ব্যবহারকারী:DelwarHossain/আলমগীর হোসেন

আলমগীর হোসেন বাংলাদেশি সাংবাদিক ও সংবাদ ব্যাক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ২য় সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর প্রতিষ্ঠাতা। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার সূচনাকারী হিসেবে পরিচিতি[১] এ সাংবাদিক অনলাইন সংবাদমাধ্যমে আগে কাগজে ছাপা সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকদৈনিক সমকালে কাজ করেছেন । [২] [৩][৪]

কর্মজীবন সম্পাদনা

আলমগীর হোসেন ধীনতা যুদ্ধের পর ছাত্রজীবন থাকাবস্থায় দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দৈনিক সমকালে যোগদান করেন। এ দুটি সংবাদমাধ্যমে ৩২ বছর তিনি সাংবাদিকতা করেন। পরে তিনি বিশ্বের প্রভাবশালী সংবাদ ব্যক্তিত্ব ও গণমাধ্যম ব্যবসায়ী রুপাট মার্ডকে কার্যক্রমে অনুপ্রাণীত হয়ে ২০০৪ সিঙ্গাপুরে থেকে ডোমেইন ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা শুরু হয়।[৫] পরবর্তীতে ২০১০ সালে বাংলানিউজটোয়েন্টিফোর.কম প্রতিষ্ঠা করেন। এখানে তিনি ২০১৮ সাল পর্যন্ত প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। [২] পরে ২০১৯ সালে ভিডিও ও অনলাই সংবাদের যৌথ রুপে বার্তা২৪.কম চালু করেন। বর্তমানে এ অনলাইন সংবাদমাধ্যমে প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উদ্ধৃতি ত্রুটি: শুরুর <ref> ট্যাগটি সঠিক নয় বা ভুল নামে রয়েছে

প্রশিক্ষক সম্পাদনা

আলমগীর হোসেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট -এর সাংবাদিকতা প্রশিক্ষণ বিভাগের অনিয়মিত শিক্ষক। [৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Journalist from Bangladesh Visits EW"ইউজিন উইকলি। ৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  2. "I have got a 100pc success in online: Alamgir Hossain"রাইজিংবিডি.কম। ১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  3. "মুক্ত সাংবাদিকতার পরিধি বাড়ছে: আলমগীর হোসেন"ডয়চে ভেলে। ১১ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  4. "'বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন'"। বার্ত২৪। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  5. "AH tells tale of online media in Bangladesh - বাংলাদেশে অনলাইন মিডিয়ার গল্প"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  6. "সাংবাদিকতার মূল জায়গা হচ্ছে শিখতে চাওয়া - আলমগীর হোসেন"। বার্তা ২৪। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯