বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৫:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে আপনারা আমার সম্পাদিত সকল বিষয়গুলো কে প্রোটেক্টেট রাখুন । যাতে কেও আমার বিষয় নকল করতে না পারে । দয়া করে এই বিষয়টা লক্ষ্য রাখুন। ধন্যবাদ। অঙ্কিতা কর্মকার (আলাপ) ০৯:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যাসল্ট দ্রুত অপসারণ সম্পাদনা

 

ব্যাসল্ট নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

এডিটাথনের নিয়ম অনুযায়ী তিনের অধিক নিবন্ধ একসাথে রাখা যাবে না

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ১৪:২১, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ সম্পাদনা

সুপ্রিয়, উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ এডিটাথন উপলক্ষে আপনার জমা দেওয়া ভূমিরূপ নিবন্ধটি উইকিপিডিয়ার শৈলী অনুসরণ না করার ফলে এডিটাথনে গ্রহণ করা যায়নি। অনুগ্রহ করে সাবলীল ও পূর্ণাঙ্গভাবে এবং শৈলী মেনে বাংলায় ভাষান্তর করুন। কাজ শেষ করে অবশ্যই আলাপ পাতায় জানাতে ভুলবেন না। আপনার জন্য শুভকামনা রইলো। হীরক রাজা ❯❯❯ আলাপ ১৪:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের ভুল-ত্রুটি সংশোধন করে আমাকে জানান সম্পাদনা

আমি, Ppt2003, ভূগোল এডিটাথনের অনেকগুলো নিবন্ধ পর্যালোচনা করেছি। আমি আপনার জমা দেওয়া ১/২ বা এর অধিক প্রবন্ধে শূন্য নম্বর দিয়েছি। অনুগ্রহ করে প্রবন্ধগুলোর ভুল-ত্রুটি সংশোধন করে আমাকে জানান, আমি নম্বর দিয়ে দেব। আমি ২৫০+ প্রবন্ধ পর্যালোচনা করায় খুঁজে খুঁজে আমার পক্ষে সব নিবন্ধ পুনঃপর্যালোচনা করা কঠিন। তাই "আমি ভুল-ত্রুটি সংশোধন করেছি এবং আমার নিবন্ধে ০ এর পরিবর্তে ১ নম্বর প্রদান করুন" এ মর্মে আমাকে বার্তা দিন। আমি পরবর্তীতে পদার্থবিজ্ঞান এডিটাথনে প্রবন্ধ তৈরি ও বিচারকার্য নিয়ে ব্যস্ত থাকব। তখন ভূগোল এডিটাথনের বিষয়টি আমার মাথায় না-ও থাকতে পারে। আপনাদের সহযোগিতা কামনায়, চির শুভার্থী -- Ppt2003 (আলাপ) ১৯:২০, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন