শিয়া সন্ত্রাসী গোষ্টি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

হ্যালো, এবং উইকিপিডিয়ায় স্বাগতম। যদিও উইকিপিডিয়ায় যে কেউ সম্পাদনা করতে পারে, অগঠনমূলক নিবন্ধ, যেমন:শিয়া সন্ত্রাসী গোষ্টি, আমাদের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি যদি পরীক্ষামূলক সম্পাদনা করতে চান তাহলে খেলাঘর ব্যবহার করুন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী আলাপ ২২:২২, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি ২০১৫ সম্পাদনা

 

Please do not create pages that attack, threaten, or disparage their subject. Attack pages and files are not tolerated by Wikipedia and are speedily deleted. Users who create or add such material may be blocked from editing Wikipedia. Thank you. যুদ্ধমন্ত্রী আলাপ ২২:২৫, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন