স্বাগতম সম্পাদনা

প্রিয় সুদীপ্ত, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত 16:18, ২২ এপ্রিল ২০০৬ (UTC)

Please, if you don't know properly, don't write in encyclopedia. AIDS means Acquired Immune Deficiency Syndrome. HIV stands for human immunodeficiency virus. Please make correction of your edits in Bangla HIV.জাহিদ ২৩:৪৭, ২ জুন ২০০৬ (UTC)

জাহিদ, আপনি কোন সম্পাদনার কথা বলছেন? সুদীপ্তের এই সম্পাদনাতে তো ঠিকই হিউম্যান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস লেখা আছে। --Ragib ০১:৫৩, ৩ জুন ২০০৬ (UTC)

Hi সুদীপ্ত, you had started a nice series on birds. Hope you didnt stop due to my criticism.. You were doing a great job.. I even added some pictures to your two bird articles on spotted dove and tailor bird.. But in the article on বক I was a bit surprized that you made it as narrow as a single species, where the terms applies not only to multiple genus but even to some which may not be too close! Please resume the good work you were doing.. you can alway do it in multiple steps.. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৫২, ২৭ জুন ২০০৬ (UTC)

পাখি নিয়ে লেখা চমৎকার হচ্ছে। চালিয়ে যান। দোয়েল, ফিঙে, চিল ইগল ইত্যাদি আরো যা বাকি আছে, লিখে ফেলুন। --রাগিব (আলাপ | অবদান) ২০:২৫, ৩০ জুন ২০০৬ (UTC)


নিজের পরিচয় দিন সম্পাদনা

আপনার নিজের পরিচয় আপনার ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন। পৃষ্ঠাটিতে যাবার জন্য এখানে ক্লিক করুন। আপনার নিজের পরিচয় লিখে 'রক্ষা করুন' বাটনে ক্লিক করুন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ।

--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:১৫, ১ জুলাই ২০০৬ (UTC)

সুদীপ্ত, আপনি ছবি আপলোড করার সময় ছবির বর্ণনায় ছবির উৎস উল্লেখ করছেন না। এ ধরণের ছবি উইকিপিডিয়াতে ব্যবহার করা যায় না। দয়া করে ছবির উৎস যোগ করুন।

আর ছবির লাইসেন্সের কথাও কিছুই লিখেন নাই। ইন্টারনেট থেকে ছবি নিতান্ত বাধ্য না হলে নেয়া উচিৎ না। যদি কোন ব্যক্তির কোন ফ্রি ছবি না পাওয়া যায়, শুধু সেই ক্ষেত্রেই ফেয়ার ইউজ হিসাবে ব্যবহার করা যাবে, শুধু ঐ ব্যক্তির নিবন্ধে। সেই ক্ষেত্রে ছবির বর্ণনা পাতায় {{ফেয়ার ইউজ}} ট্যাগটি ব্যবহার করুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৯, ২ জুলাই ২০০৬ (UTC)


অনুগ্রহ করে যক্ষ্মা নিবন্ধে লেখা তথ্য গুলো যক্ষা তে সরিয়ে দিন। যক্ষ্মা বানানটি ভুল। যক্ষা নামে আর একটি নিবন্ধ আছে। ________ ধন্যবাদ। মুনতাসির(আলাপ | অবদান)


আমি যক্ষ্মা নামক নিবন্ধের আপনার করা টেবিলটি যক্ষা নিবন্ধে Paste করে দিয়েছি।____ ধন্যবাদ।।। মুনতাসির

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় সুদীপ্ত,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন