ব্যক্তিগত জীবন সম্পাদনা

ফারদিনের পাগুলো জন্মগতভাবে বাঁকা ছিল।এ থেকে মুক্তির জন্য ১১ মাস বয়সে ভারতের মুম্বাইয়ে তার অস্ত্রপাঁচার হয়। ফারদিন স্বভাবতই একটি দুরন্ত প্রকিৃতির ছেলে।তার বাবা একজন একজন বেসরকারি কর্মকর্তা এবং মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।বাবা-মা দুজনেই চাকরি করায় ছোটবেলা থেকেই তাকে একা একা থাকতে হয়েছে।কিন্তু একদমই একা নয়,বন্ধুদের নিয়ে সারাদিনই মেতে থাকে সে।

শিক্ষাজীবন সম্পাদনা

২০০৯সালে বর্ণমালা কিন্ডারগার্টেন নামক একটি স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়।সেখানে নার্সারি,কেজি ও ক্লাস ওয়ান পরার পর সে ভর্তি হয় ক্লাস টুতে,সৃজন রেসিডেন্সিয়াল স্কুলে।সেখানে ছয় মাস পরার পর প্রতিস্রুতি ক্যডেট কোচিং সেন্টারে বাকি ছয় মাস পড়ে সে। এরপর প্রগ্রেসিভ মডেল স্কুলে ক্লাস থ্রি ও ফোর পড়ে। ক্লাস ফাইভে শাহীন ক্যাডেটে তিন মাস কোচিং করে আবারো ফিরে আসে প্রতিশ্রুতি ক্যাডেটে।