লক্ষ্য করুন, এই পাতাটি আমার উইকিপদক প্রাপ্তি সংক্রান্ত একটি সংগ্রহশালা, যা আমার আলাপ পাতা থেকে সংগ্রহ করে তৈরি করা হয়েছে। এই উইকিপদকসমূহ উইকিপিডিয়ার ব্যবহারকারীগণ আমাকে প্রদান করেছে। আরো বলছি ব্যবহারকারী ইচ্ছা করলে উইকিপদটি আমার এই পাতাতেও যুক্ত করতে পারেন অসুবিধা নেই।

বিশেষ পদক! সম্পাদনা

  বিশেষ পদক
সুধী, আপনি ইসলাম বিষয়ক প্রায় ১০০টি সম্পাদনা সম্পুর্ন করে ফেলেছেন। আপনার অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমার পক্ষ থেকে আপনাকে এই পদক দেয়া হল। ধন্যবাদান্ত ~SHEKH (বার্তা) ১০:৩৩, ৮ মে ২০২০ (ইউটিসি)

'ইসলামী পন্ডিত' পদক সম্পাদনা

 
 

সুধী। আপনাকে 'ইসলামী পন্ডিত' পদক প্রদান করিলাম। আপনি সাহাবা এবং অন্যান্য ইসলামী বিষয়ে ১০০ এরও বেশী নিবন্ধ তৈরী করেছেন। আমি লক্ষ্য করেছি, আপনার তৈরী নিবন্ধগুলো অনেক তথ্যসমৃদ্ধ-পান্ডিত্যপূর্ন হয়ে থাকে। 'ইসলামি বিশ্বকোষ' সহ অনেক উল্লেখযোগ্য গ্রন্থ থেকে আপনি তথ্যসূত্র দিয়ে থাকেন। আমি আশা করবো আপনি এই ধারাবাহিকতা বজায় রাখবেন। --মহামতি মাসুম (আলাপ) ০৭:৪০, ১২ মে ২০২০ (ইউটিসি)

বাংলা উইকি রমজান পদক! সম্পাদনা

  বাংলা উইকি রমজান পদক
এই রমজানে এক বা একাধিক ইসলাম সম্পর্কিত নিবন্ধ তৈরির জন্য আমার পক্ষ থেকে এই বাংলা উইকি রমজান পদক, ভবিষ্যতে এরকম আরো অনেক নিবন্ধ তৈরি করবেন; এই আশা ব্যক্ত করে---- এফ আর শুভ(বার্তা দিন) ১৮:৫২, ১৭ মে ২০২০ (ইউটিসি)

সম্পাদকের পদক! সম্পাদনা

  সম্পাদকের পদক
বিগত বছরগুলিতে আপনি খুব নিয়মিত না হলেও এই বছর আপনাকে নিয়মিত অবদান রাখতে দেখেছি। আপনার অবদান সত্যিই প্রশংসাযোগ্য। আমার পক্ষ থেকে আপনাকে এই সম্পাদক পদকটি দিলাম। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আপনার যাত্রা অব্যাহত থাকুক এই কামনা রইল। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৪, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)

উইকিপিডিয়া প্রণোদনা পদক! সম্পাদনা

  উইকিপিডিয়া প্রণোদনা পদক
সুপ্রিয়, প্রদীপ্ত দেলোয়ার ভাই!
আপনি আপনার কাজের পাশাপাশি যতদূর সম্ভব সবাইকে তেমনই কাজে অনুপ্রাণিত করার চেষ্টা করেন, হোক সেটি কথার কিংবা পদক প্রদানের মাধ্যমে। আপনার এই আস্থা সম্প্রদায়ের উপর এবং মিলেমিশে কাজ করার প্রবণতা সত্যিই আমার হৃদয়ে স্পর্শিত হয়েছে। তাই, আমার পক্ষ থেকে আপনাকে এই পদকটি প্রদান করলাম। আপনার এই ধারা অব্যাহত থাকুক, শুভেচ্ছান্তে -- ওহিদ 💬 | 📝 ১০:৩৫, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

পরিশ্রমী পদক! সম্পাদনা

  পরিশ্রমী পদক
প্রিয়, প্রদীপ্ত দেলোয়ার ভাই!

আপনি আপনার কাজের পাশাপাশি নতুনদেরকে স্বাগত জানানোর মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান করে সহযোগিতা করেন। আপনার এই কাজ আমাকে অনুপ্রাণিত করেছে। তাই, আমার পক্ষ থেকে আপনাকে এই পদকটি প্রদান করলাম। আপনার এই ধারা অব্যাহত থাকুক, শুভেচ্ছান্তে- Prince Tuhin13 (আলাপ) ০৯:১৭, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

সহৃদয় উইকিপিডিয়ান পদক! সম্পাদনা

  সহৃদয় উইকিপিডিয়ান পদক
সুপ্রিয় DeloarAkram, উইকিতে নতুন ব্যবহারকারীদের মার্জিত আচরনের সাথে প্রতিনিয়ত সাহায্য করেই চলেছেন। আপনার অসাধারণ কাজের স্বীকৃতিস্বরুপ আমার পক্ষ থেকে আপনার জন্য রইল এই পদকটি। আশা করছি সাদরে গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে।  --

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৮:১০, ১৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

নিরলস অবদানের পদক! সম্পাদনা

  নিরলস অবদানের পদক
অগ্রযাত্রা অব্যাহত থাকুক। শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৯:৩৩, ১৭ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  দয়ালু মনোভাবের পদক
প্রিয় দেলোয়ার ভাই, শুভেচ্ছা নিবেন! আমি শুরু থেকেই আপনার কাজ দেখে মুগ্ধ হচ্ছি। আপনি যে নতুনদের উৎসাহ, প্রেরণা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেটা আমার খুবই ভাল্লাগে। সম্পাদনা তো সবাই করতে পারে, কিন্তু নতুন নতুন সম্পাদকদের উৎসাহ প্রদানের মাধ্যমে সম্প্রদায়কে এগিয়ে নিতে কয়জনই বা পারে! আশা করি, আপনার এই উদার মনোভাব সবসময় থাকবে। বোরহান (আলাপ) ১১:০০, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)