ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান/সংগ্রহশালা ৮

(ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান/বার্তা সংকলন/৮ থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "অনুরোধ" অনুচ্ছেদে
সংগ্রহশালা ৫ সংগ্রহশালা ৬ সংগ্রহশালা ৭ সংগ্রহশালা ৮ সংগ্রহশালা ৯ সংগ্রহশালা ১০ সংগ্রহশালা ১৫

অনুরোধ

শ্রদ্ধেয় @আফতাবুজ্জামান: ভাই আমাকে স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি প্রধান করার ব্যপারে পর্যালোনা করার জন্য অনুরোধ করছি।আমাকে উক্ত অধিকারটি প্রধান করলে আমি কৃতার্থ হবো এবং বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আরো উৎসাহিত হবো। আমি উইকিপিডিয়ায় ৫০ টি নতুন নিবন্ধ তৈরি করেছি এবং আপনার পরামর্শ অনুযায়ী আমার তৈরি প্রত্যেকটি নিবন্ধের ক্রমাগত উন্নয়ন ঘটাচ্ছি। উল্লেখ্য আমি আগস্ট ২, ২০১৯ সালে উক্ত অধিকারটির জন্য আবেদন করেছিলাম। আমার তৈরিকৃত নিবন্ধগুলি এখানেএফ আর শুভ (আলাপ) ১৬:৩২, ২৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@Foysalur Rahman Shuvo: হ্যাঁ ভাইয়া, আমি দেখেছি তবে ইচ্ছাকৃত বলতে পারেন উত্তর দিতে সময় নিচ্ছি। আমি আপনার তৈরি নিবন্ধ নজর রাখছি, কেমন অনুবাদ করছেন, সম্প্রসারণ করার চেষ্টা করছেন কিনা, বিষয়শ্রেণী দিচ্ছেন কিনা ইত্যাদি। কেননা আপনি যদি এই অধিকার পাবার আশায় শুধু এখন এগুলি করেন কিন্তু পরে আগের মত করেন তবে কোন লাভ হবে না, উল্টো অন্যদের আপনার নিবন্ধ ঠিক করতে কষ্ট করতে হবে। তাই নিশ্চিত হতে দেরি করছি। ভালো লাগছে এই দেখে যে আপনি বর্তমানে নিবন্ধ তৈরির পর তা সম্প্রসারণ করছেন তা।
একই সাথে আমার মনে আপনার উচিত নতুন নিবন্ধ না তৈরি করে প্রথমে পূর্বে/অনেক আগে আপনার তৈরি নিবন্ধ সম্প্রসারণে মনোযোগ দেয়া (যেমন গাদোয়ার সিং সাহোটা ও তারপরেরগুলি), যদিও এটা আপনার ইচ্ছা। বাংলা উইকির অবস্থা তো জানেনই, এখানে খুব বেশী সম্পাদক নেই ফলে আপনি যদি ওগুলি সম্প্রসারণ না করেন তবে সেগুলি ওভাবেই পড়ে থাকবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৮, ২৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ আফতাব ভাই আপনার সুপরামর্শের জন্য, আমি এটি গ্রহণ করলাম, আমি আমার পূর্বের নিবন্ধগুলিই সম্প্রসারণে মনোযোগ দেব।এফ আর শুভ (আলাপ) ১৭:০০, ২৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@Foysalur Rahman Shuvo: চিন্তার কারণ নেই। আমি আর কিছুদিন দেখে তারপর দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ২৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

রুহান রুহান পেজটির ব্যাপারে

রুহান রুহান পেজটির উন্নয়ন করেছি এবং তথ্যসূতে যোগ করেছি। এখন বোঝা যাচ্ছে যে এটি অপসারণযোগ্য নয়। ট্যাগটি সরিয়ে দিন।—রুহান (আলাপ) ১৪:১০, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)

ব্যবহারকারী:Wiki Ruhan উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রুহান রুহান দেখুন তবে মন খারাপের কিছু নেই। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:১৬, ২৮ জুন ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: আমি পেজটি খেলাঘরে রাখতে চাই। উন্নয়ন করে পাবলিশ করব। উইকি তে যেখানে ২ লাইনের পেজ ডিলিট হয় না সেখানে এইটা অপসারনের যুক্তি যে কতটুকু জানি না। যাই হোক আমার খেলাঘরে উৎস সহ পেজটি দিয়ে দিন।—রুহান (আলাপ) ০৭:৩৪, ২৮ জুন ২০১৯ (ইউটিসি)
ব্যবহারকারী:Wiki Ruhan, এখানে দেয়া হল, তবে লক্ষ্য করুন যে কোন পাতা অপসারণের সাথে ২ লাইনের নিবন্ধ থাকার কোন সম্পর্ক নাই। বইয়ের উপর পাতা, নিবন্ধকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা_(বই)#মানদণ্ড পূরণ করতে হবে। (আর যে কোন পাতায় বার্তা দিলে একদম শেষে দিবেন, একদম শুরুতে না) --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৬, ২৮ জুন ২০১৯ (ইউটিসি)

বিষয়ের যৌক্তিকতা

নদী পাতায় আমি কিছু বিষয় সজ্জিত করেছি যা নদীর মূলভাব থেকে সরে গিয়ে নদীর গতিবিধির দিকে বেশি নজর দিয়েছে। তাই আমি এই অংশ ও নিজে কিছু সংশোধন করে নদীর গতিবিধি পেজটি তৈরি করতে চাই। আপনি খসড়া দেখতে পারেন-ব্যবহারকারী:Wiki Ruhan/খেলাঘর২। এর তথ্যসূত্র যদি আপনি খুঁজে দিতেন।—রুহান (আলাপ) ১০:৪৭, ২৫ জুন ২০১৯ (ইউটিসি)

রুহান, তৈরি করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৯, ২৫ জুন ২০১৯ (ইউটিসি)
পেজটির নাম নদীর ক্ষয়কার্য দিলে ভালো হবে—রুহান (আলাপ) ১৫:১৭, ২৫ জুন ২০১৯ (ইউটিসি)

সম্প্রসারণশীল নিবন্ধ

বাংলাদেশের ইউনিয়ন পেজটিকে সজ্জিত করেছি ও ভুলগুলো সংশোধন করেছি। মানানসই হলে টেমপ্লেটগুলো অপসারণ করুন। আর পেজটির বিষয় বস্তুর সাথে বর্তমান নামটি বেমানান। তাই এর নাম ইউনিয়ন পরিষদ এ পরিবর্তন করে দিন।-- রুহান (আলাপ) ১০:১৮, ২৩ জুন ২০১৯ (ইউটিসি)

রুহান, পাতাটি আরো ঠিক করতে হবে। নিবন্ধের ইতিহাস থেকে দেখতে পাচ্ছি কোন এক আইপি এই লেখাগুলি যোগ করেছে। আমি মোটামুটি নিশ্চিত ওই আইপি তা কোথাও থেকে নকল করেছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫২, ২৩ জুন ২০১৯ (ইউটিসি)

চলচ্চিত্র বিষয়ক

আসন্ন চলচ্চিত্র নিয়ে কোন পেজ তৈরি করা যায় কি? -- রুহান (আলাপ) ১৮:৪১, ১৭ জুন ২০১৯ (ইউটিসি)

-- রুহান, যাবে। যথেষ্ট প্রচার পাওয়া চলচ্চিত্র নিয়ে যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৯, ১৭ জুন ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ তৈরি

বেশ কিছু দিন ধরে খেলাঘরে একটি পেজ নিয়ে কাজ করছি। ওয়াহিদ ইবনে রেজা, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা যিনি বর্তমানে হলিউড এ কাজ করছেন। পেজটিতে বিষয়শ্রেণী যোগ করার জন্য অনুরোধ করছি। আরো মান উন্নয়নে কি করতে পারি তা জানতে চাই। লিংক-https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:Wiki_Ruhan/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%98%E0%A6%B0 -- রুহান (আলাপ) ২১:৪০, ১৫ জুন ২০১৯ (ইউটিসি)

@Wiki Ruhan: আরো তথ্যসূত্র যোগ করার চেষ্টা করুন। অর্জন ও পুরস্কার অনুচ্ছেদেও। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৯, ১৬ জুন ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ অপসারণ

চৌড়া পাতাটি ব্যাবহারকারী যুক্তিহীন ভাবে ইডিট করেছেন।

@Wiki Ruhan: কি রকম সম্পাদনা? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০১, ১৬ মে ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ অনুবাদ

নিবন্ধ অনুবাদ করার জন্য কিছু ইংলিশ উইকিপিডিয়া থেকে পেজ সাজেস্ট করুন-- রুহান (আলাপ) ০২:৩১, ৪ মে ২০১৯ (ইউটিসি) @Wiki Ruhan: উইকিপিডিয়া:উইকিগ্যাপ এডিটাথন ২০১৯ এ কিছু তালিকা আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩০, ৪ মে ২০১৯ (ইউটিসি)

পেজ তৈরি ব্যাপারে

বিরামপুর উপজেলার জেলার দাবি ১৯৭৭ সাল থেকে হয়ে আসছে । তো আমি জানতে চাইছিলাম যে আমি কি এ নিয়ে কোন পেজ তৈরি করতে পারব কিনা? -- রুহান (আলাপ) ০৯:৫৭, ৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)wiki ruhan

@Wiki Ruhan: তথ্যসূত্রসহ ব্যবহারকারী:Wiki Ruhan/বিরামপুর জেলা নামে একটি খসড়া পাতা তৈরি করুন।--আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫২, ৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

নিবন্ধের নামের নিচে লেখা পরিবর্তন

অনেক নিবন্ধের নামের নিচে লেখা থাকে রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ইত্যাদি লেখা থাকে। এটা যোগ করে কীভাবে জানালে কৃতার্থ থাকতাম, ভাই। Smnsbd1971 (আলাপ) ১২:০৭, ৩০ মার্চ ২০১৯ (ইউটিসি)

@Smnsbd1971: যখন আন্তঃউইকি সংযোগ যোগ করা শেষ করেন তখন দেখবেন বাম পাশের পার্শ্বদণ্ডে ("সরঞ্জাম" অংশে) "উইকিউপাত্ত আইটেম" লেখা এসেছে, সেখানে ক্লিক করলে যে পাতা আসবে সেখানে বাংলার ঘরে বিবরণ যোগ করলে ঐ লেখাগুলি আসবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১১, ৩০ মার্চ ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  দয়ালু মনোভাবের পদক
আফতাব,

নিরন্তরভাবে মাতৃভাষার জন্য কাজ করা এমন মানুষ খুব কম দেখেছি। নতুন ও পুরানো সম্পাদকদের অনলাইন পদে পদে সাহায্য করা। সেলাম জানাই। ভাল থেকো, এমনি ভাবে দুই বাংলাকে সৌহার্দ্যে বেধে রেখো। সুমিতা রায় দত্ত (আলাপ) ১০:৫৮, ৩১ মার্চ ২০১৯ (ইউটিসি)

উইকিপিডিয়া:পাতা সুরক্ষার আবেদন

ভাই উইকিপিডিয়া:পাতা সুরক্ষার আবেদন অনেক দিন হল কোন প্রশাসক হালনাগাদ করছেন না। অনেকগুলো আবেদন পড়ে আছে দেখবেন আশা করি। একজন মহাপুরুষ (আলাপ) ১৬:৩৩, ৩১ মার্চ ২০১৯ (ইউটিসি)

বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম থেকে পুনরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম - এ পরিবর্তন

আফতাব ভাই, উনি নিজের নাম আছাদুজ্জামান লিখতেন। স্টেডিয়াম গেটের সম্মুখে এবং বিভিন্ন পত্রপত্রিকায় উনার নাম 'আছাদুজ্জামান' লেখা আছে/হয়। এমতাবস্থায় উনার নামে নামকরণ করা স্টেডিয়ামের নাম বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম এ নিয়ে গেলাম। Smnsbd1971 (আলাপ) ০৩:০২, ৪ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

পাতা পুনর্নির্দেশ

@আফতাব ভাই, পুরুষদের জাঙ্গিয়া পাতাটিকে 'বক্সার শর্টস' শিরোনামে পুনর্নির্দেশ করা উচিৎ (পাতাটির ইংরেজি সংস্করণ অনুযায়ী, তাছাড়া বক্সার শর্টস শব্দটির সঠিক বাংলা প্রতিশব্দ পুরুষদের জাঙ্গিয়া নয় আমিই ভুল করে নাম দিয়েছিলাম অন্য আইডি থেকে), আর 'পুরুষদের জাঙ্গিয়া' শিরোনামটি জাঙ্গিয়া (দ্ব্যর্থতা নিরসন) এ পুনর্নির্দেশিত করা উচিৎ বলে আমি মনে করছি, আমি এখনো 'স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী' ক্ষমতা পাইনি বিধায় আপনাকে এই বার্তা দিলাম। বিশাল তুষার ফেমিন (আলাপ) ০৪:১৫, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

আমি শিরোনাম স্থানান্তরিত করতে না পারলেও পাতা পুনর্নির্দেশ করে দিয়েছি। বিশাল তুষার ফেমিন (আলাপ) ০৪:২৩, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

নিদানে এন পোনভাসানদাম (তামিল চলচ্চিত্র)

@আফতাব ভাই, নিদানে এন পোনভাসানদাম (তামিল চলচ্চিত্র) পাতাটিতে এর ইংরেজি সংস্করণ থেকে চিত্র আপলোড করে দিন। বিষাল (আলাপ) ১১:২২, ২১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

এক লাড়কি কো দেখা তো এ্যাসা লাগা

@আফতাব ভাই, এক লাড়কি কো দেখা তো এ্যাসা লাগা পাতাটিতে চিত্র আপলোড করে দিন। ফেমিন বলমারি (আলাপ) ১৩:২৩, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য ই-মেইল

@আফতাব ভাই, আপনাকে Aftabuzzaman@gmail.com ঠিকানায় বার্তা দেওয়া হয়েছে, অনুগ্রহ করে দেখুন। ফেমিন বলমারি (আলাপ) ১৪:২৩, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

পাতা মুছে দেয়ার অনুরোধ

শুভেচ্ছা নিবেন, জনাব আমি আমার দুইটি উপপাতা মুল উইকিপিডিয়াতে পুনর্নির্দেশিত করেছি কিন্তু পাতা দুইটি আমার উপপাতায় রয়েগেছে আমি পাতা দুটি আমার উপপাতা থেকে মুছে ফেলতে চাই , যেহেতু আমি এটি আগেই মুল উইকিপিডিয়ায় পুনর্নির্দেশিত করে দিয়েছি তাই আমি এই পাতা গুলো মুছে ফেলার অনুরোধ করতে পারছি না। দয়া করে আপনি পাতা গুলো আমার উপপাতা থেকে মুছে দিবেন। পাতা গুলো হলোঃ

  1. ব্যবহারকারী আলাপ:Maruf Hossain/কক্সবাজার ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
  2. ব্যবহারকারী:Maruf Hossain/কক্সবাজার ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
@Maruf Hossain: করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২০, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ধন্যবাদ —মারুফ হোসেন (আলাপ) ১৬:২৩, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

অনুবাদে ত্রুটি প্রসঙ্গে

গুগল অনুবাদ কখনই ব্যাবহার করিনি তবে বিষয় বস্তু অনুবাদ এর সাহায্য নিয়েছি যেটুকু ঠিক আছে মনে হয়েছে। অনুবাদ সংশোধনের চেষ্টা করবো।নাউয়াল আল জঘভি তে তথ্য সূত্র যোগ করে দেওয়ায় ধন্যবাদ।নিবন্ধ টি সংশোধন করতে গেলে বাধা দেয়, অনির্ভরযোগ্য সূত্র না সরালে সংরক্ষন করতে দিবে না,এরকম বলে।আপনার পরামর্শ মনে থাকবে।২০১৫ থেকে সাধ্যমত অনুবাদ করছি।গুগল অনুবাদ বলায় খুব হতাশ হয়েছি। Rezwan islam27 (আলাপ) ১৭:৩৩, ৮ মে ২০১৯ (ইউটিসি)

নিবন্ধন সমন্বয়

শুভেচ্ছা নিবেন, জনাব নিম্নোক্ত নিবন্ধন দুটি নিয়ে আমি একটু দ্বিধায় পরেছি। নিবন্ধন দুটি আপনি দেখবেন এবং দুটি নিবন্ধন যদি একই বিষয়বস্তু হয়ে থাকে তাহলে দয়া করে নিবন্ধন দুটি একত্রিত করে দিবেন।

ধন্যবাদ —মারুফ হোসেন (আলাপ) ০৪:৫৭, ৯ মে ২০১৯ (ইউটিসি)

@Maruf Hossain: দেখে মনে হচ্ছে লবণ সত্যাগ্রহ ছিল আইন অমান্য আন্দোলন-এর একটি অংশ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫১, ৯ মে ২০১৯ (ইউটিসি)

ইংরেজি stub নিবন্ধ

@আফতাব ভাই, লাভ ম্যারেজ (১৯৫৯-এর চলচ্চিত্র) এবং লাভ ম্যারেজ (১৯৮৪-এর চলচ্চিত্র) পাতা দুটি ইংরেজি উইকিতে stub হিসেবে আছে, বাংলাতে এই stub এর সঠিক পরিভাষা কি হবে? এক্ষেত্রে কোন টেমপ্লেট ব্যবহার করতে হবে, আর নমক হালাল আমি পুরোটুকু অনুবাদ করেছি, ডক্টর শিবাও অনুবাদ করেছি পুরোটুকু, এই ডক্টর শিবাও ইংরেজি উইকিতে stub হিসেবে আছে। পারভেজ সিরাজি (আলাপ) ১৫:২৫, ১১ মে ২০১৯ (ইউটিসি)

@পারভেজ সিরাজি: {{চলচ্চিত্র-অসম্পূর্ণ}} ব্যবহার করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৯, ১১ মে ২০১৯ (ইউটিসি)
@পারভেজ সিরাজি:, stub হল অসম্পূর্ণ নিবন্ধ। আপনি যে কয়টি নিবন্ধ অনুবাদ করেছেন, সবগুলো অসম্পূর্ণ। একটি আদর্শ চলচ্চিত্র বিষয়ক নিবন্ধে যেসব বিষয় থাকা প্রয়োজন, এই নিবন্ধগুলোতে সেগুলো নেই। আপনার অনূদিত নিবন্ধগুলোতে আরও কিছু পরিচ্ছেদ যোগ করতে পারেন, যেমন - কাহিনি সংক্ষেপ (যদি চলচ্চিত্রগুলো দেখে থাকেন তবে স্পয়লার বাদে কিছু অল্প কথায় গল্পটি লিখুন), কুশীলব (অভিনয়শিল্পীদের নাম ও তারা কোন চরিত্রে অভিনয় করেছেন), নির্মাণ (চলচ্চিত্রটির শুটিং, পরিচালনা, চিত্রগ্রহণ সম্পর্কিত বিষয়াদি), সঙ্গীত (গানের তালিকা), মুক্তি, বক্স অফিস (আয়), পুরস্কার (যদি পেয়ে থাকে)। তাহলে নিবন্ধগুলো পূর্ণতা পাবে এবং {{stub}} বা {{অসম্পূর্ণ}} ট্যাগ যোগ করতে হবে না।--ওয়াকিম (আলাপ) ১৫:৪৮, ১১ মে ২০১৯ (ইউটিসি)
@WAKIM: কাহিনি সংক্ষেপ এর বানান কি কাহিনীসংক্ষেপ হওয়া উচিত? -- Bang Bang50 (আলাপ) ১৫:৫৭, ১১ মে ২০১৯ (ইউটিসি)
@Bang Bang50: কাহিনী বানানটি খুব বেশি প্রচলিত হলেও বাংলা একাডেমি অভিধানে কাহিনি বানানটি গৃহীত হয়েছে এবং প্রথম আলো সহ কয়েকটি সংবাদপত্রেও এই বানানটি ব্যবহৃত হচ্ছে। তাছাড়া উইকিপিডিয়ায় উল্লেখিত বাংলা বানানের নিয়ম দেখতে পারেন। আর 'কাহিনি সংক্ষেপ' একক শব্দ নয়। দুটি আলাদা শব্দ।--ওয়াকিম (আলাপ) ১৭:৫৪, ১১ মে ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া Alarafathasantanvir-Atpsplus (আলাপ) ১৭:২৭, ১২ মে ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ স্যার,আপনি ঠিক কাজই করেছেন আমার সম্পাদনা থেকে উপাচার্য মুছে দিয়ে।কিন্তু আমি ভেবেছিলাম বর্তমান উপাচার্য নিয়ে মানুষ বেশি কিছু জানতে চায়।কিন্ত তারা উইকিপিডিয়ায় তা পায় না।এ-ই কথা বিবেচনা করে আমি বর্তমান উপাচার্য সম্পর্কে সার্বিক তথ্য দিয়েছিলাম।দয়া করে আমার কথাটি ভেবে দেখবেন🤔 Iftahar Ahammed Toufik (আলাপ) ০২:০৮, ৮ জুলাই ২০১৯ (ইউটিসি)

বারিষাব ইউনিয়ন পাতাটি অনুবাদ করে দিবেন

অনুবাদ করে দিবেন ইংরেজিতে আমি ভালো অনুবাদ করতে পারি না ইংরেজি ভাষায় অনুবাদ না থাকায় Barishab লিখে সার্জ করা যাচ্ছে না। ধন্যবাদ Alarafathasantanvir-Atpsplus (আলাপ) ১৭:২৯, ১২ মে ২০১৯ (ইউটিসি)

আর একটা কথা ভাইয়া সমস্যায় পড়েছি

আমি একটা সমস্যায় পড়েছি এই কথা টা কি ভাবে লিখ ব যেই লেখা টা কোনো নিবন্ধন এর উপরে দেখাই যেমন বারিষাব ইউনিয়ন এর ক্ষেত্রে

   (  বারিষাব ইউনিয়ন

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি ইউনিয়ন) ভিডিও লিংক দিতে পারেন। "ধন্যবাদ " Alarafathasantanvir-Atpsplus (আলাপ) ১৭:৩৪, ১২ মে ২০১৯ (ইউটিসি)

@Alarafathasantanvir-Atpsplus: ওটা উইকিউপাত্ত থেকে আসে। আমাকে বলুন বাংলা উইকির কোথায় ঐ রকম কি যোগ করতে হবে, আমি করে দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫১, ১২ মে ২০১৯ (ইউটিসি)

ভাই আমি শিখতে চাই

আমাকে শিখাবেন..। Alarafathasantanvir-Atpsplus (আলাপ) ১৭:৫৪, ১২ মে ২০১৯ (ইউটিসি)

আচ্ছা

ভাই এইলিখা টা কি আপনা আপনি আসে.... Alarafathasantanvir-Atpsplus (আলাপ) ১৭:৫৯, ১২ মে ২০১৯ (ইউটিসি)

দৃষ্টি আকর্ষণ

আফতাব ভাই, আমি পূর্বে উর্দু সাহিত্যিক মান্টোর একটি ছোটগল্প নিয়ে 'ঠান্ডা গোশত' শিরোনামের একটি নিবন্ধ লিখি। কিন্তু, আজ দেখলাম আরেকজন ব্যবহারকারী ঐ ছোটগল্পটি নিয়ে 'ঠাণ্ডা গোশত' শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। ব্যাপারটি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।-Smnsbd1971 (আলাপ) ২০:১৮, ১৩ মে ২০১৯ (ইউটিসি)

@Smnsbd1971: বাংলা অ্যাকাডেমির অভিধানে খুঁজে দেখার পর, আমি দেখলাম যে সঠিক বানানটি হলো ঠাণ্ডা। (আমি কি ঠিক বলছি, আফতাব ভাই?) -- Bang Bang50 (আলাপ) ২০:২৬, ১৩ মে ২০১৯ (ইউটিসি)
ব্যাংব্যাং৫০ ভাই, কথাটা সত্য। আপনি হয়ত এটাও জানেন, বিদেশি শব্দে 'ণ' ব্যবহৃত হয় না। যদিও শব্দটার মূল হল সংস্কৃত শব্দ, শব্দটার এই নিবন্ধে লেখার হেতু হল উর্দু ভাষার একটি ছোটগল্প বলে শব্দটি লেখার ক্ষেত্রে সংস্কৃত শব্দ বানানের নিয়ম অনুসরণ না করে বিদেশি শব্দ বানানের নিয়ম অনুসরণ করেছি।Smnsbd1971 (আলাপ) ২০:৩৬, ১৩ মে ২০১৯ (ইউটিসি)
@Smnsbd1971 এবং Bang Bang50: যদি শীতল অর্থে হয় তবে সঠিক বানান ঠাণ্ডা হবে। কোন নিবন্ধের নাম ঠিক করার সঠিক পদ্ধতি হল উক্ত পাতায় থাকা "স্থানান্তর" বোতাম ব্যবহার করা (অনুলিপি-প্রতিলেপন দ্বারা নতুন নিবন্ধ তৈরি করা নয়)। Smnsbd1971, যিনি উক্ত নিবন্ধ বানিয়েছেন তিনি হয়তো আপনার তৈরি নিবন্ধটি খেয়াল করেন নি। যাইহোক, আমি ঠিক করে দিচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৯, ১৩ মে ২০১৯ (ইউটিসি)
@Smnsbd1971: মনে হয় না ঠান্ডা বানানে রাখা উচিত হবে যেহেতু এই বইটি বাংলায় ঠাণ্ডা (ণ) বানানে অনূদিত হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৩, ১৩ মে ২০১৯ (ইউটিসি)

আচ্ছা, আফতাব ভাই। 'ণ' ই তাহলে যুক্তিযুক্ত।-Smnsbd1971 (আলাপ) ২০:৫২, ১৩ মে ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ অপসারণ

শুভেচ্ছা নিন,জ্বি লিঙ্গ অনুপাতইউনিসেক্স নিবন্ধ ২টি অপসারণ করে দিন। ধন্যবাদ। অন্তরা বাড়ৈ (আলাপ) ১৯:০৪, ১৭ মে ২০১৯ (ইউটিসি)অন্তরা বাড়ৈ

জ্বি, শুরুতে কাজ চলছে বসিয়েছি। দ্রুত নিবন্ধগুলো সম্প্রসারণ করছি। ধন্যবাদ। অন্তরা বাড়ৈ (আলাপ) ১৭:৪৯, ১৯ মে ২০১৯ (ইউটিসি)অন্তরা বাড়ৈ

উইকিগ্যাপ এডিটাথনের সময়সূচি

আফতাব ভাই, উইকিগ্যাপ এডিটাথন শেষ কখন? বাংলাদেশ ১৮ তারিখ রাত ১২ টায়, না জিএমটি সময় ১৮ তারিখ রাত ১২ টায়?Smnsbd1971 (আলাপ) ১৯:১২, ১৭ মে ২০১৯ (ইউটিসি)

@Smnsbd1971: ১৮ না, ১৭ তারিখে শেষ হবে (মানে ১৮ তারিখ শুরু হবার সাথে সাথে শেষ হবে; জিএমটি সময় অনুসারে। আপনার হাতে এখনো ৩ ঘণ্টা আছে)। আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৯, ১৭ মে ২০১৯ (ইউটিসি)

উইকিপিডিয়া: খসড়া

আসসালামু আলাইকুম! কেমন আছেন আফতাব ভাই? সম্প্রতি আমি ইংরেজি উইকিপিডিয়ায় একটি নিবন্ধ তৈরি করে ছিলাম, তথসূত্র দিতে দেরি হওয়ায় আমার নিবন্ধটি অপসারণ করে দিয়েছিল, কিন্তু ঐ নিবন্ধটির একটি খসড়া তৈরি হয়। যার দরুন আমার কোনো সমস্যা ছিলোনা, পরবর্তীতে তথ্যসূত্র সম্পাদনা করে আবার পর্যালোচনা করার জন্য জমা দিলাম। তখন আবার নিবন্ধটি গ্রহণযোগ্য হয় এবং নিবন্ধটি খসড়া থেকে সরিয়ে আসল নামে পুনঃস্থাপন করে। কথা হলো, বাংলা উইকিপিডিয়ায় তো সরাসরি অপসারণ করে দেওয়া হয়। এরকম খসড়া তৈরি না করলে তো ব্যবহারকারীর কষ্টের ফল সম্পূর্ণ বৃথা যাবে। এ ব্যাপারে আপনি কী বলতে চান? — প্রতিশোধকারী 💪 আলাপ ১০:৪৯, ১৮ মে ২০১৯ (ইউটিসি)

@ImranAvenger: বাংলা উইকিপিডিয়া "খসড়া" নামস্থান নেই। যদি কখনো আপনার এরকম খসড়া অপসারণ হয় তবে আমাকে বলতে পারেন, আমি পুনরুদ্ধার করে দিব। আর যখন আমাকে বার্তা দিলেনই আপনাকে একটা অনুরোধ করি 😊, আপনি যে নিবন্ধগুলি সৃষ্টি করেছেন সেগুলিতে আরো তথ্য যোগ করার চেষ্টা করবেন। আরো বেশী বেশী নিবন্ধ বানান। দুঃখের কথা কি বলব ভাই, বাংলা উইকিতে গড়ে ১০-১৫ জন প্রতিদিন কাজ করে। তার প্রতিফলন দেখতে পাবেন মোট নিবন্ধের সংখ্যাতেও (মাত্র ৬৬ হাজার অথচ জনসংখায় বাংলাদেশ বিশ্বের ৯ম, ভাষাভাষীর দিক থেকে ৬ষ্ঠ কিন্তু উইকিতে নিবন্ধের সংখ্যায় ৭৭ তম 😢) --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ১৮ মে ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: খসড়া কেউ অপসারণ করেনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যখন কোনো নিবন্ধ অপসারণের নীতিমালায় পরে তখন তো ঐ নিবন্ধ অপসারণ করতেই হবে, কিন্তু অপসারণের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধটিকে খসড়ায় স্থানান্তর করা হয় তখন ব্যবহারকারী সংশোধন করে আবার পর্যালোচনা করার জন্য নিরীক্ষকদের কাছে জমা দেয় তাহলে আমি মনে মানসম্মত নিবন্ধের পাশাপাশি ব্যবহারকারীর সময়টুকু নষ্ট হবেনা। এই নিয়মটা খুব ভালো লেগেছে আমার।
যা হোক, দুঃখের কথা আমিও বলতে চেয়েছিলাম, আপনিই আগে বলে দিলেন। আমি 'অজানা পাতা'—য় ক্লিক করে কত মানহীন নিবন্ধ দেখলাম, ব্যকরণগত সমস্যা, অসম্পূর্ণ, আরও তো আছেই!তারপর আমি টুইংকল ইন্সটল করলাম। যা হোক, প্রশাসকদের ভেঙ্গে পরলে চলবেনা, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 😊 — — প্রতিশোধকারী 💪 আলাপ ১৭:২৬, ১৮ মে ২০১৯ (ইউটিসি)

বাগধারা ও প্রবাদ

সুপ্রিয় আফতাব ভাই, বাগধারাপ্রবাদ-প্রবচন নিবন্ধে আমি আরো উদাহরণ যোগ করতে চাইছি। আমার কাছে আরো কয়েক শ'র মতো উদাহরণ আছে, যা আমি যোগ করতে চাই। কিন্তু তাতে পাতার আকার কয়েক গুণ বেড়ে যাবে। প্রতিটি বর্ণের জন্য গড়ে উল্লেখযোগ্য সংখ্যক উদাহরণ যোগ হবে। কিন্তু পাতার সাইজ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার আশঙ্কায় আমি দ্বিধান্বিত। তাই আপনার কাছে জানতে চাইছি, আমি কি অগ্রসর হব? -- আদিভাই (আলাপ) ১৩:৩৬, ১৮ মে ২০১৯ (ইউটিসি)

@Meghmollar2017: যথেষ্ট উদাহরণ আছে, আমার মতে আর না দেয়া উচিত। আপনার কাছে অনেক থাকলে আপনি বাংলা উইকিঅভিধানে যোগ করতে পারেন। নমুনা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৭, ১৮ মে ২০১৯ (ইউটিসি)
প্রিয় @Meghmollar2017 এবং আফতাবুজ্জামান: ইংরেজি উইকিপিডিয়ায় বাগধারা ও প্রবাদ-প্রবচনের কয়েকটি তালিকা দেখেছিলাম। সরাসরি বাগধারাপ্রবাদ-প্রবচন নিবন্ধে নমুনা যোগ না করে আমার মনে হয় বাংলা বাগধারার তালিকা, বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা করা যেতে পারে। তারপরও নমুনা অনেক বেশি হলে বর্ণ বা বর্ণের বর্গ ভিত্তিক তালিকাও হতে পারে। যেমন, বাংলা বাগধারার তালিকা (ক থেকে ঙ) বা বাংলা বাগধারার তালিকা (ক থেকে ম) বা এরকম অন্যকিছু। আর বাংলা উইকিঅভিধানে যোগ করতে তো কোন বাধাই নেই। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১৮:১৭, ১৮ মে ২০১৯ (ইউটিসি)

তাহলে কি তালিকা নিবন্ধ করব? --ব্যবহারকারী:Meghmollar2017, 116.206.253.6 (আলাপ) ১১:৩৬, ১৯ মে ২০১৯ (ইউটিসি) আইপি থেকে

@Meghmollar2017: করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৫, ১৯ মে ২০১৯ (ইউটিসি)

উইকিউপাত্ত/নিবন্ধবিহীন বাংলাদেশী ব্যক্তি থেকে কি এডিট করা যাবে

আফতাবুজ্জামান আচ্ছা ভাইয়া এই লিঙ্কটায় লেখা উইকিপিডিয়া:উইকিউপাত্ত/নিবন্ধবিহীন বাংলাদেশী ব্যক্তি কিন্তু কিছু নাম এ নিবন্ধ আছে ইতিমধ্যে। তাদের নাম আমি লিঙ্ক করে দিয়েছি, একটু দেখবেন কি। আর এখান থেকেও কি পর্যালোচনা বা পাতা তৈরি করা যাবে।

উইকিপিডিয়া:উইকিগ্যাপ এডিটাথন ২০১৯/ফলাফল/সংগ্রহশালা থেকে কি এখনো পর্যালোচনা করা যাবে তৈরি করা যাবে। আর গতকালকের উইকিগ্যাপ এডিটাথনের সময় কি শেষ। আবার কখন শুরু হবে। আর এটায় কি প্রতিযোগিতা মূলক কিছু। --- Ajairapara ২০:২৮, ১৮ মে ২০১৯ (ইউটিসি)

Ajairapara আপনার প্রশ্নের উত্তর:
  1. উইকিপিডিয়া:উইকিউপাত্ত/নিবন্ধবিহীন বাংলাদেশী ব্যক্তি পাতাটি সম্পাদনা করার দরকার নেই, করলে সেই সম্পাদনা পরে হারিয়ে যাবে যেহেতু একটি বট পাতাটি সম্পাদনা করে।
  2. এডিটাথন শেষ হলেও পর্যালোচনা করার কাজ সবসময় খোলা। তাই হ্যাঁ, উইকিপিডিয়া:উইকিগ্যাপ এডিটাথন ২০১৯/ফলাফল/সংগ্রহশালা থেকে যেকোন সময় পর্যালোচনা করা যাবে।
  3. হ্যাঁ, উইকিগ্যাপ এডিটাথনের সময় শেষ। তবে আপনি বাংলা উইকিতে যেকোন সময় যেকোন নতুন নিবন্ধ সৃষ্টি করতে পারেন।
  4. এডিটাথন ঠিক প্রতিযোগিতা নয়। এটাকে গণসম্পাদনা বলতে পারেন যেখানে সবাই একই উদ্দেশ্য নিয়ে (যেমন এই এডিটাথনে উদ্দেশ্য ছিল নারী বিষয়ক নিবন্ধ তৈরি করা) সম্পাদনা করেন।
--আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৪, ১৮ মে ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ধন্যবাদ আপনার তথ্যের জন্য। আর একটি ব্যাপার। বট মুলত কি? বট কাজ করে কিভাবে। এবং আপনিও কি একজন বট ? ♥
Ajairapara, বট হল একটা প্রোগ্রাম/স্ক্রিপ্ট। উইকিপিডিয়া:বট পাতায় কিছু তথ্য আছে। বট তৈরির মূল কারণ হল, ধরেন ১০০টা নিবন্ধে একটা ভুল ঠিক করতে হবে, এখন আপনি ১০০টা পাতায় যেয়ে সম্পাদনা করতে আপনার ১ ঘণ্টা লাগবে, অন্যদিকে একটি স্ক্রিপ্ট বানিয়ে কাজটা স্বয়ংক্রিয়ভাবে ১০ মিনিটে করা যায়। তবে বট দ্বারা সব কাজ করা যায় না। আর না, আমি বট না। আমি মানুষ, আমার জানামতে বাংলা ভাষায় এখনো এই রকম আলোচনা করার বট বাহির হয় নাই 🤔। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৪, ১৮ মে ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ধন্যবাদ। আমি আরো বেশ কিছু পাতা তৈরি করেছি। এবং অসম্পুর্ন পাতা সম্পুর্ন করেছি। --- Ajairapara 11:00, 20 মে ২০১৯ (ইউটিসি)

উইকিগ্যাপ নিবন্ধ প্রসঙ্গ

ভাই আমার তৈরিকৃত নিবন্ধসংখ্যা ১৪। প্রথমে ১8 লিখলেও এখন ১৩ করা হয়েছে। বিষয়টা যদি একটু চেক করে দেখতেন। Tanim (আলাপ) ১৫:২৮, ১৮ মে ২০১৯ (ইউটিসি)

Tanim, আপনি বোধহয় বাংলাদেশী মহিলা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা জমা দেননি। এখন জমা দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪২, ১৮ মে ২০১৯ (ইউটিসি)
আফতাবুজ্জামান, ভাই আমি শামা সরয়াত রহমান,ইউরিকো কইকে,,বাংলাদেশ জাতীয় মহিলা অনূর্ধ্ব-২০ ফুটবল দল জমা দেইনি । এখন দিয়ে দিব?
Tanim দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১১, ১৮ মে ২০১৯ (ইউটিসি)
আফতাবুজ্জামান, ভাই ,দিয়েছি।

অবস্থান মানচিত্র ত্রুটি

আফতাবুজ্জামান ভাই, আপনার কথায় মানচিত্র ত্রুটি ঠিক করতে গিয়ে একটি সমস্যা সামনে আসলো তা হচ্ছে মডিউল:অবস্থান মানচিত্র। এটিকে হালনাগাদ করা প্রয়োজন কিন্তু এটি সুরক্ষিত থাকা আমি তাতে কাজ করতে পারছি না। আপনার সময় হলে মডিউলটি হালনাগাদ করে দিলে ভাল হয় বা সুরক্ষাটি দুই বা একদিন জন্য সুরক্ষাটি উঠিয়ে দিলে আমি হালনাগাদ করে নিতাম। আর মডিউল ত্রুটি ছাড়া অন্যান্য ত্রুটিগুলো আমি আসন্তে আসন্তে ঠিক করে দিচ্ছি। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:১৮, ১৯ মে ২০১৯ (ইউটিসি)

@Yahia.barie: আমি আস্তে আস্তে করে দিব। সরাসরি ইংরেজি উইকির কোড আনলে হবে না, আনলে এই পরিবর্তনগুলি হারিয়ে যাবে। এছাড়া ইংরেজি উইকির কোড টেমপ্লেট থেকে মানচিত্র আর লোড করে না, তারা সব মডিউল থেকে করে কিন্তু বাংলা উইকিতে সব অবস্থান মডিউল নেই। বাংলা উইকিতে শুধু মডিউল বানালেও হবে না, সাথে সাথে যেসব পাতা ইংরেজি নাম ব্যবহার করে তা বাংলা করা লাগবে। তাই আস্তে আস্তে করতে হবে। তবে যে পাতাগুলিতে ত্রুটি আসতেছে তা এই মডিউলের কারণে হচ্ছে না, তা মূলত উক্ত দেশের অবস্থান মানচিত্র না থাকার কারণে হচ্ছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫২, ১৯ মে ২০১৯ (ইউটিসি)

Bengal as one of the world's richest areas

Assalamualaikum. All of these following info, or at least some of them, as mentioned on the English one, should be mentioned in articles such as Bangladesh, Bengal, history of both etc here on Bengali wikipedia. I am shocked that none of them can be found here.

During Emperor Aurangazeb's rule, the Bengal Subah, as the richest region of the Mughal Empire, was described as the Paradise of Nations[১], and its citizens, chiefly Muslims, had the highest standard of living and real wages in the world.[২][৩][৪]Bengal Subah generated 12% of the world's GDP,[৫][৩][৬] larger than the entirety of western Europe.[৭]The province of eastern Bengal alone accounted for 40% of Dutch imports from Asia.[৮][৩]

Shukran and dhonnobad

তথ্যসূত্র:

  1. "The paradise of nations | Dhaka Tribune"Archive.dhakatribune.com। ২০১৪-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৬-১১-০৭ 
  2. M. Shahid Alam (২০১৬)। Poverty From The Wealth of Nations: Integration and Polarization in the Global Economy since 1760Springer Science+Business Media। পৃষ্ঠা 32। আইএসবিএন 978-0-333-98564-9 
  3. Khandker, Hissam (৩১ জুলাই ২০১৫)। "Which India is claiming to have been colonised?"The Daily Star (Op-ed)। 
  4. Maddison, Angus (2003): Development Centre Studies The World Economy Historical Statistics: Historical Statistics, OECD Publishing, আইএসবিএন ৯২৬৪১০৪১৪৩, pages 259–261
  5. M. Shahid Alam (২০১৬)। Poverty From The Wealth of Nations: Integration and Polarization in the Global Economy since 1760Springer Science+Business Media। পৃষ্ঠা 32। আইএসবিএন 978-0-333-98564-9 
  6. Maddison, Angus (2003): Development Centre Studies The World Economy Historical Statistics: Historical Statistics, OECD Publishing, আইএসবিএন ৯২৬৪১০৪১৪৩, pages 259–261
  7. Lawrence E. Harrison, Peter L. Berger (২০০৬)। Developing cultures: case studiesRoutledge। পৃষ্ঠা 158। আইএসবিএন 9780415952798 
  8. Om Prakash, "Empire, Mughal", History of World Trade Since 1450, edited by John J. McCusker, vol. 1, Macmillan Reference US, 2006, pp. 237–240, World History in Context. Retrieved 3 August 2017

--85.211.168.112 (আলাপ) ১৫:২৮, ২৩ মে ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ অপসারণ প্রসঙ্গে

সুপ্রিয় আফতাব ভাই, বাংলা উইকিপিডিয়ায় বেশ কিছুদিন আগে আমি ক্যাপ্টেন মার্ভেল নিবন্ধটি তৈরী করেছিলাম। মানছি যে, এটি আমার যে পরিমাণ সম্প্রসারণ করা উচিৎ ছিল তা আমি করিনি, ছোট নিবন্ধ হলেও উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে অপসারণযোগ্য ছিল না। কিন্তু আপনি তা অপসারণ করেছেন এবং অন্য ব্যবহারকারী নিবন্ধটি আরও বড় করে তৈরী করেছেন। যদি ছোট নিবন্ধ হওয়ার কারণে অপসারণ করে থাকেন, তাহলে এটা করার আগে আমাকে নিবন্ধটি নিয়ে আরও কাজ করার কথা বলতে পারতেন। যদি না করতাম তাহলে নাহয় অপসারণ করতেন। সত্যিই দুঃখ পেলাম ভাই। ~ইসমাইল (আলাপ) ০৫:৪৩, ২৪ মে ২০১৯ (ইউটিসি)

@মোহাম্মাদ ইসমাইল: পুনরুদ্ধার করা হল (ইতিহাস দেখুন)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৩, ২৪ মে ২০১৯ (ইউটিসি)

Bringing to your attention

Could you take a look at User:Sandip sanki and User:Sandip sanki with geography ? Besides appearing to be being duck sockpuppets, they seem to be using Wikipedia as a webhost. Regards.FR30799386 (আলাপ) ১৬:২৭, ২৫ মে ২০১৯ (ইউটিসি)

FR30799386 Deleted their subpage. --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০১, ২৫ মে ২০১৯ (ইউটিসি)

মডিউল

আফতাব ভাই, মডিউল:মডিউল:ভাষা/নাম/উপাত্ত মডিউলটি ভুলবসত তৈরি হয়ে গিয়েছে অনুগ্রহ করে মুছে দিয়েন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:৪২, ২৬ মে ২০১৯ (ইউটিসি)

পেজ তৈরির ব্যাপারে

রাশেদ লতিফ একজন মেহেরপুরের তরুণ রাজনীতিবিদ। জীবিত ব্যক্তির জীবনীমূলক পেজের নিয়মে কি তার নামে পেজ তৈরি করা যাবে? -- রুহান (আলাপ) ১৭:৪২, ৩১ মে ২০১৯ (ইউটিসি)

আর নিয়মাবলিগুলো জানতে চাই -- রুহান (আলাপ) ১৭:৪৪, ৩১ মে ২০১৯ (ইউটিসি)

@Wiki Ruhan: মনে হয় না। উনি কি কোন মেয়র, জাতীয় সংসদ সদস্য নির্বাচিত? হলে করেন। তবে গুগলে অনুসন্ধান করে আমি তেমন কিছু পেলাম না। নিয়মাবলী উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৩, ৩১ মে ২০১৯ (ইউটিসি)

উনি কোন মেয়র বা এমপি নন।

তথ্যসূত্র সংযোগ

"জিম ক্রো আইন" নামের পাতাটিতে তথ্যসূত্র যোগ করলে ভালো হয়।আমি ফ্রি বেসিক'স ব্যবহার করি;এজন্য তথ্যসূত্র যোগ করতে পারছি না।সামি ১৬:৪৯, ১ জুন ২০১৯ (ইউটিসি)

@সিরাজুস সালেকিন সামি: আপনি নিবন্ধটি সম্প্রসারন করার চেষ্টা করেন। আপনি ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করে সম্প্রসারণ করতে পারেন। আমি পরে তথ্যসূত্র যোগ করে দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৩, ১ জুন ২০১৯ (ইউটিসি)

ঢাকা কলেজের লোগো

ফেব্রুয়ারি’১৯ এর আপনার নির্দেশনা অনুযায়ী ঢাকা কলেজের একটি নতুন লোগো আপলোড করেছি। এতে “কলেজ” লেখাটি সংশোধন করেছি। নতুন লোগোটি এখানে
– Jihan (আলাপ) ০৮:১৪, ৪ জুন ২০১৯ (ইউটিসি)

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার

আফতাব ভাই, ইংরেজিতে উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারের থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাতেও শুরু করেছিলাম, যেহেতু গেমটি বাংলাতেও আছে। কিন্তু জাভাস্ক্রিপ্টের মতো বিষয়গুলোতে আপনার সাহায্যের প্রয়োজন। কী করতে হবে, তা আপনি গেলেই বুঝতে পারবেন। আমি কয়েকটা পেজ অনুবাদ করেছিলাম। প্রয়োজনে পরবর্তী পেজগুলোও অনুবাদ করে সাহায্য করতে ইচ্ছুক।-- আদিভাই (আলাপ) ১২:০৮, ৫ জুন ২০১৯ (ইউটিসি)

ব্যবহারকারী:Meghmollar2017 মূলত https://en.wikipedia.org/wiki/Wikipedia:The_Wikipedia_Adventure/Index এ থাকা সব অনুবাদ করা দরকার এটার জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫১, ৫ জুন ২০১৯ (ইউটিসি)
অসংখ্য ধন্যবাদ। করতে পারব, তবে একটু সময় লাগবে। এইবার ১০ তারিখ পর্যন্তই যতটুকু করতে পারব যা, তারপর প্রায় মাস দুয়েক এডিট করা সম্ভব হবে না। সাথে খেলাঘরে বাগধারার তালিকা তৈরীর কাজও বেশ খানিকটা করে ফেলেছি। একটু চেক করে দিবেন। আবারও ধন্যবাদ।-- আদিভাই (আলাপ) ১৪:৪৩, ৬ জুন ২০১৯ (ইউটিসি)
ব্যবহারকারী:Meghmollar2017 হ্যাঁ চলে প্রকাশ করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৫, ৬ জুন ২০১৯ (ইউটিসি)

কতিপয় ইউনিয়নের সদ্য পুরনো নামে নিবন্ধ তৈরি/পুনর্নির্দেশ প্রসঙ্গে

আফতাবুজ্জামান ভাইয়া, ইদানিং কালে বেশ কিছু ইউনিয়নের নাম পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখযোগ্য হল ইউনিয়নের পুরনো সেসব নামে কোন গ্রাম/এলাকার নাম না থাকা বা পূর্বে বৃহত্তর ইউনিয়নকে ভেঙ্গে শুধুমাত্র দিক উল্লেখ করে (যেমন: সহদেবপুর পূর্ব, রাজারগাঁও দক্ষিণ) ইউনিয়নের নামকরণ। এখন আপনার কাছে জিজ্ঞাসা হল, পুরনো সেসব নামে আলাদা নিবন্ধ তৈরি করা বা রাখা কি উচিত হবে? নাকি সেসব নিবন্ধকে ইউনিয়নসমূহের নতুন নামের নিবন্ধের ইতিহাস অনুচ্ছেদে নামের পরিবর্তন এবং পরিবর্তনের কারণ উল্লেখ করে পুনর্নির্দেশ করা যাবে? ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৯:২৪, ৮ জুন ২০১৯ (ইউটিসি)

MustafaKamal যদি শুধু নামের পরিবর্তন হয় তবে পুরনো নাম থেকে নতুন নামে পুনর্নির্দেশ দিলেই হবে ও ইতিহাস অনুচ্ছেদে নাম পরিবর্তনের কথা উল্লেখ করে দিলেই হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৭, ৮ জুন ২০১৯ (ইউটিসি)
জ্বী ভাইয়া, উদাহরণস্বরূপ আমি যে দুইটা ইউনিয়নের নাম দিলাম, তার মধ্যে সহদেবপুর পূর্ব ইউনিয়ন এর বর্তমান নাম পালাখাল মডেল ইউনিয়ন এবং রাজারগাঁও দক্ষিণ ইউনিয়ন এর বর্তমান নাম বাকিলা ইউনিয়ন। দুটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের কারণ যথাক্রমে সহদেবপুর ও রাজারগাঁও নামে কোন গ্রাম/এলাকা না থাকা এবং বর্তমান নাম দুটি (পালাখাল ও বাকিলা) ইউনিয়নদ্বয়ের প্রসিদ্ধ দুটি বাজারের নামে, যেখানে ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। এরকম আরও অনেক ইউনিয়ন রয়েছে, যার মধ্যে শুধুমাত্র কুমিল্লা জেলাতেই ২৭টি ইউনিয়নের নাম পরিবর্তিত হয়েছে। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২০:৫২, ৮ জুন ২০১৯ (ইউটিসি)
MustafaKamal যেহেতু শুধু নাম পরিবর্তন হয়েছে তাই শুধু "স্থানান্তর" বোতাম ব্যবহার করে নিবন্ধের নাম পরিবর্তন করে নিন ও নিবন্ধের ইতিহাস অনুচ্ছেদে নাম পরিবর্তন করার কথা লিখে দিন। যদি একটা ইউনিয়নকে ভেঙে নতুন দুটি ইউনিয়ন হত, তবে সাবেক ইউনিয়ন হিসেবে পুরান ইউনিয়নটির নিবন্ধ রাখা যেত। যেহেতু শুধু নাম পরিবর্তন হয়ে তাই একই বিষয়ে দুটি নিবন্ধের দরকার নেই। উদাহরণ হিসেবে বলা যায়, কিছুদিন আগে "মেসিডোনিয়া প্রজাতন্ত্র" তার নাম পরিবর্তন করে "উত্তর মেসিডোনিয়া" হয়েছে। উইকিতে পুরান নামকে শুধু নতুন নামে স্থানান্তর করা হয়েছে (পুরান নামে একটা ও নতুন নামে আরেকটি নিবন্ধ আর রাখা হয়নি)। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৫, ৮ জুন ২০১৯ (ইউটিসি)
যে নিবন্ধ ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছেন সেগুলির পুরান নামে থাকা নিবন্ধকে পুনর্নিদেশনা বানিয়ে নিন। আর অন্যগুলির ক্ষেত্রে "স্থানান্তর" বোতাম ব্যবহার করে নিবন্ধের নাম পরিবর্তন করে নিন। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:০৩, ৯ জুন ২০১৯ (ইউটিসি)
ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৪:২২, ৯ জুন ২০১৯ (ইউটিসি)

হান্টার (২০১৫-এর চলচ্চিত্র)

@আফতাব ভাই, হান্টার (২০১৫-এর চলচ্চিত্র) পাতাটির জন্য আমি একটি নতুন চিত্র আপলোড করেছি, এর আগের চিত্রটিতে আমি 'চিত্রটির একটি নতুন সংস্করণ' আপলোড করতে পারতাম, কিন্তু আমি ভুল করে নতুন একটি চিত্র আপলোড করে ফেলেছি, এখন আগের চিত্রটিকে কি করা হবে নাকি ভাই আমি যে নতুন চিত্রটি আপলোড করেছি ওটাতে 'সেলফ-ডিলিট' ট্যাগ দেবো? পরে আবার আগের চিত্রতে নতুন সংস্করণ আপলোড দিতে পারবো। পারভেজ সিরাজি (আলাপ) ১৬:১৮, ১০ জুন ২০১৯ (ইউটিসি)

পারভেজ সিরাজি নতুন পোস্টার আপলোড করার কারণ কি? আগেরটি কি সঠিক ছিল না? --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৫, ১০ জুন ২০১৯ (ইউটিসি)
@আফতাব ভাই, নতুন চিত্র আপলোড করার কারণ আসলে আমি ইংরেজি উইকির পাতাটির চিত্রের সঙ্গে অমিল রাখতে চাচ্ছিলাম, মানে ভাই ইংরেজি উইকিতে একটি চিত্র আর বাংলা উইকিতে আরেকটি চিত্র, যাই হোক আফতাব ভাই আমি চিত্রটিতে g7 ট্যাগ লাগিয়ে দিচ্ছি (ডিলিটের জন্য), আপনি ডিলিট করে দিন, আমি পুরনো চিত্রটিতে নতুন সংস্করণ আপলোড করে দেবো। পারভেজ সিরাজি (আলাপ) ১৬:৪৫, ১০ জুন ২০১৯ (ইউটিসি)
পারভেজ সিরাজি কোন ভালো কারণ না থাকলে "শুধু ইংরেজি উইকির সাথে চিত্রের অমিল রাখতে হবে" এই কারনের জন্য ইতিমধ্যে বাংলা উইকিতে থাকা চিত্রে নতুন সংস্করণ বা নতুন চিত্র আপলোড না করার অনুরোধ করছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫০, ১০ জুন ২০১৯ (ইউটিসি)
@আফতাব ভাই, আচ্ছা ঠিক আছে। আপনার অনুরোধ মেনে চলবো। আপনি আমার g7 দেয়া ঐ চিত্রটি ডিলিট করে দিন (হান্টার চলচ্চিত্রের)। পারভেজ সিরাজি (আলাপ) ১৬:৫৩, ১০ জুন ২০১৯ (ইউটিসি)
পারভেজ সিরাজি করেছি। আর আরেকটি অনুরোধ, নিবন্ধ তৈরি করলে যতটুকু পারেন সম্প্রসারণ করার চেষ্টা করবেন। আপনি হয়তো বাংলা উইকির অবস্থা জানেন, লোকজনের অভাবে আপনি ৪-৫ লাইন লিখে একটা নিবন্ধ তৈরি করলে সেটা সেখানেই পড়ে থাকবে, খুব কমই সম্ভাবনা থাকে সেই নিবন্ধ অন্য কেউ সম্প্রসারণ করবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৩, ১০ জুন ২০১৯ (ইউটিসি)

সাউন্ডট্র্যাক এ্যালবামের চিত্র

@আফতাব ভাই, সাউন্ডট্র্যাক এ্যালবামের চিত্র আপলোডের ক্ষেত্রে কি কি বিবরণ দিতে হয়? উদাহরণ স্বরূপ এই পাতাটির সাউন্ডট্র্যাক এ্যালবামের চিত্র যদি বাংলা উইকিতে আপলোড করা হয় তাহলে বর্ণনা কিরূপ হবে? পারভেজ সিরাজি (আলাপ) ১৭:০৪, ১০ জুন ২০১৯ (ইউটিসি)

পারভেজ সিরাজি, উইকিপিডিয়া:আপলোড/মুক্ত নয় এমন অ্যালবামের প্রচ্ছদ এখানে ক্লিক করেন। লাইসেন্স আপলোড ফরমের প্রচ্ছদ ঘরের ১ম টি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১১, ১০ জুন ২০১৯ (ইউটিসি)
@আফতাব ভাই, কাক্কী ছাট্টাই পাতাটির সাউন্ডট্র্যাক এ্যালবামের চিত্র আপলোড করেছি, কিন্তু ভালো হয়নি, লাইসেন্স কিভাবে দেবো? আপনি ঠিক করে দিন তো, দেখুন চিত্রটিপারভেজ সিরাজি (আলাপ) ১৪:২০, ১১ জুন ২০১৯ (ইউটিসি)
পারভেজ সিরাজি, যখন আপলোড করতে যান সেই আপলোড ফরমে লাইসেন্স বাক্সে ড্রপ-ডাউন বাক্স থেকে "অ্যালবাম অথবা এককের প্রচ্ছদ" নির্বাচন করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৪, ১১ জুন ২০১৯ (ইউটিসি)
@আফতাব ভাই, কাক্কী ছাট্টাই পাতাটিতে সাউন্ডট্র্যাক এ্যালবামের চিত্র যোগ করেছি কিন্তু infobox album এর বাংলা কি হবে সেটা বুঝতে পারছিনা, subst: দেবো? মানে infobox film এ যেভাবে subst: দিলে স্বয়ংক্রিয়ভাবে সব বাংলা হয়ে যায়। পারভেজ সিরাজি (আলাপ) ১৪:৪৭, ১১ জুন ২০১৯ (ইউটিসি)
পারভেজ সিরাজি, না, subst এটাতে কাজ করবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৮, ১১ জুন ২০১৯ (ইউটিসি)

বাংলা উইকিতে আইপি বাঁধা

@আফতাব ভাই, আমার আইপি ঠিকানা (103.195.2.74 ) বাংলা উইকিতে বাঁধাপ্রাপ্ত অবস্থায় রয়েছে, এটাকে উঠিয়ে দিন, বারবার মোবাইল জিবি কেনা/ভিপিএন ব্যবহার করা/সাইবার ক্যাফে যাওয়া আমার জন্য কষ্টসাধ্য। পারভেজ সিরাজি (আলাপ) ১৫:০৯, ১১ জুন ২০১৯ (ইউটিসি)

নৌবাহিনী প্রধান (ভারত)

@আফতাব ভাই, নৌবাহিনী প্রধান (ভারত) পাতাটি একটু দেখুন তো, আমি এত লিখলাম কিন্তু লিখাগুলো দেখাচ্ছেনা। পারভেজ সিরাজি (আলাপ) ১৩:৪৫, ১২ জুন ২০১৯ (ইউটিসি)

পারভেজ সিরাজি, একটা টেমপ্লেট নাই এই কারণে। আমি তৈরি করে দিচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৪৭, ১২ জুন ২০১৯ (ইউটিসি)
@আফতাব ভাই, পাতাটিতে এখনো কিছু কিছু শব্দ ইংরেজি ভাষায় দেখাচ্ছে কেন? (name, took office, left office, time in office এগুলো নাম, কার্যালয়ে বসার তারিখ, কার্যালয় ত্যাগের তারিখ, মোট মেয়াদকাল এভাবে দেখাচ্ছে না)। পারভেজ সিরাজি (আলাপ) ১৫:১৯, ১২ জুন ২০১৯ (ইউটিসি)

যথার্থ ব্যবহার প্রসঙ্গে

@আফতাব ভাই, এই চিত্র এবং এই চিত্র তে 'ডিলিট ট্যাগ' যুক্ত করা হয়েছে কেন? চিত্র দুটি কি যথার্থ ব্যবহারের যোগ্য নয়, লাইসেন্স কি ঠিক নেই? পারভেজ সিরাজি (আলাপ) ১৪:৪১, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)

পারভেজ সিরাজি, নিবন্ধে যথেষ্ট ছবি আছে, আর উন্মুক্ত-নয় ছবির দরকার নেই। ২০০৪ সালের একুশে বইমেলার ছবি যথার্থ ব্যবহার হিসেবে একদমই অপ্রয়োজনীয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২২, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)

অন্তর্বাসের প্রতি মাত্রাতিরিক্ত যৌনাকর্ষণ

@আফতাব ভাই, অন্তর্বাসের প্রতি মাত্রাতিরিক্ত যৌনাকর্ষণ পাতাটি আমি তৈরি করেছি, দেখুন তো কেমন হয়েছে, আর কি কি বিষয়শ্রেণী যোগ করতে হবে তা বুঝতে পারছিনা, আপনি বিষয়শ্রেণী যোগ করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ১৬:১৮, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)

পারভেজ সিরাজি, ঠিক আছে। আর এটা একটু দেখুন, দুটি অনুচ্ছেদে ইংরেজি রয়ে গেছে। আর আপনার যোগাযোগের ইমেইলটি দেয়া যাবে? --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৫, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)
@আফতাব ভাই, khanbishal93@gmail.com এ বার্তা দিন, আর হ্যাঁ ভারতীয় বিমান বাহিনী প্রধানের ঐ পাতাটি আমি দেখছি। পারভেজ সিরাজি (আলাপ) ১৬:২৮, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)

চন্দ্র মাসের বর্ষপঞ্জি সম্পর্কে

শুভেচ্ছা নিবেন জনাব আমি অনেক খোজা খুজি করে দেখলাম বাংলা উইকিপিডিয়াতে চন্দ্র মাস, অর্থাৎ হিজরি ক্যলেন্ডার নেই । যেহেতু বাংলাদেশের মানুষ মুসলিম ধর্ম অনুসারীদের জন্য চন্দ্র মাস খুবই গুরুত্বপূর্ণ একটা বর্ষপঞ্জি সেহেতু বাংলা উইকিতে এই চন্দ্র মাসের বর্ষপঞ্জি তৈরী করার প্রযোজন মনে করি । আমি প্রাথমিক ভাবে একটি খসড়া তৈরি করেছিলাম কিন্তু ওটা বেশ কার্যকর মনে হচ্ছেনা। অপর দিকে arwiki তে চন্দ্র মাসের বর্ষপঞ্জি একটা BOT এট সাহায্যে প্রতিদিন হালনাগাদ করা হয়। আমি আপনার দৃষ্টিগোচরের জন্য আমার তৈরী প্রাথমিক খসরা ও arwiki র চন্দ্র মাসের বর্ষপঞ্জি লিংক দিলাম আপনি একটু দেখবেন যদি কোন ভাবে বাংলা উইকিতে চন্দ্র মাসের বর্ষপঞ্জি চালু করা যায় কিনা। আর ইতিমধ্যে যদি বাংলা উইকিতে চন্দ্র মাসের বর্ষপঞ্জি বিধ্যমান থাকে তাহলে আমাকে জানাবেন৷

ধন্যবাদ —মারুফ হোসেন (আলাপ) ১০:২৬, ১৪ জুন ২০১৯ (ইউটিসি)

মারুফ হোসেন, এটি ব্যবহার করেন: {{#time:xmj [[xmF]] xmY}} → ৩ শাওয়াল ১৪৪৫ --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৯, ১৪ জুন ২০১৯ (ইউটিসি)

চিত্র

শুভেচ্ছা নিবেন জনাব অন্য ভাষার উইকিপিডিয়ার ছবি কি ভাবে বাংলাউইকিতে আনা যায়, নতুন করে আপলোড না করে। যেমন এই ছবিটি বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের লোগো ইংরেজি উইকিপিডিয়ায় আছে কিন্তু বাংলা উইকিপিডিয়াতে নেই এই ছবিটি কি ভাবে বাংলাউইকির বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এই নিবন্ধনের সাথে যোগ করব। —মারুফ হোসেন (আলাপ) ১৯:৩৫, ১৫ জুন ২০১৯ (ইউটিসি)

@Maruf Hossain: না, এই রকম কোন পদ্ধতি নাই। আপনাকে ছবি আপনার ডিভাইসে ডাউনলোড করে তারপর বাংলা উইকিতে আপলোড করা ছাড়া অন্য উপায় নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৬, ১৫ জুন ২০১৯ (ইউটিসি)

আবেদন পর্যালোচনা

সুপ্রিয় আফতাব ভাই, আমি বেশ কিছুদিন আগে ফাইল স্থানান্তরকারী অধিকারটির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেটি পর্যালোচনা করা হয়নি। তাই আশা করি আবেদনটি পর্যালোচনা করে একে সফল কিংবা ব্যর্থ হিসেবে চিহ্নিত করবেন।~ইসমাইল (আলাপ) ১৩:৫৩, ১৬ জুন ২০১৯ (ইউটিসি)

সালাহউদ্দিন আহমেদ অপহরণ নিবন্ধ অপসারণ প্রসঙ্গে

সালাহউদ্দিন আহমেদ অপহরণ নিবন্ধটি কোনোরূপ আলোচনা ব্যতীত অপসারণ করার কারণ জনতে চাচ্ছি। দেশ ও বিদেশে আলোড়ন তোলা এবং প্রতিটি প্রতিষ্ঠিত সংবাদ ও গণমাধ্যমে আসা এই নিবন্ধটি ঠিক কি কারণে একক সিদ্ধান্তে অপসারণ করা হলো সেসম্পর্কে ব্যাখ্যা দেবেন আশা করি। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৮, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)

Ashiq Shawon নিবন্ধটি ৩ লাইনের ছিল ও বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে, আমি কোন উল্লেখযোগ্যতা পাইনি কেন নিবন্ধটি উইকিতে থাকবে। উক্ত নিবন্ধ ত্থেকে সালাহউদ্দিন_আহমেদ_(রাজনীতিবিদ)#অপহরণ অনুচ্ছেদে আরো বেশী তথ্য আছে। আপনি যদি মনে করে উল্লেখযোগ্য তবে উদ্ধার করুন ও সম্পূর্ণ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)
Ashiq Shawon, সালাহউদ্দিন আহমেদ অপহরণ --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৫, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে সালাউদ্দিন আহমেদ অপহরণ ব্যাপারটি এত বিস্তৃত ভাবে আলোচিত যে কারো অজানা থাকার কথা নয়। নিবন্ধে প্রদত্ত তথ্য থেকেই এর উল্লেখযোগ্যতা নিরূপিত হয়নি সেক্ষেত্রে আরো কিছু তথ্য যোগ করা যেতো। সম্প্রসারণ ট্যাগ লাগানো যেতো। কিছু ক্ষেত্রে আলোচনা করা যায়। আলোচনা করার সংস্কৃতি আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।

এখানে আমার আপত্তি হচ্ছে আপনি যদি মনে করে উল্লেখযোগ্য এই বাক্যে। শুধুমাত্র আশিক শাওন উল্লেখযোগ্য মনে করলে হবে কেন! একজন প্রশাসক মনে করলে মুছে দেবেন আরেকজন মনে করলে ফিরিয়ে আনবেন প্রশাসকদের এই মনে করাতেই আমার আপত্তি। ফেরদৌস১৮:৪৪, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)

বাংলাদেশের স্টেডিয়াম নিবন্ধ নিয়ে টেমপ্লেট

বাংলাদেশের স্টেডিয়াম সমূহ নিয়ে উইকিপেডিয়া নিবন্ধ সমৃদ্ধ করার জন্য একটি টেমপ্লেট তৈরী করেছিঃ

ব্যবহারকারী:FaysaLBinDaruL/Template-Stadium

পরবর্তী করণীয় সম্পর্কে জানালে কৃতজ্ঞ হবো।

FaysaLBinDaruL (আলাপ) ১৮:৫৬, ১৯ জুন ২০১৯ (ইউটিসি) FaysaLBinDaruL

FaysaLBinDaruL, আমি ব্যবহারকারী:FaysaLBinDaruL/Template-Stadium নামে সরিয়ে দিয়েছি তাহলে কেউ কোন সমস্যা করতে যাবে না। আপনি পরবর্তী করণীয় হিসেবে ইতিমধ্যে থাকা নিবন্ধ সম্প্রসারণ করতে পারেন, বা এই তালিকা থেকে স্টেডিয়ামের নিবন্ধ বাংলা উইকিতে সৃষ্টি করতে পারেন। আর বাংলা উইকির নিবন্ধে বাংলাদেশের বিষয়বলীর জন্য নিবন্ধে ইংরেজি নাম দেবার দরকার নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৭, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ১৯:১৪, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)FaysaLBinDaruL


https://en.wikipedia.org/wiki/Bangladesh_Police_FC অনুবাদ করতে গিয়ে ভুল্ক্রমে দুইটি বাংলা পাতা তৈরী করে ফেলেছিঃ

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং https://bn.wikipedia.org/wiki/Bangladesh_Police_FC

দ্বিতীয়টির শিরোনাম ইংরেজিতে থাকায় এটা মুছে ফেলতে চাচ্ছি। FaysaLBinDaruL (আলাপ) ০৫:৩২, ২০ জুন ২০১৯ (ইউটিসি)FaysaLBinDaruL

FaysaLBinDaruL, করা হল। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৪, ২০ জুন ২০১৯ (ইউটিসি)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। FaysaLBinDaruL (আলাপ) ১৭:০৫, ২০ জুন ২০১৯ (ইউটিসি)FaysaLbindaruL

শহীদ ভুলু স্টেডিয়াম নিবন্ধ এডিট করতে গিয়ে শহীদ বুলু স্টেডিয়াম নামে আরেকটি নিবন্ধ পেলাম। দ্বিতীয় নিবন্ধটি মুছে দেয়া যায়। FaysaLBinDaruL (আলাপ) ০৬:৩৫, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)FaysaLBinDaruL

FaysaLBinDaruL করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৯, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ নিবন্ধে তথ্যসুত্রএর পরিমাণ ৩০-এর বেশী হয়েছে এখানে প্রতিক্রিয়াশীল তথ্যসুত্র বিন্যাস কলাম ব্যবহার করা যায়।আমি চেষ্ঠা করেছি, কিন্তু হচ্ছে না।দেখবেন কি ? FaysaLBinDaruL (আলাপ) ০৮:১৭, ১৭ জুলাই ২০১৯ (ইউটিসি) FaysaLBinDaruL

FaysaLBinDaruL করে দিয়েছি। প্রতিক্রিয়াশীল তথ্যসুত্র বিন্যাস কলাম স্বয়ংক্রিয়ভাবে না আসার কারণ বাংলা উইকি এখনো স্বয়ংক্রিয় ব্যবস্থাটি ব্যবহার করে না। তবে আমার চিন্তা আছে, সম্প্রদায়ের সাথে আলোচনা করে চালু করার। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৪৩, ১৭ জুলাই ২০১৯ (ইউটিসি)

আপনাকে ধন্যবাদ। একই কথাঃ শেখ কামাল স্টেডিয়ামশেখ ফজলুল হক মনি স্টেডিয়াম-এর জন্যও প্রযোজ্য। এই দুইটি নিবন্ধে প্রতিক্রিয়াশীল কলাম ব্যবহার করা প্রয়োজন আছে। FaysaLBinDaruL (আলাপ) ১৪:২৭, ১৭ জুলাই ২০১৯ (ইউটিসি)

উইকিপ্রকল্পের নেভিগেশন বাক্স প্রসঙ্গে

WikiProject Engineering navbox বাংলায় উইকিপিডিয়া:উইকিপ্রকল্প প্রকৌশল উইকিপ্রকল্পে ব্যবহারের জন্য উইকিপ্রকল্প প্রকৌশল নেভিগেশন বাক্স হিসেবে অনুবাদ করা যাচ্ছে না, বলছে মূল্যায়নের টেমপ্লেটটি ব্যবহার করতে। কিন্তু ঐ টেমপ্লেটটি দিয়ে মূল ইংরেজি টেমপ্লেটটির ন্যায় পুরোটা তৈরি করা যায় কি? না গেলে নেভিগেশন বাক্সটি অনুবাদ করে বাংলায় ব্যবহার করার উপায় কী? - অংকন (আলাপ) ১৫:০১, ২১ জুন ২০১৯ (ইউটিসি)

অংকন , টেমপ্লেট:উইকিপ্রকল্প প্রকৌশল পরিভ্রমণ বাক্স তৈরি করে দিয়েছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৩, ২১ জুন ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ! :D --অংকন (আলাপ) ১৭:৪১, ২১ জুন ২০১৯ (ইউটিসি)

ছবি আপলোড

description এ license tag ব্যাপারটা কি? একটু দেখিয়ে দিন কিভাবে লিখবো। Vomla da (আলাপ) ০৭:১৪, ২৩ জুন ২০১৯ (ইউটিসি)

Vomla da বাংলা উইকিতে না কমন্সে? কারণ বাংলা উইকিতে description নামে কিছু নাই। আমরা তার বদলে "বিবরণ" ব্যবহার করি। যদি বাংলা উইকি বুঝিয়ে থাকেন তবে, আমি একজন বাঙ্গালি ও বাংলা বুঝতে পারি। ইংরেজি শব্দ প্রয়োগের দরকার নাই একজন বাঙ্গালির সাথে। আপনি যখন বাংলা উইকিতে আপলোড করতে যাবেন তখন আপলোড ফরমে লাল অক্ষরে লেখা থাকে "দয়া করে নিচে ক্লিক করে লাইসেন্স নির্বাচন করুন। ..." সেখানে ক্লিক করে লাইসেন্স চয়ন করুন। কমন্সে হলে আপলোড উইজার্ডই আপনাকে আপলোডের সময় বাধ্য করবে লাইসেন্স দিতে। পরে হাতে করে দিতে চাইলে চিত্রের পাতায় "বিবরণ" অনুচ্ছেদে ক্লিক করুন। লাইসেন্স নামে একটি অনুচ্ছেদ বানান ও লাইসেন্স ট্যাগ যোগ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৭, ২৩ জুন ২০১৯ (ইউটিসি)

অমীমাংসিত সম্পাদনা

@আফতাব ভাই, পায়ুসঙ্গম পাতাটিতে আমার করা সম্পাদনাগুলো মীমাংসিত করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ০৮:০৪, ২৪ জুন ২০১৯ (ইউটিসি)

যৌনসঙ্গম পাতায় অমীমাংসিত সম্পাদনা

@আফতাব ভাই, যৌনসঙ্গম পাতাটিতে অমীমাংসিত সম্পাদনা মীমাংসিত করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ১৫:৩৯, ২৪ জুন ২০১৯ (ইউটিসি)

প্রশ্ন

আফতাব ভাই, মডিউল ও টেমপ্লেট কি একই জিনিস? নাকি দুইটাই আলাদা? আলাদা হলে তাদের মধ্যে পার্থক্য কোথায়?~ইসমাইল (আলাপ) ১৬:৪৩, ২৪ জুন ২০১৯ (ইউটিসি)

ব্যবহারকারী:মোহাম্মাদ ইসমাইল আলাদা, মডিউল লুয়া প্রোগ্রামিং ভাষায় লিখে তৈরি করতে হয়। টেমপ্লেট কিছু সাহায্য:মার্কআপসাহায্য:জাদু শব্দ ব্যবহার করে তৈরি করা হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩২, ২৪ জুন ২০১৯ (ইউটিসি)

প্রশ্ন

উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে প্রায় সকল বিষয়ের ধারণা কোথায় পেতে পারি? এসব বিষয়ে জানার জন্য আপনার জানামতে কোন ওয়েবসাইট বা এমন কিছু (বাংলায় হলে ভালো হয়) আছে কিনা। জানা থাকলে দয়া করে জানাবেন।~ইসমাইল (আলাপ) ০৪:৩১, ২৫ জুন ২০১৯ (ইউটিসি)

ব্যবহারকারী:মোহাম্মাদ ইসমাইল, এখানে দেখুন --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৯, ২৫ জুন ২০১৯ (ইউটিসি)

অমীমাংসিত সম্পাদনা

@আফতাব ভাই, পায়ুকাম পাতাটিতে অমীমাংসিত সম্পাদনা গুলো মীমাংসিত করে দিন (সম্পাদনাগুলো আমার নয়, ব্যবহারকারী:প্রলয়স্রোত এর করা)। পারভেজ সিরাজি (আলাপ) ০৫:৪৫, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)

ময়মনসিংহ-১১

ভালুকা উপজেলার নির্বাচনের যে তথ্য আপনি সম্পাদনা করেছেন এই তথ্য ভুল কারন ১৯৭৩ সালে আওয়ামিলীগ থেকে মোস্তফা এম এ মতিন পাস করেন কিন্তু আপনি দিয়া রাখছেন নাজিমউদ্দীন এই তথ্যটি সম্পূর্ণ ভুল কেএম রিয়াজ (আলাপ) ১৭:৩৮, ২৮ জুন ২০১৯ (ইউটিসি)

@কেএম রিয়াজ: এটি দেখুন। মোস্তফা এম এ মতিন ময়মনসিংহ-১৮ থেকে নির্বাচিত হন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৩, ২৮ জুন ২০১৯ (ইউটিসি)

অপসারণ

অশোক কুমার শঅশোক কুমার দেব পেজ দুটির কন্টেন্ট একই মনে হচ্ছে। যাচাই করে অশোক কুমার শ পেজটি অপসারণ করু।। —রুহান (আলাপ) ১২:৫১, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)

—রুহান, না পাতা দুটির বিষয়বস্তু এক নয়। আর যেকোন আলাপ/আলোচনার পাতায় বার্তা সবার নিচে দিবেন, এটার মত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৯, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)

যেসব পাতা তৈরি করতে হবে তার তালিকা প্রসঙ্গে।

আমি উইকিপিডিয়ায় নতুন। নিবন্ধ তৈরি করতে আগ্রহী। যে সকল পাতা তৈরি করা দরকার তার তালিকা দিলে অগ্রসর হতে পারি। সাহায্য করুন।

@Tanvir Anjum Rakin: এই তালিকা থেকে তৈরি করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৭, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)

গান সম্বন্ধীয় পেজ পাতা/পৃষ্ঠা/নিবন্ধ

তথ্যসহ গানের লিরিক্স দিয়ে কি পেজ পাতা/পৃষ্ঠা তৈরি করা যাবে? —রুহান (আলাপ) ১৯:৩০, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)

রুহান, উল্লেখযোগ্য হলে তো তৈরি করাই যাবে, তবে পাতার মধ্যে গানের কথা যোগ করা যাবে না। যদি লেখকের মৃত্যুর পর থেকে ৬০ বছর অতিক্রান্ত হয়ে থাকে তবে যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৬, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)

৫০,০০০ সম্পাদনা পদক

  ৫০,০০০ সম্পাদনা পদক
বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয় ও একনিষ্ঠ উইকিপিডিয়ান হিসেবে পঞ্চাশ হাজারতম সম্পাদনার মাইলফলক স্পর্শ করার আপনাকে ৫০,০০০ সম্পাদনা পদকটি স্মারকস্বরূপ প্রদান করা হলো। আন্তরিকভাবে আশাবাদী যে, ভবিষ্যতে লক্ষতম সম্পাদনা পদকপ্রাপ্তির বিষয়ে আরও এগিয়ে যাবেন। উইকি’র অগ্রযাত্রায় আপনাকে অশেষ অভিনন্দন! - Suvray (আলাপ) ১২:৩৭, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ সুব্রতদা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০৩, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)

এডিথান ২০১৯

পেজটি কি আগে খেলাঘরে করে জমা দিতে হবে? না আগে পাবলিস করে পরে জমা দিতে হবে। আমি একটি এডিথানের জন্য তৈরি করে পাবলিস করেছি এটি কি জমা দিতে পারব? —রুহান (আলাপ) ১২:৫৯, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)

ব্যবহারকারী:Wiki Ruhan, নিবন্ধ সৃষ্টি (প্রকাশ) করুন। হ্যাঁ, আপনি আগে খেলাঘরে কাজ করে তারপরও প্রকাশ করতে পারেন, আপনার ইচ্ছা। অনুবাদ সম্পূর্ণ করুন। তারপর জমা দিন (অসম্পূর্ণ অনুবাদ জমা দিবেন না) --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০৩, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)
১ জুলাই এর আগে তৈরি করা পেজ একজন ব্যাবহারকারী দিয়েছেন। এটা কি করা যাবে? —রুহান (আলাপ) ১৮:০২, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)
@Wiki Ruhan: ওটা জমাদান মাত্র, পাতাটি গৃহীত হবে না। প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন, ব্যবহারকারী:NahidSultan/নিবন্ধ তালিকার বাইরে অন্য কোন নিবন্ধ প্রতিযোগিতার জন্য প্রযোজ্য নয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৬, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)

বানান

সুপ্রিয় আফতাব ভাই, ভালো আছেন আশা করি। আজ একজন ব্যবহারকারীকে তার তৈরী নিবন্ধের দ্রুত আপসারণ প্রস্তাবণার বিষয়ে {{subst:empty-warn|ক খ গ|header=1}} টেমপ্লেটটি ব্যবহার করে একটি বার্তা দিয়েছিলাম। বার্তাটি ছিল এরকমঃ

[[:ক খ গ]] নিবন্ধের [[উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা|দ্রুত অপসারণ]] প্রস্তাবনা
[[চিত্র:Ambox warning pn.svg|48px|left|alt=|link=]]
{{Quote box|quote=<p>এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে [[উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ| প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা]] অবশ্যই পাঠ করে নিন।</p><p>আমরা আপনাকে [[উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড|নিবন্ধ উইজার্ড]] ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।</p>|width=20%|align=right}}
[[:ক খ গ]] নামক নিবন্ধটি উইকিপিডিয়ার [[উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা#A3|দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে]] দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। '''কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি'''। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে [[উইকিপিডিয়া:অসম্পূর্ণ|অসম্পূর্ণ]] হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে [[উইকিপিডিয়া:অসম্পূর্ণ|অসম্পূর্ণ পর্যায়ে]] উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা|উল্লেখযোগ্য]] হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে [[উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস|নির্ভরযোগ্য উৎস]] ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা|যাচাই]] করতে পারে। 

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে '''দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন''' লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি''' [[আলাপ:ক খ গ|নিবন্ধের আলাপ পাতায় সরাসরি]]''' আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক '''আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না''' আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা|উল্লেখযোগ্য]] হতে হবে ও [[উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস|নির্ভরযোগ্য উৎস]] থেকে তথ্যসূত্রগুলো [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা|যাচাইযোগ্য]] হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি [[উইকিপিডিয়া:প্রশাসক#বাংলা উইকিপিডিয়ার প্রশাসকবৃন্দ|কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত]] যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা [[উইকিপিডিয়া:কোনো ব্যক্তিগত আক্রমণ নয়|কোনো ব্যক্তিগত আক্রমণ নয়]]। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় [[ব্যবহারকারী আলাপ:মোহাম্মাদ ইসমাইল|আমার আলাপের পাতায়]] বার্তা রাখতে পারেন। <!-- Template:Db-nocontent-notice --> 

যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কয়েকটি বানান ভূল আছে। যেমন: প্রথম অনুচ্ছেদে এখানে হিসাবেকে লেখা হয়েছে বিসাবে। দ্বিতীয় অনুচ্ছেদে বিন্যস্তকে লেখা হয়েছে বিন্যাস্ত । আবার একটা শব্দ রয়েছে যেয়ে। আমার মতে, এটাকে গিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আশা করি এগুলো শীঘ্রই ঠিক করবেন, কারণ এগুলো ভীষণভাবে চোখে লাগছে।~ইসমাইল (আলাপ) ০৫:৫৭, ২ জুলাই ২০১৯ (ইউটিসি)

@মোহাম্মাদ ইসমাইল: ধন্যবাদ। ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১২, ২ জুলাই ২০১৯ (ইউটিসি)

বার্তা

ভাই আমার পরিক্ষা চলে তাই আমি ঠিক ভাবে সময় দিতে পারছি না। কিন্তু আমি পুরুষ্কার পেতে আগ্রহী আমি উইকিপিডিয়া টিশার্ট, এবং সার্টিফিকেট নিতে চাই। ভাই একটা সমাধান দেন আমার ইচ্ছে, আগ্রহকে কিভাবে বাস্তব রুপ দিব আমি তিনটে অনুবাদ করছি কিন্তু অনুবাদ টি বেশির ভাগ যান্ত্রিক হওয়ায় বাতিল করা হয়েছে। এখন আমি কি করতে পারি পরামর্শ দিন ভাই। আর আমি ভালো অনুবাদ ও করতে পারি না। যতটুকু সম্ভব চেষ্টা করেছি। TowfiqSultan (আলাপ) ১৯:৫২, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

@TowfiqSultan: আপনি পরীক্ষার পর এসে করতে পারেন। প্রতিযোগিতা দুই মাস ধরে চলবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৪, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

ফন্ট পরিবর্তন

আমার সমস্যা imgur a আপলোড করেছি। "আমার এই সমস্যা হচ্ছে " এরুপ নাম দিয়ে। আপনি দেখেছেন? SAM Gazi Hasan (আলাপ) ১৪:১৯, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি) লিংক ঃ http://imgur.com/mwXZskP

@SAM Gazi Hasan: আপনার ফন্ট ঠিক আছে, কিন্তু আপনি যে কিবোর্ড দিয়ে লিখছেন তা সমস্যা করছে। আপনি ডেক্সটপ মুডে যেয়ে এটা অনুসরণ করুন ও দেখেন লিখে দেখেন কিবোর্ড ঠিক মত কাজ করছে কিনা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৪, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)

যথার্থ ব্যবহার চিত্র

@আফতাব ভাই, এই চিত্রটি ডিলিট করে দেওয়াই উচিৎ বলে মনে করছি, হুমায়ুন আজাদ নিবন্ধে এমনিতেই তিনটি যথার্থ ব্যবহার চিত্র রয়েছে। পারভেজ সিরাজি (আলাপ) ১১:২৫, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)

@পারভেজ সিরাজি: করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৭, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)

উপযুক্ততা

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পেজটির উপযুক্ততা নিয়ে সন্দিহান। —রুহান (আলাপ) ১৯:০০, ১৫ জুলাই ২০১৯ (ইউটিসি)

জিয়াউর রহমান পাতা

@আফতাব ভাই, জিয়াউর রহমান পাতাটিতে আমার করা সম্পাদনা মীমাংসিত করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ১৬:০৭, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)

অপনার ওকালতির জবাবে

Dear Aftabujjaman sir. কথায় আছে চোরে চোরে মাসতুত ভাই। না না!! আমি আপনাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বলছি না। ব্যাস মনে পড়ে গেল আর কারো সাথে Share করতে ইচ্ছে হল তাই বললাম। এই দেখুন না আবার আরেকটি কথা মনে পড়ে গেল একটা বলতে বলতে “অশিক্ষিত লোক চুরি করলে চুরি আর শিক্ষিত লোক চুরি করলে দুর্নীতি”। যা হোক, আজ মনের কথা share করার জন্য আপনার মত শুভাকাঙ্ক্ষীকে পেয়ে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আমার বার্তা পড়ার জন্য।--Fauzia Suha (আলাপ) ০৯:২৬, ২০ জুলাই ২০১৯ (ইউটিসি)

প্রদর্শনের সমস্যা

আফতাব ভাই, র‌্যান্টুল, ইলিনয় নিবন্ধটি প্রদর্শন করছে না একটু দেখুন। ---- ইয়াহিয়া (আলাপ) ১৩:০২, ২০ জুলাই ২০১৯ (ইউটিসি)

@Yahia.barie: ঠিক করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ২০ জুলাই ২০১৯ (ইউটিসি)

একটি চিত্র প্রসঙ্গে

@আফতাব ভাই, এই চিত্রটি অভিজিৎ রায় এবং বাংলাদেশী নাস্তিকদের তালিকায় ব্যবহৃত হচ্ছিলো, আমি ব্যক্তিটির (অভিজিৎ রায়) একটি নতুন চিত্র আপলোড করেছি যেটি আগের চিত্রের চেয়ে বেশী ভালো এবং ব্যক্তিটির মুখ সামনে থেকে দেখাচ্ছে যেখানে আগের চিত্রটিতে (এই চিত্র) তার চেহারা পাশ থেকে দেখানো হচ্ছে, এখন আগের চিত্র অর্থাৎ এই চিত্রটিকে কি ডিলিট করে দেওয়া উচিৎ? যেহেতু একই ব্যক্তির একাধিক যথার্থ ব্যবহার চিত্র অপ্রয়োজনীয়। পারভেজ সিরাজি (আলাপ) ১৪:৩১, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)

@পারভেজ সিরাজি:   অপসারণ করা হল আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৮, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)

গজ নির্ধারণ নিবন্ধ প্রসঙ্গে

সুধী,
আশা করি কুশলে আছেন। আমি গতকাল আপনাকে আমার তৈরি করা দুটি নিবন্ধ অপসারণের অনুরোধ জানিয়েছিলাম যার একটি ছিল "গজ নির্ধারণ" নিবন্ধটি। এরপর অন্য নিবন্ধটি যথারীতি অপসারিত হলেও, এই "গজ নির্ধারণ" নিবন্ধটি খালি করে ব্যবহারকারী:SushmitaSwarna/গজ নির্ধারণ পাতায় কোন পুনঃনির্দেশ ছাড়া স্থানান্তর করা হয়। বিষয়টি আমার কাছে একটু অস্পষ্ট মনে হয়েছে, তাই আপনি এর কিছুটা ব্যাখ্যা দিলে ভালো হত। আর যদি সম্ভব হয় তাহলে, দয়া করে ব্যবহারকারী:SushmitaSwarna/গজ নির্ধারণ পাতাটিও অপসারণ করে দিলে বাধিত হব।
ধন্যবাদান্তে
সুস্মিতা

@SushmitaSwarna: ঐটুকু রেখে দেয়ার কারণে হল ভবিষ্যতে আপনি বা অন্যকেউ যদি উক্ত নিবন্ধটি অনুবাদে আগ্রহী হয় তবে তার প্রথম চার লাইন অনুবাদ করা লাগবে না, তিনি এটি দেখে শুরু করতে পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪১, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।
সুস্মিতা

"মানজারু" লিনাক্স পুনর্নির্দেশ পাতাটি বিষয়ক

@আফতাবুজ্জামান ভায়া, সম্প্রতি আমি বাংলা উইকিপিডিয়ার যেসব নিবন্ধে মানজারু লিনাক্স এর লিংক ছিল, সেগুলোকে মানজারো লিনাক্স-এ নির্দেশ করে পরে "মানজারু লিনাক্স" পাতাটি মুছে ফেলার আবেদন করেছিলাম। আমি যতদূর জানি, মানজারো ডিস্ট্রোটির সঠিক এবং প্রচলিত নাম এবং উচ্চারণ ওটাই: "মানজারো"। (নামটি মাউন্ট কিলিমানজারো থেকে নেয়া; একে কেউ কিলিমানজারু বলে এমনটা আমার জানা নেই।) খুবসম্ভব কেউ ওই ভুল "মানজারু" উচ্চারণে অভ্যস্ত ছিলেন বলে সে অনুযায়ী পাতাটি প্রথম তৈরি করেছিলেন।

তবে মুছে ফেলার পর আপনি পাতাটি পুনরুদ্ধার করেছেন এই মন্তব্য সহকারে: "অনুগ্রহ করে অপসারণ করবেন না। পুনঃনির্দেশ দেয়া হয় যেন বিকল্প বানান থেকে সঠিক নিবন্ধে যাওয়া যায়।"' [১] কিন্তু এর বিপরীতে আমার যুক্তি হচ্ছে:

  1. এটি কোন বিকল্প বানান নয়, বরং সম্পূর্ণ ভুল বানান।
  2. ওই পাতায় আগত লিংকগুলো আমি সরাসরি মূল নিবন্ধের লিংকে পরিণত করেছি বলে সঠিক নিবন্ধে যাওয়ার জন্য পাতাটির প্রয়োজনীয়তা নেই।

তাই এই মানজারু লিনাক্স পাতাটি রেখে দেয়ার কোন আবশ্যকতা দেখছি না। আমার কোন ভুল হয়ে থাকলে, বা কেন পাতাটি অপসারণ করা উচিত হবে না, একটু কষ্ট করে যদি বুঝিয়ে বলেন, তবে খুশি হব। ধন্যবাদ। (আর একটি কথা এই মন্তব্য লেখার সময় মনে পড়েছে, বিকল্প বানান হিসেবে মানজারো, মাঞ্জারো, মাঞ্জারো লিনাক্স, এগুলো উপযুক্ত হতে পারে।) -- শম্ময় / ১৮:১৫, ২৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

@Sammay Sarkar: ভাইয়া, বিকল্প বানানের বিবেচনায় কারণে পুনঃনির্দেশ দেয়া হয় না শুধু, উইকিপিডিয়া:পুনর্নির্দেশনা#What_do_we_use_redirects_for?-এর তিন ও চার নং ঘর দেখুন (দুঃখিত, পাতাটি ইংরেজিতে। বাংলা উইকিতে আমরা এর অনুবাদ এখনো শেষ করতে পারিনি :( )। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৪, ২৪ জুলাই ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ওহ আচ্ছা, দুঃখিত তবে; সমস্ত নিয়মকানুনে এখনও অভ্যস্ত হইনি। ... অবশ্য ভায়া, সত্যি বলতে, এখনও পুরোপুরি একমত হতে পারছি না। ইংরেজি উইকিতে ওই শর্তের বিষয়ে এইটা লেখা দেখেছি:
কিন্তু "মানজারু" likely বা সম্ভাব্য বানান ভুল মনে হচ্ছে না (ধরুন "ভূল" থেকে "ভুল" এ পুনর্নির্দেশ, এমন ক্ষেত্রে শর্তটা কার্যকর, এটাই মনে হচ্ছে। ইংরেজি উদাহরণটাও কিন্তু সেরকম), [সংযুক্তি] কিংবা প্রচলিত বিকল্পও নয়। যাহোক, আমি এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না তাহলে। অনেক ধন্যবাদ এত দ্রুত বিষয়টায় মনোযোগ দেয়ার জন্য। -- শম্ময় / ১৯:২৯, ২৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

আবুল কালাম আজাদ (কর্নেল)

@আফতাব ভাই, আবুল কালাম আজাদ (কর্নেল), এই ব্যক্তি কর্নেল নাকি জেনারেল, যদি জেনারেল না হন তাহলে উনার পাতায় 'বিষয়শ্রেণীঃবাংলাদেশী জেনারেল' কেন যুক্ত করা হলো? (নাবিল ভাই এটি করেছেন)। পারভেজ সিরাজি (আলাপ) ০৯:০১, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)

@পারভেজ সিরাজি: পাতাটি স্থানান্তরের আগে আলোচনা করা উচিত ছিল। সকল আর্মি অফিসারকেই জেনারেল বলা হয়। আশা করি পরবর্তীতে বিষয়টি নজরে রাখবেন। এটা ও যেনে রাখবেন যে শুধু বানান সংশোধনের জন্যই পাতা স্থানান্তর আলোচনা ছাড়া করা যায়। ধন্যবাদ।
@আফতাব ভাই, সকল সেনা কর্মকর্তাকে যদি জেনারেল বলা হয় তাহলে আমার ভুল শুধরিয়ে দিবেন। পারভেজ সিরাজি (আলাপ) ০৮:৪৮, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)
@পারভেজ সিরাজি: আপনি এই পাতাও দেখে নিতে পারেন জেনারেল অফিসার। পরিচিত কোন সেনা অফিসারের সাথে ও প্রয়োজনে কথা বলে নিয়েন।
@নাবিল ভাই, সেনাবাহিনীতে ব্যবহৃত টার্মগুলো (সামরিক পরিভাষা) অনেক কঠিন, এটা বেসামরিক মানুষগুলো সহজে বোঝেনা। আপনার আলাপ পাতা দেখুন। পারভেজ সিরাজি (আলাপ) ০৮:৫৯, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)
@পারভেজ সিরাজি: আপনি ৪/৫ জায়গায় এক সাথে একই বিষয়ে আলোচনা না করে যেকোনো এক জায়গায় করুন। --•— মোহাম্মদ নাবিল০৯:১৫, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)
@নাবিল ভাই, আমার পরিচিত সেনা সদস্য আছেন, সেনাবাহিনী সম্পর্কিত তথ্য বেসামরিক মানুষদেরকে বলা নিষেধ, তবে হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেলের নিচের পদবীকে জেনারেল ধরা হয়না, যাই হোক উইকিপিডিয়ার প্রশাসক আফতাব ভাই এই ব্যাপারে দেখবেন। আর একটা কথা হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল ২০০১ সালে চালু হয়, এর আগে এটা শুধু ব্রিগেডিয়ারই ছিলো যেটা ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীতে এখনো প্রচলিত, বাংলা উইকির সব তথ্য আসলে পরিস্কার নয়, আপনি অনুগ্রহ করে w:Army ranks and insignia of India, w:Army ranks and insignia of Pakistan পড়বেন, এছাড়াও w:United States Army officer rank insignia এবং w:British Army officer rank insignia পড়বেন। পারভেজ সিরাজি (আলাপ) ০৯:১৭, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)
@পারভেজ সিরাজি: বিষয়টি কোন প্রশাসক সমাধান করা পর্যন্ত ঢালাও ভাবে আর কোন পাতা স্থানান্তর না সম্পাদনা করবেন না।--•— মোহাম্মদ নাবিল০৯:২০, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)
@নাবিল ভাই, আপনি অনুগ্রহ করে ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পদবী, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের পদবী নিয়ে একটু পড়ুন, আফতাব ভাইয়ের হাতে আমি সমস্যাটার সমাধান ছেড়ে দিয়েছি, আমি আবারো বলছি বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্নেল বা পূর্ণ কর্নেলরা জেনারেল হিসেবে বিবেচিত হননা, এটা ভুল নয়। পারভেজ সিরাজি (আলাপ) ০৯:২৩, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)
@পারভেজ সিরাজি: আপনার এই মন্তব্যের উপরের আমার উত্তরটা দয়া করে পড়ুন। সময় নষ্ট না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ জানাই আপনাকে। --•— মোহাম্মদ নাবিল০৯:৩৪, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)
@M.NABIL এবং পারভেজ সিরাজি: আসলে বাংলাদেশের সেনাবাহিনীর পদবি নিয়ে আমার যথেষ্ট ধারণা না থাকায় আমি নিশ্চিত করে বলতে পারছি না। আমি একটা পরামর্শ দিয়ে পারি (জানি না সঠিক হবে কিনা) তা হল যেসব কর্মকর্তার পদবিতে জেনারেল (জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল) যুক্ত আছে শুধু তাঁদের নিবন্ধে জেনারেল বিষয়শ্রেণী যুক্ত করুন। অন্যদের ক্ষেত্রে যেমন কর্নেলের ক্ষেত্রে বিষয়শ্রেণী:বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল যুক্ত করুন। আর সবচেয়ে ভালো হয় যদি বিশ্বস্ত উৎস থেকে নিশ্চিত করা সম্ভব হয়। সেনাবাহিনী বিষয়ক নিবন্ধ নিয়ে কাজের জন্য দুইজনকেই ধন্যবাদ জানাই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৭, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)

জি তামিল

@আফতাব ভাই, জি তামিল পাতাটিতে বেশ কয়েকটি চিত্র প্রয়োজন, ওগুলো আপলোড করে দিন, আর তথ্যছকে উদ্বোধনের তারিখ লেখা প্রকাশিত হচ্ছেনা, এটি ঠিক করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ১৫:১৭, ২৫ জুলাই ২০১৯ (ইউটিসি)

আবেদন পর্যালোচনা

আফতাব ভাই, আমি দুইদিন আগে নিরীক্ষক অধিকারটির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনও কোন প্রশাসক সেটা পর্যালোচনা করেননি। দয়া করে সময়মত আবেদনটা পর্যালোচনা করে সফল বা ব্যর্থ করুন।~ইসমাইল (আলাপ) ১০:৫৫, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)

জোধা আকবর (টিভি ধারাবাহিক)

@আফতাব ভাই, জোধা আকবর (টিভি ধারাবাহিক) পাতাটিতে চিত্র আপলোড করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ১৪:০৮, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)

কৃতজ্ঞতা

ঠিক আছে ভাই, সঠিক দিক নিদর্শন এবং পরামর্শের জন্য। "ধন্যবাদ"

উত্তর ~ অনুগ্রহ করে খেয়াল করুন

ভাই, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ আমি খেয়াল পরার পর দেখলাম এই তথ্যসুত্র M.NABIL ভাই যোগ করেছে তবে ইউনিয়ন টির তথ্য বিস্তারিত দেখতে ওয়েবসাইট দেখতে পারেন যা সরকারি ওয়েবসাইট।

অনুগ্রহ করে আমার করা কোনো নিবন্ধনেে ভুল হলে আমাকে জানাবেন যাতে করে এই ভুল গুলো দ্বিতীয় বার না হয়।  আর ভাই ঈদের আগে কি একটা মিটআপ দেওয়া যায় ঢাকাতে আমার কিছু বলার জানার শিক্ষার ছিল.....!       

" ধন্যবাদ "

@TowfiqSultan: দুই দিন আগে একটি মিটআপ হয়ে গেল। আপাতত একমাসের আগে আর হবে না। আপনি উইকিপিডিয়া:আলোচনাসভায়, ফেসবুক পাতায়, wikipedia-bn@lists.wikimedia.org ইমেইলে নজর রাখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৮, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)

উত্তর

ভাই, নিবন্ধন প্লাস পুরাতন নিবন্ধন সংশোধন,বিষয়বস্তু যোগ বিস্তারিত , সুপ্রসারিত করব তবে আস্তে আস্তে করতে হবে কারণ আমি বেশির ভাগ সময় ফোন দিয়ে কাজ করি। "ধন্যবাদ"

উত্তর

ঠিক আছে । TowfiqSultan (আলাপ) ১৭:১৪, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)

স্থানান্তর ও একীকরণ

টেমপ্লেট:উদ্ভিদবিজ্ঞান টেমপ্লেট কে পুনর্নির্দেশ ছাড়াই বিষয়শ্রেণী:উদ্ভিদবিজ্ঞান টেমপ্লেট তে স্থানান্তর করা জরুরি। এছাড়া নিচের বিষয়শ্রেণীগুলো একীকরণ করতে পারেন (অবশ্য জরুরি নয়):

Ahmad ১৪:২২, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)

উত্তর

আমি আপনার কথা বুঝতে পেরেছি। কিন্তু আমি অন্যন্য ইউনিয়ন এর ক্ষেত্রে দেখে যাচ্ছে যে ==৷ #== এই কোডটি ব্যাবহার না করে =#= ব্যাবহার করছে।

ঠিক আছে এখন থেকে ==#== এই কোড ব্যবহার করব। কিন্তু ভালো দেখাচ্ছে না। বিবেচনা করে দেখবেন..

@TowfiqSultan: ভাইয়া ভালো দেখানোর কিছু নেই। উইকিতে অনুচ্ছেদ তৈরিতে একটা “=” ব্যবহার করা হয় না। দুটি করতে হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:২৮, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)

উত্তর

ভাই, আমাকে এমন একটা কোড দিন যেখানে ইউনিয়ন এর প্রয়োজনীয় সকল কোড থাকবে, আর যদি সম্ভব হয় তবে বিষয় এর জন্য উপযুক্ত টেম্পলেট, কলেজ নিবন্ধন , ব্যাক্তি, সংগঠন নিবন্ধন টেম্পলেট।

" ধন্যবাদ "

প্রশ্ন

ভাই সংগঠনের নিবন্ধন করতে চাই আমাকে সাহায্য করুন....

উন্নয়ন সাধন

ভাই, কিছু পাতা দেখে সত্যি উইকিপিডিয়ার নান্দনিকতা বোঝা যায়। অনেকে যৌন বিষয়ক পাতা গুলোতে আইপি থেকে এমন সম্পাদনা করছে যা উইকিপিডিয়ায় থাকার যোগ্য নয়। তাই যৌন বিষয়ক পেজগুলো বিশেষভাবে তদারকি করার আবেদন জানাচ্ছি। আর নিশ্চিতকৃত ব্যাবহারকারী ছাড়া যেন কেউ সেখানে সম্পাদনা না করতে পারে সেই ব্যাবস্থা করলে ভালো হয়। —রুহান (আলাপ) ২০:২৮, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)

@Wiki Ruhan: অত্যাধিক ধ্বংসাত্মক কিছু না হলে পাতাগুলি অর্ধ সুরক্ষিত করা আমার উচিত নয়। আমি দেখতেছি কোনগুলি করা যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৮, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)

উত্তর

ভাই আর দুইটা উপজেলার কাজ শেষ করি তার পর না হয় সুপ্রসারিত করি। নিবন্ধন থাকলে কেউ না কেউ সম্প্রসারণ করবেই।

হালনাগাদ

আফতাব ভাই, মডিউল:Wd একটু হালনাগাদ করে দিন। সুরক্ষিত থাকার কারণে আমি করতে পারছি না। এর জন্য টেমপ্লেট:তথ্যছক রুশ নিবাসী এলাকা তথ্যছক সম্পূর্ণ দেখা যাচ্ছে না। --- ইয়াহিয়া (আলাপ) ২০:১৩, ৩১ জুলাই ২০১৯ (ইউটিসি)

@Yahia.barie: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৫, ৩১ জুলাই ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ। তবে ভাই একটা সমস্যা হয়েছে। পোডলস্ক এখানে দেখুন। --- ইয়াহিয়া (আলাপ) ২০:৫০, ৩১ জুলাই ২০১৯ (ইউটিসি)
@Yahia.barie: এখন ঠিক আসছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৪, ৩১ জুলাই ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৫:৫০, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

অভিজিৎ রায়ের চিত্র

@আফতাব ভাই, অভিজিৎ রায়ের চিত্রটিতে আমি অপসারণ ট্যাগ লাগিয়েছিলাম কারণ আমি ব্যক্তিটির যথার্থ ব্যবহার চিত্র মুছে দিতে চাচ্ছিলাম, ওনার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার উইকিমিডিয়া কমন্সে চিত্র রয়েছে, অভিজিতের কোনো চিত্র কি কমন্সে আপলোড দেয়া যায়? যেহেতু উনি মৃত। পারভেজ সিরাজি (আলাপ) ১৪:৪৮, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@পারভেজ সিরাজি: কমন্সে কেবল উন্মুক্ত ছবি আপলোড করা যায়। আপনার কাছে উন্মুক্ত ছবি থাকলে আপলোড করুন। সেক্ষেত্রে আমি বাংলা উইকির ছবিটি মুছে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫২, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@আফতাব ভাই, আমি এই চিত্রটি যদি কমন্সে আপলোড করি তাহলে তা কি দ্রুত অপসারণের আওতায় পড়ে যাবে? পারভেজ সিরাজি (আলাপ) ১৪:৫৪, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@পারভেজ সিরাজি: উত্তর কিন্তু এক লাইন আগেই দিয়েছি। ছবিটি কি উন্মুক্ত? বা আপনার নিজের তোলা? যদি হ্যাঁ হয় তবে আপলোড করুন, না হলে আপলোড করবেন না। এটি মনে রাখুন, ইন্টারনেটে প্রাপ্ত সকল ছবি উন্মুক্ত নয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৫, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

হুমায়ুন আজাদ পাতাতে চিত্র

@আফতাব ভাই, হুমায়ুন আজাদ পাতাটিতে এই চিত্র এবং এই চিত্র তে মহীন ভাই অপসারণ ট্যাগ লাগিয়েছিলেন, আমি পরে 'মুক্ত নয় ঐতিহাসিক চিত্র' লাইসেন্স দিয়ে অপসারণ ট্যাগ মুছে দেই, আফতাব ভাই চিত্র দুটি কি রাখা উচিৎ? একই ব্যক্তির একাধিক যথার্থ ব্যবহার চিত্র থাকা কি যৌক্তিক? হুমায়ুন আহমেদ পাতাটিতে ব্যক্তিটির একাধিক উইকিমিডিয়া কমন্স এর চিত্র রয়েছে, কমন্সে হুমায়ুন আজাদের চিত্র আপলোডের ক্ষেত্রে কি কি শর্ত প্রয়োজন তা জানতে চাই। পারভেজ সিরাজি (আলাপ) ১৫:০১, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

রাখা যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৫, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

জয়া টিভি

@আফতাব ভাই, জয়া টিভি পাতাটিতে চিত্র আপলোড করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ১৫:৩৪, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ জ্ঞাপন

প্রথমেই ধন্যবাদ দিচ্ছি অসম্পূর্ণ নিবন্ধের প্রতি দৃষ্টি আকর্ষনের জন্য। সবসময়ই জানতাম উইকিপিডিয়া এক জীবন্ত স্বত্তা যা ক্রমাগত পরিবর্তিত হয়ে আরও নিখুঁত হয়ে উঠছে। উইকিপিডিয়া আমার এক মহান শিক্ষক যার কাছ থেকে শিখেই যাচ্ছি। এই নিবন্ধগুলো আমার শেখার আগ্রহ থেকেই শুরু করেছি। আর একটি নির্দিষ্ট মানে সমৃদ্ধ করার ইচ্ছে আছে। কিন্তু এই প্রথম শুরু করেছি তাই হোঁচট খেয়ে খেয়ে এগুতে হচ্ছে। তাই কোনও ভুল বা অসংগতি চোখে পড়ার সাথে সাথে সতর্ক করলে কৃতজ্ঞ থাকবো। আবারও ধন্যবাদ।

Wiki_Ruhan এর প্রণীত নিবন্ধগুলো একবার যাচাই করার অনুরোধ করছি

Wiki_Ruhan বাংলা উইকিপিডিয়ার একজন স্বয়ংক্রিয় পরীক্ষক ও নিরীক্ষক অধিকারপ্রাপ্ত ব্যবহারকারী। তার বেশ কয়েকটি নিবন্ধ আমি দেখলাম ১/২ লাইনের বেশি নয়। অধিকাংশ নিবন্ধে তথ্যসূত্রের কোন উল্লেখ নাই। উইকিপিডিয়ার নিবন্ধ মানদণ্ডের মাপকাঠিতে এগুলোকে হয় উপযুক্ত তথ্যসূত্র সহ সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করা দরকার নতুবা অপসারণ করা দরকার। --Mohaguru (আলাপ) ২১:৪৬, ৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@Mohaguru: আমি দেখব। তবে দেখে মনে হল উনি দেখে দেখে ছোট নিবন্ধ অনুবাদ করছেন। যদিও এটি করা নিষিদ্ধ নয়, তবে আপনি ঠিক যে এগুলি সম্প্রসারণ করা উচিত (কেননা আমাদের সেই রকম ব্যবহারকারী নেই যারা পরে সম্প্রসারণ করবে)। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৭, ৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)
আমি এ ক্ষেত্রে ক্ষমা প্রার্থী। হ্যাঁ আমি ছোট ইংরেজি নিবন্ধগুলো অনুবাদ করেছি। আগামীতে সেগুলোতে অসম্পূর্ণ ট্যাগ দিয়ে দেবো এবং বড় নিবন্ধ তৈরি করার চেষ্টা করব।—রুহান (আলাপ) ০৬:৪৮, ৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

উত্তর

ভাই, যেই টুুকু তথ্য আমি জান্তে পেরেছি ঠিক ততটাই যোগ করার চেষ্টা করছি।

তৌফিক ভাই, আপনি কিসের উত্তর দিয়েছেন বুঝলাম না। এটি আগের আলাপের সাথে বিভ্রান্তি সৃষ্টি করে। আগামীতে যথাযথভাবে উত্তর দেবেন।—রুহান (আলাপ) ০৬:৫৩, ৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

টোট্যাম

ভাই আমিতো টোট্যাম https://bn.wikipedia.org/wiki/টোট্যাম পেইজটি অনুবাদ করতেছি কিন্তু কিছু সতর্কবার্তা দেওয়া হয়ছে কিন্তু কি সতর্ক করলো কিছুই বুঝলাম না।দয়াকরে যদি একটি বিস্তারিত বলতেন।ধন্যবাদ ভাই।

@Rajan chandra Saha Raju: সতর্কবার্তা উপেক্ষা করুন। অনুবাদ করা অব্যাহত রাখুন। আপনার প্রতি আমার একটা পরামর্শ হল: অনুবাদ শেষ করার কিছুক্ষণ পর ইংরেজি নিবন্ধটি দেখা ছাড়াই নিজের অনুবাদ নিজে পড়বেন। নিজের অনুবাদ পড়ে যদি নিজে বুঝতে পারেন, তবে বুঝবেন অনুবাদ ঠিক আছে। অন্যথায় বুঝবেন অনুবাদে আরো সংশোধনের দরকার আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৭, ৫ আগস্ট ২০১৯ (ইউটিসি)

তথ্যসূত্র

ভাই যেহুতু আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করছি সেক্ষেত্রে তথ্যসূত্র কিভাবে দিবো।

@Rajan chandra Saha Raju: ইংরেজি নিবন্ধটির সম্পাদনায় ক্লিক করেন। করার পর <ref> ... </ref> এর ভিতর লেখাগুলি অনুলিপি করেন ও বাংলা উইকিতে সংশ্লিষ্ট তথ্যের পাশে যোগ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৭, ৫ আগস্ট ২০১৯ (ইউটিসি)

হিন্দি চলচ্চিত্র হাম আপকে হ্যায় কন

@আফতাব ভাই, হিন্দি চলচ্চিত্র হাম আপকে হ্যায় কন পাতাটিতে আমি এই চিত্রটি আপলোড করেছিলাম, আমার কিছুক্ষণ পরে ওয়াকিম ভাই নিজে আরেকটি চিত্র (এটি) আপলোড করেন, এখন আপনি চাইলে আমার চিত্রটি মুছে ফেলতে পারেন যেহেতু ওটি আর হাম আপকে হ্যায় কন নিবন্ধে ব্যবহৃত হচ্ছেনা। পারভেজ সিরাজি (আলাপ) ০৯:২৪, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@আফতাব ভাই, ওয়াকিম ভাই তার আপলোডকৃত চিত্রে অপসারণ-ট্যাগ লাগিয়েছেন, আর আমার চিত্রটির শিরোনাম পরিবর্তন করতে বলেছেন, আপনি সিদ্ধান্ত নিন (আমি আমার চিত্রটি হাম আপকে হ্যায় কন পাতাটিতে পুনরায় সংযুক্ত করেছি)। পারভেজ সিরাজি (আলাপ) ০৯:৩৪, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@পারভেজ সিরাজি: করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৭, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই)

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই) সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান কিভাবে একজন ব্লগারের একটি বই উইকিতে নিবন্ধ হিসেবে স্থান পায়, যার তথ্যসূত্র শুধুই একটা ব্লগের দেওয়া।

পর্যালোচনা

নকশা পাতাটি নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯ এর জন্য জমা দেওয়া হয়েছিল। আমি তা পর্যালোচনার দায়িত্ব নিই। পেজটি মানসম্মত ছিল না। যিনি তৈরি করেছেন তাকে অবহিত করেছিলাম দুইবার। তিনি বর্তমানে বলছেন পাতাটি সম্পূর্ণ। আমি দোটনায় ভুগছি যে গৃহীত করব না বাতিল৷ আপনি কোন সিদ্ধান্ত দিন।—রুহান (আলাপ) ০৮:৪৭, ১০ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@Wiki Ruhan: গ্রহণ করতে পারেন, তবে গ্রহণ করার আগে অনুবাদের বাক্য গঠন সঠিক কিনা তা দেখুন। ইংরেজি নিবন্ধের সাথে লাইন প্রতি না মিললেও চলবে তবে বাংলা নিবন্ধটি যেন পড়তে বোধগম্য হয় তা দেখুন। যে কোন ছোট ভুল আপনি নিজেও সংশোধন করে দিতে পারেন, অন্য ক্ষেত্রে কোথায় ঠিক করতে হবে তা প্রণেতাকে বলুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:২৩, ১০ আগস্ট ২০১৯ (ইউটিসি)
ভাই, আপনি কি অনুগ্রহ করে তা পরিপূর্ণভাবে পড়ে একটু সংশোধন করে দিবেন। গৃহীত করব ঠিকই তবে আমি তো অনেক অসঙ্গতি লক্ষ্য করছি। —রুহান (আলাপ) ১৩:৩২, ১০ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@Wiki Ruhan: অনুবাদে যে অসংগতি দেখছেন (কোন কোন লাইনে, অনুচ্ছেদে) তা আলাপ পাতায় লিখে প্রণেতাকে জানান। ১৩:৩৮, ১০ আগস্ট ২০১৯ (ইউটিসি)

দাদা আমি একজন কবির উইকিপাতা বানাতে চাইছি কিন্তু পারছি না

আমাকে কি সাহায্য করবেন। কবির ফুল ডিটেইলস এবং তথ্যসুত্র দেব। পাতাটি তৈরি করে দেবেন। Apna199 (আলাপ) ০৭:৫৯, ১২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ অপসারণ

সুধী,
অনুগ্রহ করে আমার ভূগর্ভস্থ পানি দূষণ,পোষ আর এন্টার্কটিকার ইতিহাস এই তিনটি নিবন্ধ অপসারণ করে দিন। আমার মনে হয় প্রতিযোগিতার নির্ধারিত সময়ের মধ্যে আমি এগুলোর কাজ শেষ করতে পারব না। নতুন কোন অনুবাদকারী চাইলে আমার করা অনুবাদের অংশটুকু ব্যবহার করতে পারেন।
ধন্যবাদান্তে
সুস্মিতা

@SushmitaSwarna: আপনি অনেকখানি অনুবাদ করে ফেলেছেন। এগুলির জন্য আপনাকে প্রতিযোগিতার শেষ সময় পর্যন্ত সুযোগ দিতে আমার আপত্তি নাই। আপনি যে নিবন্ধ নিয়ে বর্তমানে কাজ করছেন তা শেষ করার পর, পারলে এগুলি ধরিয়েন। আপনি চাইলে প্রতিযোগিতার পরেও এগুলি ধরতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৩, ১৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

নিবন্ধের শিরোনাম স্থানান্তর

আফতাব ভাই, অনেক দিন আগে ইলিয়েনা ডি ক্রুজ নিবন্ধটি ইলিয়ানা ডি'ক্রুজ নামে স্থাথানান্তরের বিষয়ে এর আলাপ পাতায় আলোচনা হয়েছিলো। কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও আপনি এই বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি। দয়া করে বিষয়টা একটু দেখবেন।~ইসমাইল (আলাপ) ১৮:১৫, ১৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@মোহাম্মাদ ইসমাইল: করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৬, ১৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)

আইপি বাধাদান

ভাই, সবকিছু ঠিকই ছিলো। কিন্তু কিছুদিন থেকে ফ্রিবেসিক ওয়েব সাইট ব্যতীত অন্যান্য সকল ব্রাউজার দিয়ে সরাসরি সম্পাদনা করতে পারছি না। লেখা দেখা যাচ্ছে revi কর্তৃক আইপি ব্লক করা হয়েছে। এমন কোনো কি ব্যবস্থা আছে, যেটির মাধ্যমে আমি আবার আগের অবস্থা ফিরে পেতে পারি? বিঃদ্রঃ আগে একবার ফিবেসিক্সের কারণে এরকম সমস্যা হয়েছিল, তখন আপনি সমাধান করে দিয়েছিলেন। কামাল আহমেদ পাশা (আলাপ) ০৬:০৯, ১৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)কামাল আহমেদ পাশা

@কামাল আহমেদ পাশা: ভাই, আপনি সম্ভবত অপেরা মিনি ব্যবহার করছেন। এই ব্রাউজারটির প্রক্সি আইপিকে বৈশ্বিক ভাবে বাধা দেয়া হয়েছে। আপনি অন্য ব্রাউজার ব্যবহার করে সম্পাদনা করতে পারেন। — Ahmad ১১:৪৮, ১৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@কামাল আহমেদ পাশা: এখন আর এই বাধার সম্মুখীন হবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০১, ১৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ!

হ্যাঁ ভাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ!!! কামাল আহমেদ পাশা (আলাপ) ১৬:৩৯, ১৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)কামাল আহমেদ পাশা

সুরক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাতাটিতে একজন আইপি প্রচারণা ও দাবি উত্থাপনের জন্য উইকিপিডিয়া ব্যাবহার করছে।তাছাড়াও পাতাটি সম্পূর্ণ তাই পাতাটি অর্ধসুরক্ষিত করে দিন। আমি আপাতত তাকে সম্পাদনা থেকে বিরত করতে সুরক্ষিত করেছি। ব্যাপারটি হয়ত ঠিক হয় নি। এ জন্য আপনি সর্বোত্তম পদ্ধতি অবলম্বন করুন। — Wiki Ruhan (আলাপ) ১০:৪৪, ১৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ প্রকাশ এর ব্যাপারে

আসসালামুআলাইকুম। আমি হাবিব বোরগুইবার জীবনবৃত্তান্ত অনুবাদ করছিলাম। কিন্তু এটি ২০০৩ সাল থেকে এই পর্যন্ত ইংরেজিতে সংযুক্ত হয়ে আসছে। এখন, এত বড় অনুচ্ছেদ অল্প সময়ের মধ্যে অনুবাদ করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। কি পরিমান অনুবাদ করলে তা প্রকাশ যোগ্য/পুরস্কারের উপযোগী হবে? SAM Gazi Hasan (আলাপ) ০৫:২১, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@SAM Gazi Hasan: প্রতিযোগিতার নিয়ম অনুসারে তো পুরোটা দরকার। এখনো এগারো দিন বাকী আছে। আপনি অনুবাদ করতে থাকুন, দেখা যাক আপনি কতটুকু অনুবাদ করেন। আপনি যদি ভালো অনুবাদ করেন (বাক্যগঠন সঠিক হয়, পড়ে যেন মনে না হয় কোন যন্ত্র দ্বারা এটি অনুদিত) তবে আমরা এটি গ্রহণ করতে পারি (পরে যেটুকু বাকী থাকবে তা প্রতিযোগিতার পর শেষ করলেন)। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:২৫, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)

উৎপাদকে বিশ্লেষণ নিবন্ধ ব্যাপারে

আলাপ:উৎপাদকে বিশ্লেষণ পাতাটিতে সংখ্যার সবই ইংরেজিতে। আবার আলজেবরিক চলক যেহেতু ইংলিশ এ হয় তাই সংখ্যা বাংলাতে না ইংরেজিতে করা উচিত তা নিয়ে কোন সমাধান পাচ্ছি না।— Wiki Ruhan (আলাপ) ১৬:২২, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@Wiki Ruhan: বীজগণিতের সূত্র ইংরেজিতে থাকার কারণে নিবন্ধ অগ্রহণ করবেন না। যদি অনুবাদ/বাক্য গঠন সঠিক হয় তবে নিবন্ধ গ্রহণ করে নিন। কোডজনিত জটিলতায় কারণে <math> ট্যাগের ভিতর কোনকিছু বাংলা করা যাবে না, করলে ত্রুটি দেখাবে আসলে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩২, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)
ওনার অনুবাদ ঠিক আছে। তবে আমি চাইছিলাম X - 4 এর বদলে X - ৪ লিখুক। এতে সম্ভবত ত্রুটি আসে না। আপনি পরামর্শ দিলে X - 4 ই গ্রহণ করব। — Wiki Ruhan (আলাপ) ১৬:৩৭, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@Wiki Ruhan: গ্রহণ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)

পরাক্ষ নিবন্ধ

আমি পরাক্ষ নিবন্ধটি কিছুদুর অনুবাদ করেছি, কিন্তু অনেকগুলো বাক্যের অনুবাদ কি হবে বুঝতে পারছি না। এটি অন্য কেও করলে মনে হয় ভালো হবে। এটি অন্য কারও জন্য উন্মুক্ত করে দিন। Aditya Debnath Tirtho (আলাপ) ১১:৪৮, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@Aditya Debnath Tirtho: আপনি অনেকটুকু অনুবাদ করে ফেলেছেন। বাকীটা চেষ্টা করে দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

তেরে নাম চলচ্চিত্রের পোস্টার

@আফতাবুজ্জামান: তেরে নাম চলচ্চিত্রের পোস্টারটি (দেখুন পোস্টারটি) ইংরেজি শিরোনামে কেন দেওয়া? এটি কি বাংলা শিরোনামে পরিবর্তন করা যায়না? যদি যায় তাহলে করুন। এইচ রনি (আলাপ) ১২:০৪, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@এইচ রনি: বাংলা করা হল। আর অনুগ্রহ করে (কিছু) ধ্বংসপ্রবণ জাতীয় সম্পাদনা না করে কিছু ভালো সম্পাদনা করে বাংলা উইকিকে সাহায্য করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০২, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

বিষয়শ্রেণী:তামিল অভিনেতা

@আফতাবুজ্জামান: বিষয়শ্রেণী:তামিল অভিনেতা তে যেসব অভিনেতা ছিলো তারা বিষয়শ্রেণী:তামিল চলচ্চিত্র অভিনেতাতে স্থানান্তরিত হয়েছে, তাই বিষয়শ্রেণী:তামিল অভিনেতা অপসারণ করুন (মুছে ফেলুন)। এইচ রনি (আলাপ) ১২:৫২, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

সমস্যা সমাধানের পর অবগত করা

আই এম গোস্ট পাতা ভুল ছিল জানিয়েছিলেন। বিষয়টি সংশোধন করা হয়েছে। দয়া করে পুণরায় দেখুন। ধন্যবাদ

আমি কি ভাবে পাতায় অপারেশন লগ দিব

আমি একটি পাতায় অপারেশন লাগ দিব কিভাবে দিব তার নিয়ম আমাকে বলুন যেমন লিঙ্গ অসমতা পাতায় অপারেশন লগ দিব কি ভাবে Skh sourav halder (আলাপ) ১৮:১৬, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@Skh sourav halder: আপনার প্রশ্ন বুঝতে পারিনি। একটি নমুনা উদাহরণ দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৮, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

আমি কিভাবে একটি পাতায় অপসারণ লগ দিব

আমি একটি পাতায় অপসারণ লাগ দিব কিভাবে দিব তার নিয়ম আমাকে বলুন যেমন লিঙ্গ অসমতা পাতায় অপসারণ লগ দিব কি ভাবে আপনি যেমন লগ দিয়েছেন তার একটা লিংক দিলাম https://bn.m.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:নিবন্ধ_অপসারণের_প্রস্তাবনা/Raian_Rashid_Roman

ব্যবহারকারী:Skh sourav halder, এখানে যেয়ে টুইংকল সক্রিয় করে নিন (লক্ষ্য করুন এটি কেবল ডেক্সটপ মুডে কাজ করবে)। আপনি এই টুইংকল ব্যবহার করে অপসারণ প্রস্তাব করতে পারেন। তবে বেশী অবোধগম্য, অসংলগ্ন লেখার ক্ষেত্রে অপসারণ প্রস্তাব না দিয়ে "দ্রুত অপসারণের প্রস্তাব" করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:১১, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

একটি চিত্র প্রসঙ্গে

@আফতাবুজ্জামান: এই চিত্রটি উইকিপিডিয়াতে রাখাটা কিভাবে যৌক্তিক, চিত্রটি যে বই সম্পর্কিত সেটার কোনো নিবন্ধ নেই। চিত্রটি কি অপসারণ করা উচিৎ নয়? (চিত্রটি অভিজিৎ রায় পাতাতে ব্যবহার করা হচ্ছিলো) , চিত্রটি এখনো ডিলিট করা হয়নি। চিত্রটি ডিলিট করার অনুরোধ করছি। চিত্রটি ব্যবহারের যৌক্তিকতা কি সেটা কেউ বলেনি, আপলোডকারী চিত্রটির কোনো যৌক্তিকতা উপস্থাপন করেননি, চিত্রটি রাখা হলে চিত্রটি সম্পর্কিত (বই) নিবন্ধ তৈরী করা উচিৎ, এছাড়া চিত্রটি রাখার কোনো কারণ (যথাযথ) নেই, অপসারণ করে দেওয়া উচিৎ। ইমরান মহবুব (আলাপ) ০৭:০৩, ২৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@ইমরান মহবুব: নিবন্ধে প্রয়োজনে রাখা যেতে পারে। শুধু বইয়ের নিবন্ধেই বইয়ের প্রচ্ছদ রাখা যাবে, অন্য কোথাও যাবে না এমন কথা নেই। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৫, ২৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)
"আফতাবুজ্জামান/সংগ্রহশালা ৮"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।