বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

পাই চার্ট সম্পাদনা

কোডাভা ভাষাটা পাই চার্টে কেন আসছে না? শৌমেন মান্না (আলাপ) ০৫:০৩, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অবিশ্বকোষীয় লেখা যুক্তকরণ প্রসঙ্গে সম্পাদনা

সুধী, আপনি সম্প্রতি বিভিন্ন নিবন্ধে অবিশ্বকোষীয় লেখা শব্দ ব্যবহার করেছেন। উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, এখানে গল্প, প্রবন্ধের মতো মনগড়া ভাষায় না লিখে বিশ্বকোষীয় ভাষায় লিখতে হয়। আপনার করা বিভিন্ন সম্পাদনায় আপনি হত্যা শব্দের পরিবর্তে কচুকাটা শব্দের ব্যবহার এবং massacre এর বাংলা অনুবাদ হত্যাকাণ্ড না দিয়ে গণহত্যা ব্যবহার করেছেন। উল্লেখ্য, হত্যাকাণ্ড(massacre) ও গনহত্যা(genocide অথবা mass murder) এক নয়। অনুগ্রহ করে পড়ুন উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়। সেই সাথে উইকিপিডিয়ায় নিরপেক্ষতা নীতি মেনে সম্পাদনা করতে আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৪১, ১৮ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সুধী, আপনাকে সতর্ক বার্তা দেওয়ার পরও আপনি পুনরায় অবিশ্বকোষীয় তথা মনগড়া শব্দ ব্যবহার করেছেন। ইতোমধ্যে, অ্যান্ডারসন সেতুর হত্যাকাণ্ড নিবন্ধে আপনার ব্যবহার করা ...গলাগুলো হালাল পদ্ধতিতে আড়াই পোঁচে কেটে মৃতদেহটা সেতুর... বাক্যাংশটি মুছে ফেলা হয়েছে। নিবন্ধটি আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করেছেন, যেখানে উক্ত বাক্যাংশের মতো কোনো ইংরেজি অনুবাদ নেই। অনুগ্রহ করে উইকিপিডিয়ায় মনগড়া শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৪৬, ১৯ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় শৌমেন মান্না,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শাওমি রেডমি ৫ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

বিভিন্ন কারণ দর্শিয়ে শাওমি রেডমি ৫ পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন —শাকিল হোসেন আলাপ ১৭:৪৪, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন