অমি ভাস্কর রায় তবে এটা আমার নাম নয় তোবুয়ো পরিচয় দেওয়ার জন্য এটুকুই অনেক, ভাবতে পারেন আমি হাঙর খুব ভালোবাসি,কোনো ভুল নেই অমি হাঙর খুব ভালোবাসি ।

তবে অমার আসলে আগ্রহ সমুদ্র নিয়ে । তাই মোনে হয় আমার নাম রেখেছিল সৈকত । আমার মোনে হয় হাঙর ছাড়া সমুদ্র মরুভূমি আর মরুভূমিতে কেউ কিছু খোঁজেন ওখান থেকে চাওয়ার কিছু নেই । এটা ভেবে খুব খারাপ লাগে যে বেশিরভাগ লোক হাঙর দের খুব ভয়াণক প্রাণী মোনে করে,তারা বলে আপনি সাগরের নিচে যান আর ওই দাঁত গুলো দেখুন । হায়রে এদের কাছে সাগর একটা মরুভমি ছাড়া কিছুই নয় । আমি দেখেছি হাঙর নিয়ে অনেক লেখাতেই হাঙর দের বিপদজনক কোরে ছাড়া হয়েছে উইকিপিডিয়াতে । আমি এটা বোলাতে চাইনা হাঙর দের থেকে মানুষের কোনো বিপদ নেই । তবে আমার মোনে হয় হাঙর দের থেকে মানুষের যতটুকু বিপদের করোন আছে ঠিক ততটুকুই তুলে ধরা উচিৎ । বছরে হাঙরের হামলায় নিহত হয় ৫ জন লোক একটা দেশে সাপে কাটার কোরানে এর থেকে অনেক বেসি লোক মারা যায় আমি হাঙরের হমলা নিয়ে অনেক ভেবেছি । দেখেছি কোনভাবে ভাবে দোষ মানুষেরই হামলার পিছনে ছিলো । সারা দুনিয়ায় ৩৫০ এর ও বেশি প্রজাতির ভেতর মাত্র ৯ টিই প্রজাতি বিপদ জনক । আমার মোনে হয় হাঙর দের নাম করোন একটু অলাদা ভাবে করা উচিৎ যেমন বিড়াল শ্রেনীর প্রাণি দের আমরা ডাকি বাঘ,সিংহ,চিতা,বিড়াল বোলে । হাঙর দের ও ঠিক এভাবে ডাকা উচিৎ ।