বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

মার্চ ২০২৫

সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা বাংলাদেশের ইতিহাস থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কীভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। নীল নন্দী ১১:৪৮, ৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশের ইতিহাস"-এর বাংলা পাতার অতীতে বাংলাদেশের উপর গোড়া সভ্যতার মাঝখান দিয়ে বর্তমান জুলাই-অভভুথানের প্রত্যেক দিনের একটা করে কাহিনী লেখার কোনো দরকার দেখি না। হ্যাঁ, জুলাই অভভুথানের কথা, শেষে 'বর্তমান ইতিহাস'-এর অধীনে সংক্ষিপ্ত করে লিখতে পারেন। কিন্তু ওই জায়গায় না। One21persons (আলাপ) ১৫:০৫, ৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বায়তুল মোকাররম দক্ষিণে সংঘর্ষ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

বায়তুল মোকাররম দক্ষিণে সংঘর্ষ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বায়তুল মোকাররম দক্ষিণে সংঘর্ষ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। NahidHossain (আলাপ) ১৮:৪৯, ১৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বিটিভি সিলেট

সম্পাদনা

দয়া করে বিটিভি সিলেট নিবন্ধের বাক্য গঠন ঠিক করুন। নিবন্ধটির বাক্য গঠন আপনি ইংরেজি ব্যাকরণ অনুসারে লিখেছেন। বাংলায় ইংরেজি ব্যাকরণ অনুসারে লিখলে বাক্য প্রাঞ্জল হয় না। দয়া করে বাক্য সাজিয়ে লিখুন, ভাবানুবাদ করুন যেন বাক্য প্রাঞ্জল হয়। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:২৫, ১৮ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি অন্য নিবন্ধগুলির অবস্থাও একই। দয়া করে সংশোধন করুন। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩০, ১৮ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

২০২৩ সালে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের তথ্য লঙ্ঘন খসড়ায় স্থানান্তর করা হয়েছে

সম্পাদনা

২০২৩ সালে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের তথ্য লঙ্ঘন-এ আপনার অবদানের জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, এটি এখনও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে বলে মনে হচ্ছেনা, কারণ এতে অনেক যান্ত্রিক অনুবাদ রয়েছে। আমি আপনার নিবন্ধটিকে একটি খসড়াতে রূপান্তরিত করেছি যা আপনি কিছুক্ষণের জন্য নিরবচ্ছিন্নভাবে উন্নত করতে পারেন৷

আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সাহায্য:সূচী দেখুন। নিবন্ধটি প্রকাশের জন্য প্রস্তুত হলে, অনুগ্রহ করে পাতার শীর্ষে "পর্যালোচনার জন্য খসড়াটি জমা দিন!" বোতামে ক্লিক করুন। -- Yahya (আলাপ | অবদান) ২৩:০৯, ২২ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা, ধন্যবাদ মাত্রা (আলাপ) ০৩:৪৪, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিক অনুবাদ

সম্পাদনা

আমি আপনার নিবন্ধগুলো পর্যালোচনা করলাম। আপনার প্রায় সব অনূদিত নিবন্ধই অত্যন্ত যান্ত্রিক। অনুগ্রহ করে এগুলো সংশোধন করুন। -- Yahya (আলাপ | অবদান) ২৩:১২, ২২ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এক কাপ কফি!

সম্পাদনা
  কফিতে চুমুক দিন আর উইকিপিডিয়ায় অবদান রাখুন। মোবাশশির' (আলাপ) ০৪:৩৫, ৩১ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন