ব্যবহারকারী আলাপ:Eftekhar Naeem/সংরক্ষিত আলাপ/২০১৯

(ব্যবহারকারী আলাপ:ইফতেখার নাইম/সংরক্ষিত আলাপ/২০১৯ থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: ইফতেখার নাইম কর্তৃক ৪ বছর পূর্বে "আলোচনা" অনুচ্ছেদে

আপনার জন্য একটি বিড়ালছানা! সম্পাদনা

 

ব্যবহারকারী পাতায় আপনার ছবি দেখে কমবয়সী মনে হচ্ছে। কিন্তু খুব সাহসী উদ্যোগের সাথে উইকিপিডিয়ায় অবদান রাখছেন। আশা করি আমৃত্যু উইকিপিডিয়ায় অবদান রাখবেন।— ImranAvenger (আলাপ) ০৭:৫৭, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভাই, @ImranAvenger:, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ~ ডোরেমন আলাপ ০৭:১৭, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পরিবর্তন সম্পাদনা

আমি আপনার আলাপ পাতায় </div> লেখা যোগ করেছি। যদি আপনার আপত্তি থাকে তাহলে মুছে দিন — Ahmad ০৯:৫০, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Ahmad Kanik:ভুল করে আমার আলাপ পাতায় </div> লিখা দিতে ভুলে গেছিলাম৷ আপনাকে ধন্যবাদ৷~ ডোরেমন আলাপ ১০:২০, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:নেওয়াজ রাকিব সম্পাদনা

উপরের একাউন্টটি অনিবন্ধিত হিসেবে আপনি অপসারণের বার্তা দিয়েছিলেন। প্রথমত, একাউন্টটি অনিবন্ধিত নয়। দ্বিতীয়ত, পাতাটি আপনি নিজে তৈরি করেছেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৪, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@ইফতেখার নাইম: আপনি এর পূর্বেও ব্যবহারকারী:Eftekhar Nayeem (বর্তমানে অপসারিত) এই ধরনেরও একটি পাতা তৈরি করেছিলেন। যেটা আপনার বর্তমান ব্যবহারকারী পাতার সাথে পুনর্নির্দেশ করে দিয়েছিলেন। অনুগ্রহ অযথা ব্যবহারকারী পাতা তৈরি করা থেকে বিরত থাকুন, ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৪১, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin: ভাইয়া আমি EFTEKHARNAEEM পাতা তৈরি করি নাই। সেটা দিয়ে আমি সর্বপ্রথম একাউন্ট খুলেছিলাম৷ পরে আমি আমার নাম প্রশাসকের সাহায্যে বাংলায় নিয়ে এসেছি যার ফলে পুনর্নির্দেশ হয়ে গিয়েছিল৷ ~ ডোরেমন আলাপ ০৩:০৭, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিতে ইসলাম অবমাননা এবং হযরত মুহাম্মাদ (সাঃ) কে অপমান করে লেখা গ্রহণযোগ্য নয় সম্পাদনা

@ইফতেখার নাইম: ইসলামের সমালোচনা এবং মুহাম্মাদের সমালোচনা ইসলামবিদ্বেষী দুটি পাতা; এ পাতা দুটির বিরুদ্ধে ব্যবস্থা নিন। ডাগমাগ ডিগা (আলাপ) ০৫:১৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@ডাগমাগ ডিগা: এর বিরুদ্ধে উইকিপিডিয়া কোন ব্যবস্থা নিতে পারবে না। কারণ এই নিবন্ধ উইকিপিডিয়ার কোন নীতি লঙ্ঘন করে না। আর এই দুইটি নিবন্ধ অবশ্যই মুসলিম তথা ইসলামের কোন কিছুকে অপমান করে না। নীতিমালা পড়ে নিতে পারেন৷ ~ ডোরেমন আলাপ ০৫:২০, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃসংযোগ স্থাপন সম্পাদনা

দয়া করে এ দুটি পাতায় আন্তঃসংযোগ স্থাপন করে দিন। ~ধন্যবাদ en.wikipedia.org/wiki/User:RhythmWiki bn.wikipedia.org/wiki/User:RhythmWiki RhythmWiki (আলাপ) ১৬:১৩, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@RhythmWiki: অন্তত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে,এটা সম্ভব হচ্ছে না। আপনি ব্যবহারকারী একাউন্ট অবশ্যই উইকিউপাত্তে সংযোগ স্থাপন করতে পারেন না। দ্বিতীয় কথা হলো আমি চেষ্টা করেছি কিন্তু কারিগরি কারণে এটা সম্ভব হয়নি৷~ ডোরেমন আলাপ ১৬:২০, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@RhythmWiki:   করা হয়েছে-আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:২৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী যোগ প্রসঙ্গে সম্পাদনা

সুধী, শুভেচ্ছা নিবেন। সম্প্রতি আপনি হটক্যাটের মাধ্যমে বিভিন্ন নিবন্ধে তৈরি হয় নি এমন বিষয়শ্রেণী একবার যোগ এবং একবার অপসারণ করতেছেন। আপনি যদি হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী যোগ করতে চান তাহলে একসাথে অনেকগুলি যোগ করতে পারবেন। আলাদাভাবে একটা একটা যোগ করতে হবে না। যেই বিষয়শ্রেণী যোগ করতেছেন সেটি যদি এখনও তৈরি না হয় তাহলে হটক্যাটের মাধ্যমে যোগ করার সময় পাবলিশ করার আগেই সেটি লাল চিহ্নিত দেখাবে এবং সেটি বাদ দিয়ে দিবেন। অযথা তৈরি না হওয়া এমন এবং নিবন্ধের সাথে অসামঞ্জস্য বিষয়শ্রেণী যোগ-অপসারণ না করার অনুরোধ রইলো। কোনো সমস্যা ও প্রয়োজনে জানাতে পারেন। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:০৩, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

লরেন সিমন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

লরেন সিমন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/লরেন সিমন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১০:৫৭, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মাঈনুল আহসান নোবেল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মাঈনুল আহসান নোবেল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাঈনুল আহসান নোবেল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। S. M. Nazmus Shakib (আলাপ) ১৩:৩৫, ২৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট তৈরি সম্পাদনা

টেমপ্লেট:সিরিজ ওভারভিউ তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি যখনি কোনো টেমপ্লেট তৈরি করবেন অব্যশই দেখেবেন সেটির কোনো মডিউল আছে কিনা, যদি থাকে তাহলে মডিউল এবং টেমপ্লেট দুটোই তৈরি করতে হবে। নয়তো টেমপ্লেট কাজ করবেনা, যেমন: টেমপ্লেট:সিরিজ ওভারভিউ-এর জন্য মডিউল:সিরিজ ওভারভিউ প্রয়জন ছিলো। যেহেতু মডিউল তৈরি একটা জটিল কাজ এবং এতে ব্যবহৃত কোডগুলোও জটিল, তাই যদি আপনার কোনো সাহায্য প্রয়জন হয় তাহলে আপনি মডিউল এবং টেমপ্লেট দুটোই আমদানি করতে উইকিপিডিয়া:পাতা আমদানির অনুরোধ পাতায় অনুরোধ করতে পারেন, অথবা যেকোনো অভিজ্ঞ ব্যবহারকারীকে তৈরির জন্য তার আলাপ পাতায় অনুরোধ করতে পারেন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৯:১৭, ২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Be the first to try new editing features সম্পাদনা

প্রিয় ইফতেখার নাইম,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, EAsikingarmager (WMF) (আলাপ) ২৩:৪৮, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

উইকিপ্রকল্প ইসলাম-আমন্ত্রণ! সম্পাদনা

 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৫:৩৫, ১১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ সম্পাদনা

 

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা সম্পাদনা

ভাই উইকিপিডিয়া:বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প এর চরফ্যাশন উপজেলা নিবন্ধন টি সম্পুর্ন করার পর আমি ট্যাগ লাগিয়েছে সম্পুর্ন হয়েছে। আমি জানতে চাই কোন দিক হতে নিবন্ধন টি বর্তমান তথ্য প্রমান ও সকল বিষয়ে সুস্পষ্ট দেওয়ার পর ও সম্পুর্ন হয় নি?? আপনি ট্যাগ টি সরিয়ে দিয়েছেন। উলেখ্য যে বর্তমানে এর বাহিরে এই উপজেলার জন্য আর কিছু যোগ করা যাবে বলে মনে হয় না। মোঃ আরিফ (আলাপ) ০১:৫৮, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আরিফ ভাই দেখুন। এই টেমপ্লেট সরানোর মূল কারণ হলো নিবন্ধটি একেবারে অসম্পূর্ণ। যদি বলেন কেন অসম্পূর্ণ? তাহলে উত্তর আসবে আপনি এই নিবন্ধন সম্পূর্ণ করতে পারেন নাই। কারণ এই নিবন্ধে বাংলাপিডিয়া থেকে কোন তথ্য নেওয়া হয় নি। যেখানে ৫০% থেকে ৮০% তথ্য বাংলা পিডিয়া থেকে নেওয়া যেতে পারে। উপজেলার এই প্রকল্পটির রচনাশৈলি ও তথ্যেসূত্র পরে নিলে বুঝতে পারবেন। আর হ্যাঁ চেষ্টা করুন ৩,০০০ শব্দ বা ৮০ কিলোবাইট এর উপরে রাখার।তাড়াশ উপজেলা নিবন্ধ বাংলা পিডিয়া ও উপজেলার ওয়েব সাইট থেকেই ৯০% সম্পূর্ণ করেছি৷ আশাকরি তথ্যগুলো সংগ্রহ করতে পারলে বিষয়টি বুঝবেন।  ডোরেমন  (ডোরালাপ)🐱 ০৮:৫০, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
[বাংলাপিডিয়া] এবং[ওয়েবসাইট ] , উলেখ্য যে বাংলাপিডিয়া সর্বশেষ আপডেট নেই তার পর ও সেখান থেকে যে গুলা নেওয়া যায় সে গুলা নিয়েছি। এর পর উপজেলার ওয়েবসাইট হতে যথেস্ট তথ্য নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ পত্র হতে তথ্য নেওয়া হয়েছে।উইকিপিডিয়া:বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প/রচনাশৈলী ও তথ্যসূত্র এছাড়া বলা হয়েছে যেগুলা বিশ্ব কোষে রাখার মত নয় সেগুলা কে বিনা কারনে যোগ করে নিবন্ধন বড় করার প্রয়োজন নেই। আমি মনে করে নিয়ম অনুসারে সকর কিছু যোগ করা হয়েছে। আপনি যদি মনে করেন হয় নি, তা পরিস্কার করে বলে দিলে সংশোধন করে নিতাম মোঃ আরিফ (আলাপ) ০৩:২৬, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখনো যোগ করেন নি। আমি একটি অনুচ্ছেদ যোগ করে দিচ্ছি। তারপর বলবেন এই টেমপ্লেট সরানো ঠিক হয়েছে কি না?  ডোরেমন  (ডোরালাপ)🐱 ০৯:৫১, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনি বলেন আমি করে নিতে পারি কি না দেখি। মোঃ আরিফ (আলাপ) ০৩:৫৮, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Md Arif bd: আপনি উইকিপিডিয়াতে এই জেলার নাম লিখে সার্চ দিন৷ তারপর এই উপজেলা সম্পর্ক যুক্ত পাতা দেখতে পাবেন৷ সেগুলো থেকে তথ্য নিতে পারেন।  ডোরেমন  (ডোরালাপ)🐱 ১০:০২, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
কোন তথ্য পেলাম না এর বাহিরে যদি যোগ করতে হয় সেটি মনগড়া হবে বলে মনে করি। এছাড়া আপনি বলেছেন যে অনুচ্ছেদ যোগ করবেন ডালচর দ্বীপ একটি ইউনিয়ন এবং প্রশাসন এর পাতায় যোগ করা আছে এছাড়া সূচনাতেও সেটি দেওয়া আছে। শিক্ষা প্রতিষ্টান এর জায়গায় একটি প্রতিষ্টান এর নাম যোগ করছেন। যদি এমন করার জন্য নিবন্ধন সম্পুর্ন না হয় তাহলে বলার কিছু নেই। যদি মনে করেন নিবন্ধন টি সম্পুর্ন হয় তাহলে ট্যাগ লাগিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে মোঃ আরিফ (আলাপ) ০৪:২৪, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
মোঃ আরিফ ::::ঠিক আছে, টেমপ্লেট যুক্ত করে দিলাম।
"Eftekhar Naeem/সংরক্ষিত আলাপ/২০১৯"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।