শাহ্‌ মোঃ সদরুদ্দীন শিবলী (শিবলী সুমন নামে পরিচিত) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা ধিন গুনাহার ইউনিয়ন এর ডাংগাপাড়া গ্রামের একটি সুনামধন্য, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। শৈশব, কৈশোরের পুরোটা সময় গ্রামের সবুজে বেড়ে উঠেছেন। খুব কছে থেকে দেখেছেন প্রকৃতি, গ্রাম বাংলার সুখ, দুঃখ, মানুষের অকৃত্রিম ভালবাসা। একই সাথে পেয়েছেন পরিবারের অভ্যন্তরে চর্চিত শহুরে ভাষা, সংস্কৃতি এবং মার্জিত ধর্মীয় শিক্ষা। খুব সহজেই তাই পার্থক্য করতে পেরেছেন পাশাপাশি দুইটি ভিন্নধারার জীবন বৈচিত্র্য। স্কুলের গন্ডি পেড়িয়ে জেলা শহরে কলেজ এবং পরবর্তীতে রাজধানী শহরে ভার্সিটি ও চাকুরী, এবং জীবন ও বৈচিত্র্যের অভিজ্ঞতা নেয়া শেষে তাই আবার নিজ জেলায় ফিরেছেন মাটি ও মানুষের কাছাকাছি থেকে কাজ করবার মানসিকতায়। এখন চাকুরীরত একটি সামাজিক ব্যাবসা প্রতিষ্ঠানে। সমাজ উন্নয়নের দৃঢ় সংকল্প মনে। একটি আধুনিক সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে প্রচেষ্টা নিরন্তর। সেই জন্য চাকুরীর পাশাপাশি নিজেকে ব্যস্ত রাখছেন সামাজিক সংগঠন, বিভিন্ন সচেতনতামূলক ও কমিউনিকেশন প্রোগ্রামে।