আমার নাম মো. বাকীবিল্লাহ। ১৯৮৫ সালের ১০ ডিসেম্বর এ ধরাতে আগমন। বাড়ি বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামে। বাবা মো. আব্দুল হাই, মাতা বেগম রোকেয়া। আট ভাইবোনের মধ্যে সবার ছোট। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত। কর্মজীবন ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে একটি অখ্যাত দৈনিকে কাজ শুরু করি। অনার্স শেষ করে একটি জাতীয় সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করি প্রায় অর্ধবছর। তার পর থেকে একটি জাতীয় দৈনিকে সহযোগী গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়া একটি শিক্ষা, ক্যারিয়ার ও সাধারণজ্ঞান মাসিক ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও কাজ করছি। অন্যান্য ক্লাস নাইনে অধ্যয়নকালে হাতে লিখে বের করতাম চ্যালেঞ্জ নামে একটি পাক্ষিক। এছাড়া প্রতিষ্ঠানের সাময়িকী প্রকাশের ক্ষেত্রেও জড়িত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে এসে একটি ক্যারিয়ার ম্যাগাজিনের পাঠক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করি। বছরখানেক পরে প্রতিষ্ঠা করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব- জুয়েক নামে একটি শিক্ষা ও সামাজিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বের করতাম মাসিক প্রকাশনা কাগজ-কলম। প্রায় দুই বছর নিয়মিত বের করি এটি। পরে সাংবাদিকতা কেন্দ্রিক ব্যস্ততায় প্রকাশনাটি বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় জীবনেই প্রতিষ্ঠা করি আবর্তন গ্রুপ নামে একটি ব্যবসায়িক সঙ্ঘ। যার চেয়ারম্যানের দায়িত্ব আসে আমার ওপর। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় ক্রিয়েটিভ বাংলাদেশ। আবারো পরিবর্তন হয় গ্রুপটির নাম। এবারে রাখা হলো জিটিএফসি গ্রুপ। বর্তমানে এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। গ্রুপের পক্ষ থেকে ২০০৯ সালের মাঝামাঝি সাভারের আশুলিয়ায় প্রতিষ্ঠা করা হয় বাডস ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি স্কুল। ২০১০ সালের জানুয়ারিতে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু। ডিসেম্বর ২০০৯-এ প্রতিষ্ঠিত হয় জিটিএফসি ফাউন্ডেশন। এ সংস্থারও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তাছাড়া এপ্রিল ২০১০ থেকে কুঁড়েঘর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছি। জীবনের মিশন ও ভিশন সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণ।


আমার ইমেইল ঠিকানা : bakibju@gmail.com মুঠোফোন নম্বর : ০১৯১১ ৮৯ ৫৯ ৬৮ ; ওয়েবসাইট : abortonbd.com--Muntaka ০৭:০১, ২১ মে ২০০৯ (UTC)