আমার ব্যবহারকারী পাতায় স্বাগতম। আমি একজন উইকিপিডিয়ান। আমি ১০০০ এর অধিক সম্পাদনা করেছি।

এই ব্যবহারকারী একজন মুসলিম
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী অত্যন্ত অলস। আপনি তার অসম্পূর্ণ কাজগুলো করে দিতে পারেন।
উইকিপিডিয়া:হটক্যাটএই ব্যবহারকারী বিষয়শ্রেণী যুক্ত করার কাজে হটক্যাট ব্যবহার করেন।
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
১,০০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ১,০০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারীর প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মাদ (সা.)
Wikipedia:Twinkleএই ব্যবহারকারী টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণতা রোধ করেন !
এই ব্যবহারকারী টুইংকল এর সঙ্গে সাম্প্রতিক পরিবর্তনসমূহের একজন টহলদানকারী !
এই ব্যবহারকারী টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে রিপোর্ট করে !
এই ব্যবহারকারী টুইংকল ব্যবহার করে উইকিপিডিয়ার উপর নজর রাখছেন!
এই ব্যবহারকারী
একজন বিরিয়ানি পাগল।
এই ব্যবহারকারী বাংলা উইকিসংবাদের একজন সক্রিয় অবদানকারী।
Face-smile
এই ব্যবহারকারী উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির একজন!
জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪এই ব্যবহারকারী জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪ এ অবদান রেখেছেন।
এই সম্পাদক একজন
শিক্ষানবিশ সম্পাদক
এবং এই কর্ম পদক প্রদর্শনের যোগ্য।













প্রাপ্ত সম্মাননা

সম্পাদনা

উইকি সংবাদ

সম্পাদনা

জানুয়ারি মাসের সক্রিয় অবদানের জন্য কৃতজ্ঞতা পত্র

সম্পাদনা
 

সুপ্রিয় Md Mobashir Hossain,
বাংলা উইকিসংবাদে আপনার মূল্যবান অবদানগুলির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এখানে সময় কাটাতে আপনি আনন্দ উপভোগ করছেন। আপনার প্রচেষ্টার ফলে গত মাসটি বাংলা উইকিসংবাদের জন্য একটি সক্রিয় মাস ছিল। আপনার এই নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করে, এবং আমরা আশা করি আপনি ভবিষ্যতেও আপনার অবদান অব্যাহত রাখবেন।

"আমাদের একত্রিত প্রচেষ্টা বাংলা উইকিসংবাদের ভবিষ্যৎ নির্মাণ করে। আপনার অবদান সেই ভিত্তিকে আরও দৃঢ় করছে।"

-- Asked42 (talk) 08:43, 1 February 2025 (UTC)

ফেব্রুয়ারি মাসের সক্রিয় অবদানের জন্য কৃতজ্ঞতা

সম্পাদনা
 

সুপ্রিয় Md Mobashir Hossain,
এই ফেব্রুয়ারি মাসেও বাংলা উইকিসংবাদে আপনার ধারাবাহিক সম্পাদনার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার অবদানের ফলে এই মাসটি বাংলা উইকিসংবাদ পরীক্ষা উইকির জন্য এক সক্রিয় মাস ছিল। আশা করি, ভবিষ্যতেও আপনার মূল্যবান সম্পাদনা অব্যাহত থাকবে। শুভেচ্ছা।

-- Asked42 (talk) 08:51, 1 March 2025 (UTC)

উইকিপত্রিকা

সম্পাদনা

আপনার জন্য একটি উইকিপদক

সম্পাদনা
  উইকিপত্রিকা উইকিপদক
উইকিপত্রিকার এবারের সংখ্যার সংবাদে আপনাকে সাধ্যমতো সাহায্য করতে দেখা গেছে, তাই এই উইকিপদক। মেহেদী আবেদীন ১৮:০৯, ৮ মার্চ ২০২৫ (ইউটিসি)

তৈরিকৃত নিবন্ধ

সম্পাদনা

সব দেখুন

সম্পাদনা
প্রণীত নিবন্ধ

প্রিয় জীবনী

সম্পাদনা
  ক্যাশে শোধন
 
২০২৫ সালে ইউনূস

মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন ১৯৪০) একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন।

২০১২ সালে, তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং ২০১৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্রঋণকে সহায়তা করে থাকে। তিনি ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি ইলেকট্রনিক স্পোর্টস (ইস্পোর্টস) এর উন্নয়নে উন্নয়নের জন্য ইস্পোর্টস আন্দোলনের অংশ হিসেবে গ্লোবাল ইস্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত ছবি

সম্পাদনা
  ক্যাশে শোধন
আজকের নির্বাচিত ছবি
 

মরক্কোর বিখ্যাত বাব আগনাউ ফটক
সংগ্রহশালা – আরো নির্বাচিত চিত্র

নির্বাচিত আয়াত

সম্পাদনা


۞ قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ


[সূরা আজ-জুমার ৩৯:৫৩]


বাংলা অনুবাদ:

হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

۞ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ ٱلْمَوْتِ ۖ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَـٰعُ ٱلْغُرُورِ

[সূরা আলে ইমরান ৩:১৮৫]

বাংলা অনুবাদ: প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে। যে কেউ জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই সফলকাম। দুনিয়ার জীবন শুধুই ধোঁকার সামগ্রী।

উপপাতা সমূহ

সম্পাদনা