Isfaretehami

২১ মে ২০২০ তারিখে যোগ দিয়েছেন
Office calendar-bn.svg এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৪ বছর, ৬ মাস ও ২ দিন
— উইকিপিডিয়ান —
নামমো ইসফার তেহামী সরকার
জন্ম১লা নভেম্বর ১৯৯৬ খ্রিষ্টাব্দ
ধাপ, রংপুর
জাতীয়তাবাংলাদেশি
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানরাজশাহী বিশ্ববিদ্যালয়
ভাষাবাংলা, ইংরেজি
সময় অঞ্চলঢাকা
বর্তমান সময়ইউটিসি+৬:০০ এর জন্য বর্তমান সময় হল ১৯:১৩
জাতিতত্ত্ববাঙ্গালী
জাতিমিশ্র
হস্তপ্রাধান্যডানহাতি
রক্তের ধরনএ পজিটিভ
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
প্রেমিকানাই
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাশিক্ষার্থী
শিক্ষাআইন বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়
উচ্চ বিদ্যালয়ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর (২০১৪)
কলেজক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর (২০১৬)
বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্মসুন্নি ইসলাম
আগ্রহ
যোগাযোগের তথ্য
ওয়েবসাইটhttps://isfaretehami.wixsite.com/lawreview
ব্লগhttps://isfaretehami.wixsite.com/lawreview
ইমেলisfaretehami@gmil.com

মোঃ ইসফার তেহামী সরকার (লেখনী নাম isfaretehami) একজন মুসলিম, বাংলাদেশী উইকিপিডিয়ান, শাস্ত্রীয় গবেষক ও লেখক। শাস্ত্রীয় বিষয়ে গবেষণামূলক কাজের পাশাপাশি তিনি উইকিপিডিয়াতে নিয়মিত লেখালেখি করেন এবং এর উন্নতির প্রচেষ্টায় নিয়োজিত আছেন।

আমার উইকিপিডিয়ায় অবদান দেখতে... ক্লিক করুন

শিক্ষাজীবনসম্পাদনা

ইসফার তেহামী ১৯৯৬ সালে রংপুর নগরে জন্মগ্রহণ করেন। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর হতে উভয় ক্ষেত্রেই গোল্ডেন জিপিএ ৫ এর সাথে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক শিক্ষা যথাক্রমে ২০১৪ এবং ২০১৬ সালে সম্পন্ন করেন।

বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এলএল. বি (অনার্স) কোর্সে অধ্যয়নরত রয়েছেন। এর পাশাপাশি তিনি দূরশিক্ষনের মাধ্যমে আইনবিজ্ঞান, দর্শন, পারমানবিক আইন, ফরেন্সিক আইন ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেছেন।

লেখালেখিসম্পাদনা

তেহামীর নিজস্ব একটি আইন-পর্যালোচনামূলক ব্লগ আছে। এর পাশাপাশি তার দুটি শাস্ত্রীয় প্রকাশনাও রয়েছে যার একটি ব্যবসায়িক আইন ও অপরটি পারমানবিক আইন সংক্রান্ত। তবে উইকিপিডিয়াতে তিনি সাধারণত আইন, দর্শন, ইতিহাস, ইসলামী আইন, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, উত্তরবঙ্গের সংস্কৃতি, রংপুর শহর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য আগ্রহের বিষয় নিয়ে লেখেন।

ইসফার তেহামী শখের বশে ইতিহাস ও নদীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। সেকারণে তাকে এসব বিষয় নিয়েও লিখতে বা লেখনী পরিমার্জনের উদ্যোগে দেখা যায়।