ফয়েজ আহমেদ
আজ মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

মোট নিবন্ধের সংখ্যা : ১,৪৯,৩৩৮
মোট পৃষ্ঠা সংখ্যা : ১২,৩১,০০৯
মোট ফাইলের সংখ্যা : ১৮,০৬৩
মোট ব্যবহারকারীর সংখ্যা : ৪,৫১,০৮১

ফয়েজ আহমেদ
সক্রিয়
— উইকিপিডিয়ান —
ফয়েজ আহমেদ
ফয়েজ আহমেদ
নামফয়েজ আহমেদ
জন্ম (1996-02-12) ১২ ফেব্রুয়ারি ১৯৯৬ (বয়স ২৮)
জাতীয়তাবাংলাদেশী
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানরাজশাহী
ভাষাবাংলা, ইংরেজি
জাতিসত্তাবাঙালি
উচ্চতা৫ ফু ৬ ইঞ্চি (১.৬৮ মি)
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাছাত্র
শিক্ষাএপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
উচ্চ বিদ্যালয়সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল
কলেজক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর
বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখপ্রোগ্রামিং ।
ধর্মমুসলিম
রাজনীতিঅরাজনৈতিক
যোগাযোগের তথ্য
ইমেইলফয়েজ আহমেদ
স্কাইপfayez172
ফেসবুকfayez172
পিন্টারেস্টfayez172
টুইটারfayez172
ব্যবহারকারী বাক্স
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারী একজন ডান-হাতি
এই ব্যবহারকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এই ব্যবহারকারী একজন প্রকৌশলী
এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন।
এই ব্যবহারকারী একজন পিএইচপি প্রোগ্রামার।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ান হয়ে গর্বিত।
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১৩ বছর, ৪ মাস ও ৭ দিন
ব্যবহারকারী:Tanweer drmc/Userboxes/NuclearEnergy ব্যবহারকারী:Tanweer drmc/Userboxes/RockMusicব্যবহারকারী:Tanweer drmc/Userboxes/Physics
ব্যবহারকারীর বাবেল তথ্য
bn-N এ ব্যবহারকারীর বাংলা ভাষার উপরে মাতৃভাষার মতন ধারণা রয়েছে।
en-3 This user has advanced knowledge of English.
ভাষা অনুযায়ী ব্যবহারকারী


আমি ফয়েজ আহমেদ। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যায়ণরত। অবসর সময়ে আমি বাংলা উইকিপিডিয়ায় আমার পছন্দ ও সামর্থ্য অনুযায়ী যতদূর সম্ভব অবদান রাখার চেষ্টা করে থাকি। এর জন্য আমি প্রয়োজন মতো ইংরেজি উইকি নিবন্ধগুলি এবং পাশাপাশি অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট থেকেও তথ্য আহরণ করে থাকি।
আমি বাংলা উইকিপিডিয়ায় যথার্থ সমৃদ্ধ নিবন্ধের সংখ্যাবৃদ্ধির আশু প্রয়োজন অনুভব করি, যাতে কোনও বিষয়ে জ্ঞান আহরণের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে কেউ বাংলা উইকির দ্বারস্থ হলে এখান থেকে সে তার প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারে।


নিজের স্বম্পর্কে সম্পাদনা

আমার পারসোনালিটি টাইপ INTJ । অর্থাত্‍ আমি একজন অর্ন্তমূখী মানুষপ্রযুক্তি বিষয়ে প্রচন্ড আগ্রহ আছে আমার ।

আমি সারাদিনই গান শুনি। দিনের বেশিরভাগ সময়ই কানে হেডফোনে গান বাজতে থাকে । রক এবং মেটাল গান আমার বেশি ভালো লাগে । প্রিয় ব্যান্ডগুলোর মাঝে অন্যত্ম হলোঃ আর্টসেল, অর্থহীন, ওয়ারফেজ এবং ভাইব

সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি । মোটামুটি প্রোগ্রামিং পারি। ওয়েব ডেভোলপিং এ ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে ।

খেলাধুলা সম্পাদনা

আমি খেলাধুলা নিয়ে বিশেষভাবে আগ্রহী । বিশেষ করে ক্রিকেট আর ফুটবল

পছন্দের দল ও খেলোয়ার সম্পাদনা

আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কে সার্পোট করি । আমার প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজালিওনেল মেসি। আমি বার্সেলোনা ফুটবল ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এর সমর্থক।


যোগাযোগ সম্পাদনা

আমার সাথে যোগাযোগের জন্য গুগলে fayez172 লিখে সার্চ করুন । পছন্দের মাধ্যমের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন । আথবা সরাসরি ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে পারেন


আমার তৈরিকৃত পাতাসমুহ সম্পাদনা

প্রয়োজনীয় পৃষ্ঠাসমূহের তালিকা সম্পাদনা


যা যা নিয়মিত দেখা দরকার সম্পাদনা

Tool Server সম্পাদনা