাহায্য করুন}} আমার জন এন. শিভ পাতাটি ১৫ তম বাংলা উইকিপিডিয়ার পাতায় কেনো গৃহীত হয়নি ? প্রশাসকগণের দৃষ্টি আকর্ষণ করছি । সুরজিত সিংহ (সৌর) (আলাপ) ১৬:৩৯, ১৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিশ্চই হবে। উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন/নিবন্ধ পর্যালোচনা/তালিকা পাতায় চোখ রাখুন আর একজন পর্যালোচকের জন্য অপেক্ষা করুন। --আফতাব (আলাপ) ১৭:২৩, ১৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন সম্পাদনা

সুপ্রিয় সুরজিত সিংহ (সৌর),
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পদক প্রাপ্তি সম্পাদনা

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৩৮, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অনেক ধন্যবাদ । --সুরজিত সিংহ (সৌর) (আলাপ) ১৩:১১, ২৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় সুরজিত সিংহ (সৌর),
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় সুরজিত সিংহ (সৌর),

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য চিত্র:বিপিয়াটিউটোর-লগো-সাইন.png ফাইলে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ফ১০ অনুসারে করা হয়েছে, কারণ এটি এমন একটি চিত্র, অডিও, ভিডিও ফাইল (উদা. ওয়ার্ড নথিপত্র) অথবা পিডিএফ ফাইল যার কোন বিশ্বকোষীয় ব্যবহার নেই।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত।