Alaukik Dishari
সক্রিয়
— উইকিপিডিয়ান —
নামAlaukika Dishari
জন্ম২৭ জুন ১৯৯৬
নেত্রকোনা, বাংলাদেশ
বাস্তব জীবনে নামSaif Saruwar
দেশ বাংলাদেশ
সময় অঞ্চলঢাকা, বাংলাদেশ
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাছাত্র
উচ্চ বিদ্যালয়আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা
কলেজনটর ডেম কলেজ, ঢাকা
যোগাযোগের তথ্য
ইমেল/ জিমেইল আইডি
ফেসবুকCeoOfDishariGang
টুইটারAlaukikaDisari

পুরো নাম সাইফ সারোয়ার (Saif Saruwar)। তার জন্মশহর নেত্রকোনা। তিনি বর্তমানে ইউনাইটেড স্ট্রেস এর আস্টিন টেক্সাস শহরে বসবাস করছেন। তিনি আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা এ অধ্যয়ন করছেন। অবসর সময়ে তিনি ব্লগিং করেন।ছোট বেলা থেকেই তিনি তার জীবনের সব কিছুই ডায়রীতে লিখে রাখতেন। ছোট বেলা থেকেই তিনি চঞ্চল স্বাভাবের। সত্যিকারের নাম সাইফ সারোয়ার (Saif Saruwar) হলেও সবাই তাকে "দিশু" বলেই ডাকে। তিনি Facebook Help Community Star Contributor Program এর সদস্য। বাস্তব জীবনে তিনি ফ্রিল্যান্সিং আর স্প্যামিং করে থাকেন।

এই ব্যবহারকারী একজন বাংলাদেশী


ব্যবহারকারী সম্পর্কিত তথ্যাবলী

Mr Kazi Tuhin