ব্যবহারকারী আলাপ:Eftekhar Naeem/সংরক্ষিত আলাপ/২০২০

অসম্পূর্ণ অনুবাদ সম্পাদনা

প্রিয় ইফতেখার নাইম আপনি খুব ভালো সম্পাদনা করছেন। কিন্তু অনুবাদের ক্ষেত্রে চেষ্টা করবেন পুরোটা না পরলেও অন্তত ৩ হাজার বাইটের উপরে বা মানসম্মত অবস্থায় রেখে অনুবাদ প্রকাশ করতে। কারণ এগুলো পরবর্তীতে সম্প্রসারণ তেমন একটা হয় না যদি ওই নিবন্ধ প্রণেতা আর না করেন। --দেলোয়ার () • ১৫:৩০, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভুল প্রত্যাবর্তন সম্পাদনা

সুধী, আপনি সম্প্রতি আমার সংশোধন রিভার্ট করেছেন যা সম্পূর্ন ভুল। আমি যে সংশোধন করেছি তা সঠিক। ভবিষ্যতে ভুলভাল রিভার্ট করবেন না। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ০৩:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Shahriar Islam Alvi: আপনি হয়তো তথ্যসূত্র শিরোনামের ইংরেজি লিখা ঠিক করলেও বই উদ্ধৃতি বই উদ্ধৃতি ঠিক করেন নি। সেটা ঠিক করেছি। তাই দয়া করে দেখেশুনে রিভার্ট করবেন৷ ইফতেখার ০৩:৪৮, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আমার অভিজ্ঞতার পরামর্শ হল, এমন ক্ষেত্রে সম্পাদনা প্রত্যাবর্তন করতে আমি যেটা করি তা হল, ইতিহাসে ডেক্সটপ মুডে এসে সর্বশেষ ভালো সম্পাদনায় ক্লিক করে সম্পাদনায় যেয়ে "পরিবর্তনসমূহ" ক্লিক করে ভুল বাতিল বা শুদ্ধু যোগ করে সংরক্ষণ করা। অথবা সরাসরি সম্পাদনা ক্লিক করে, আগের ইতিহাস দেখে ভালো লেখা যোগ বা খারাপ লেখা বাতিল করে তারপর সংরক্ষণ। না হলে দেখা যেভাবেই করি না কেন, মাঝের অন্য সম্পাদনাও বাতিল করতে হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ০৪:১৭, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত সম্পাদনা

ভাই, আমি দুঃখিত আপনাকে সম্পাদনা দ্বন্দ্বে ফালানোর জন্য। ফ্রী ব্যাসিক্স দিয়ে উইকিপিডিয়াতে অবদান রাখায় আমি বুঝতে পারিনা অনেক কিছু। কারণ, আমি সবসময় সাধারণ উইকিপিডিয়া ব্যবহার করি। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ১৩:২১, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নিরীক্ষক মঞ্জুর সম্পাদনা

 

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "নিরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। পর্যালোচনার জন্য অপেক্ষায় থাকা অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং অমীমাংসিত পরিবর্তন সুরক্ষা চালু করা সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

--আফতাবুজ্জামান (আলাপ) ০২:১২, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইটযুক্ত তথ্য সম্পাদনা

প্রিয় সুধী, তাড়াশ উপজেলা নিবন্ধে আপনি কপিরাইটযুক্ত অনেক তথ্য যোগ করেছেন। অন্য উৎস থেকে সরাসরি অনেক তথ্য যোগ করেছেন। অনুগ্রহ করে সেগুলি নিজের ভাষায় লিখুন। অন্যথায় কপিরাইটযুক্ত সকল লিখা মুছে ফেলা হবে। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:২৮, ২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করা হচ্ছে – ইফতেখার নাইম (আলাপ) ০২:৪৯, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা সম্পর্কে সম্পাদনা

আপনি মাইক্রোসফট এজ নিবন্ধে সম্পাদনা করে আবার বাতিল করেছিলেন। আপনি চাইলে সম্পাদনা করতে পারেন। এবং সেটা আমার যে কোনো নিবন্ধেই করতে পারেন। এতে আমার আপত্তি নেই। বরং এতে উইকিপিডিয়া আরো সমৃদ্ধ হবে। -ইয়াহিয়াবলুন... ০৮:০৩, ১৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:বাংলা_প্রয়োগবিধি#এর সম্পাদনা

নাইম, উপরে র আর এর ব্যবহার সম্পর্কে দেখতে পারেন। আপনার একটি নিবন্ধে দেখলাম ভুল ব্যবহার তাই জানালাম। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃউইকি সংযোগ সম্পাদনা

সুধী, আপনি নিয়মিত নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে চলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তবে, নিবন্ধ তৈরির পর অনুগ্রহপূর্বক আন্তঃউইকি সংযোগ দিবেন। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১০:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকি লাভস ওমেন দক্ষিণ এশিয়া ২০২০ সম্পাদনা

ভাই উইকিপিডিয়া:উইকি লাভস ওমেন দক্ষিণ এশিয়া ২০২০ প্রতিযোগিতার জন্য অন্তত ৩০০০ বাইট ও ৩০০ শব্দ যুক্ত নিবন্ধ অনুবাদ করবেন। আর প্রতিযোগিতার বাইরে ইচ্ছামত যেকোন আকারের অনুবাদ করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:ইফতেখার নাইম/নাহিকারী গার্সিয়া সম্পাদনা

প্রিয়,, আপনার তৈরি নাহিকারী গার্সিয়া পাতাটি অসম্পূর্ণ অনুবাদ, তাই এটি আপনার উপপাতা ব্যবহারকারী:ইফতেখার নাইম/নাহিকারী গার্সিয়া তে স্থানান্তর করা হলো। এখানে অনুবাদ ঠিক করে প্রধান নামস্থানে যোগ করুন।--দেলোয়ার () • ১৯:০২, ৮ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উনপঞ্চাশ বাতাস চলচ্চিত্র সম্পাদনা

@ইফতেখার নাইম:, @ইফতেখার নাইম ভাই, উনপঞ্চাশ বাতাস নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। নুবান খান (আলাপ) ১৫:৫৭, ২৫ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন সম্পাদনা

এডিটাথন লাইভ! যোগদান ও ছড়িয়ে দেওয়ার আমন্ত্রণ। ধন্যবাদান্তে, — তানভির০০:২২, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধন পর্যালোচনা সম্পাদনা

ইখতিয়ারউদ্দীন বলকা খলজী নিবন্ধনটি কাজ করা হয়েছে দেখবেন। মোঃ আরিফ (আলাপ) ০৬:৫০, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md Arif bd: আপনার নিবন্ধে কিছুটা ত্রুটি ছিল এবং আছে। আমি একটু অন্যভাবে কপি করে দিয়েছেন। যা উচিৎ হয়নি। আবার অনেক তথ্য বাদ পড়েছে। যাইহোক আপনার নিবন্ধ গ্রহণ করা গেল না। আপনি অন্য নিবন্ধ ধরুন। ইফতেখার নাইম (আলাপ) ০৭:০৩, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন


অনলাইন এডিটাথন সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@ইফতেখার নাইম এবং আফতাবুজ্জামান: পল্টন নিবন্ধটি গৃহীত না হওয়ার কারণ জানতে চাই। নাহিয়া (আলাপ) ০৭:২৪, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian~bnwiki: আপনার নিবন্ধে তথ্যসূত্র নেই বললেই চলে। ইংরেজি উইকি থেকে অনুবাদ করলেও তথ্যসূত্র না থাকলে সেটা গ্রহণ করা যায় না। আপনি প্রতিযোগিতার বাহিরে সেটা তৈরি করলে সমস্যা নেই। এই এডিটাথনের শর্ত আরো একবার পড়ুন।ইফতেখার নাইম (আলাপ) ০৭:৫১, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@ইফতেখার নাইম: আমি ইংরেজি থেকে অনুবাদ করেছি, ইংরেজি নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্যসূত্রগুলোই আমি যোগ করেছি। আচ্ছা... নাহিয়া (আলাপ) ০৭:৫৪, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian~bnwiki: বাংলাপিডিয়াতে যাচাইযোগ্য তথ্য থাকার পরেও আপনি সেগুলো ব্যাবহার করেন নি। সব দিক মিলিয়ে নিবন্ধ গৃহীত হয় নি। - ইফতেখার নাইম (আলাপ)
@ইফতেখার নাইম: তথ্যসূত্র যোগের পর পুনঃবিবেচনা করা হবে কি? না নিবন্ধ মুছে দেওয়া হবে? নাহিয়া (আলাপ) ০৭:৫৯, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian~bnwiki: আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। @Wikitanvir, RockyMasum, এবং NahidSultan: ভালো বলতে পারবেন।ইফতেখার নাইম (আলাপ)
@ইফতেখার নাইম: আদেল উদ্দিন আহমেদ এবং ইতিহাস একাডেমী নিবন্ধ দুটি অতি সংক্ষেপিত এবং সেগুলোতেও তথ্যসূত্র কম। এগুলো আপনি কিভাবে গ্রহণ করলেন এ ব্যপারে বিস্তারিত বললে খুশি হতাম। নাহিয়া (আলাপ) ০৮:০৫, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian~bnwiki: পাতা দুইটি যথেষ্ট তথ্যসূত্র আছে। প্রতিটি অনুচ্ছেদে তথ্যসূত্র আছে। আর বর্তমান পরিস্থিতিতে পাতা দুইটি সম্পূর্ণ। ইফতেখার নাইম (আলাপ) ০৮:১৮, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian~bnwiki: আপনি চমৎকার অনুবাদ করেছেন। তবে নিবন্ধের বেশ কয়েকটি অনুচ্ছেদ তথ্যসূত্রবিহীন। অনুগ্রহ করে তথ্যসূত্র উন্নতি করুন। আশা করি এটি খুব কঠিন কিছু হবে না। তাহলে নিবন্ধটি গ্রহণ করতে আর কোন সমস্যা থাকবে না।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:১৩, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RockyMasum: ধন্যবাদ। ইফতেখার নাইম নিবন্ধটি বাতিল না করে আমার আলাপ পাতায় তথ্যসূত্র যোগ করার ব্যাপারে বললে আমি মনে করি ভালো হতো। কারণ, নিবন্ধ তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু মূহুর্তের মাঝেই সেটি গ্রহণ করা যাবেনা বা বাতিল ঘোষণা করাটা যেকোনো নিবন্ধকারীকে নিবন্ধ তৈরি থেকে অনুৎসাহিত করে দেবে বলে আমি মনে করি। নাহিয়া (আলাপ) ০৮:১৮, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian~bnwiki: আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাঝেমধ্যে দুই একটু ভুল হয়ে যায়।ইফতেখার নাইম (আলাপ) ০৮:২১, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@ইফতেখার নাইম: পল্টন নিবন্ধে যথাযথ তথ্যসূত্র যোগ করা হয়েছে। পুনঃপর্যালোচনা করুন, শুধু যেসকল তথ্যসূত্র পাওয়া গিয়েছে, শুধু সেগুলোই যুক্ত করা হয়েছে। নাহিয়া (আলাপ) ০৯:১২, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian~bnwiki: নয়া পল্টন নামের সম্পূর্ণ অনুচ্ছেদে তথ্যসূত্র নেই। দয়া করে সেগুলো যুক্ত করুন।ইফতেখার নাইম (আলাপ)
@ইফতেখার নাইম: করা হয়েছে। ~ নাহিয়া (আলাপ) ০৯:৪৩, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian~bnwiki: আপনি একটা কাজ করুন wp:যাচাইযোগ্যতা পড়ুন। আমি এটা ছেড়ে দিলাম অন্য ব্যবহারকারী দেখবেন। @Wikitanvir, RockyMasum, এবং আফতাবুজ্জামান: যেকেউ দেখতে পারেন। ইফতেখার নাইম (আলাপ) ১০:০৯, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
একদম শুরুর উল্লেখ বিজ্ঞপ্তি পেয়ে আসা। মনে হচ্ছে সমস্যা এখন সমাধান হয়েছে। (এছাড়া আলোচনার ক্রমায়ন সাজিয়ে দিলাম :D) --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৩, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

অনালাইন এডিটাথন প্রসঙ্গ সম্পাদনা

আপনি হয়তো জানেন না ২য় ইব্রাহিম খান পাতাটি আমি শুধু অনুবাদ করেছি। পাতাটি প্রসঙ্গে অনুযোগ থাকলে আপনি পাতাটি কাজ প্রয়োজন ট্যাগ যোগ করে আলাপ পাতায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র কপিরাইট লঙ্গন করলেই আপনি একদম বাতিল করার অধিকার রাখেন। পর্যালোচনার নিয়ম পুনরায় পড়ার অনুরোধ রইলো, তথ্যসূত্রর প্রশ্ন করলে উক্ত পাতাটি সর্বমোট ৫ টি ভাষায় অনুবাদ হয়েছে তথ্যসূত্রের অভাব থাকলে পাতাটি উইকিতে অনেক পূর্বেই বাতিল হয়ে যেতো। সার্বিক বিবেচনা করে বাতিল লেখাটি মুছার অনুরোধ রইলো।এফ আর শুভ (আলাপ) ০৮:০৭, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Foysalur Rahman Shuvo: এই নিবন্ধ এই এডিটাথনের জন্য প্রযোজ্য নয়। কারণ এই এডিটাথনের উদ্দেশ্য হলো বাংলাপিডিয়ার সকল নিবন্ধ উইকিপিডিয়াতে নিয়ে আসা এবং সেগুলোর মানোন্নয়ন করা । কিন্তু এই পাতা বাংলাপিডিয়াতে নেই। ইফতেখার নাইম (আলাপ) ০৮:২৬, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় @ইফতেখার নাইম: ২য় ইব্রাহিম খান নিবন্ধ পর্যালোচনা করায় আপনাকে ধন্যবাদ। নিবন্ধটি সম্প্রসারণ করার ক্ষেত্রে বাংলাপিডিয়া লিঙ্কটি সম্প্রতি ঠিক করা হয়েছে, যেখানে অধিক তথ্য বিদ্যমান। আগে বাংলাপিডিয়া লিঙ্কটি সংযোগে ভুল ছিল এবং এজন্য Foysalur Rahman Shuvo নিবন্ধটি অসম্পূর্ণ অবস্থায় জমা দিয়েছিলেন। এছাড়াও অন্যান্য নিবন্ধের ক্ষেত্রে অনুগ্রহ করে প্রথমে গ্রহণ করা হয়নি যোগ করবেন না। এর বদলে মন্তব্য লিখুন এবং মন্তব্যে উক্ত নিবন্ধের আলাপ পাতার সংযোগ করে ব্যবহারকারীকে জানান, কেন নিবন্ধটি গৃহীত হয়নি। যেহেতু নতুন অনেক উইকিপিডিয়ান এতে অংশ নিতে পারে তাদের কথা মাথায় রেখে প্রথমে মন্তব্য রাখা প্রয়োজন। মন্তব্য রাখার ৩ দিনের মধ্যেও যদি নিবন্ধের অগ্রগতি না হয় সেক্ষেত্রেই কেবলমাত্র গ্রহণ করা হয়নি যোগ করুন। ধন্যবাদ।
এবং প্রিয় @Foysalur Rahman Shuvo: বিশেষ এডিটাথনে অংশ নেওয়ায় এবং নিবন্ধ তৈরি করায় আপনাকে ধন্যবাদ। ২য় ইব্রাহিম খান নিবন্ধের বাংলাপিডিয়া লিঙ্কটি ঠিক করা হয়েছে, অনুগ্রহ করে এখন নিবন্ধটি সম্পূর্ণ করুন। যথাযথ হলে নিবন্ধটি গৃহীত হবে। — অংকন (আলাপ) ১০:১৫, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:ANKAN আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ব্যবহারকারী:ইফতেখার নাইম তার ভুলটি বুজতে পেরেছে।এফ আর শুভ (আলাপ) ১১:০৯, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি উদ্যান নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় ইফতেখার নাইম,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উদ্যান নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শুক্রবার ১১:৪৩, ০৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

২০২০/বিশেষ এডিটাথন এর নিবন্ধ পর্যালোচনা সম্পাদনা

অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথনে নিবন্ধ পর্যালোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। নিবন্ধ পর্যালোচনার জন্য অনুগ্রহ করে নিচের বিষয়গুলি খেয়াল রাখুনঃ

  1. পর্যালোচনা শেষে গৃহীত নিবন্ধ সৃষ্টিকারী/সম্প্রসারণকারীর আলাপ পাতায় {{subst:উইকিপিডিয়া:২০২০/বিশেষ এডিটাথন/গৃহীত|নিবন্ধের নাম}} টেমপ্লেট ব্যবহার করে অনুগ্রহ করে সৃষ্টিকারীকে জানান।
  2. কোন নিবন্ধ গ্রহণ না করা গেলে তা উক্ত নিবন্ধের আলাপ পাতায় কারনসহ উল্লেখ করুন। নিবন্ধটি যে কারনে গ্রহণ করা যায়নি সেটি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা হয়, তাহলে পুনরায় পর্যালোচনা করুন।

যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:৫৮, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি অধিদপ্তর নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় ইফতেখার নাইম,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অধিদপ্তর নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ১০:১৭, ০৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাঙালীস্তান প্রসঙ্গে সম্পাদনা

নমস্কার। "বাঙালীস্তান" বানাতে গিয়ে আমি যথাসম্ভব তথ্যসূত্র দিয়েছি।তারপরেও সেটি অপসারণ করা হয়েছে ! ...... অনুগ্রহপূর্বক এই কাজে আমাকে সাহায্য করুন যাতে সেটি উইকিপিডিয়াতে চিরস্থায়ী হতে পারে । ধন্যবাদ। প্রসেনজিৎ পাল (আলাপ) ০৬:৩২, ৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@প্রসেনজিৎ পাল:এই সম্পর্কে জানিনা। আর বলতে পারব না। নাইম বার্তা ০৭:৪১, ৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"Eftekhar Naeem/সংরক্ষিত আলাপ/২০২০"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।