আজ শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪;

সৈয়দ মীর তালহা জুবায়েদ, মাগুরা জেলার নন্দলালপূর গ্রামের মীরবাড়িতে জন্মগ্রহণ করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন শেষ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি বগুড়াতে। আমি বাংলা উইকিপিডিয়ার একজন নতুন উইকিপিডিয়ান হিসাবে এ বিশাল তথ্যভান্ডারে অবসর সময়ে অবদান রাখতে পারলে নিজেকে ধন্য মনে করি।

Syed Mir Talha Zobaed
জন্ম (1991-10-15) ১৫ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২)
অবস্থাসক্রিয়
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাM.Sc. Engg. in Computer Science & Engineering রাউতড়া হৃদয়নাথ উচ্চ বিদ্যালয়
রাইচরণ তারিণী চরণ কলেজ
মাতৃশিক্ষায়তনUniversity of Rajshahi
পেশাবিশ্ববিদ্যালয়ের লেকচারার
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি
উপাধিসৈয়দ মীর, ইঞ্জিনিয়ার।


পাঠক হিসেবে মূলত উইকিপিডিয়ার অংশ ২০১০ থেকে।তবে নিবন্ধ লেখক হিসেবে আছি ২০১৯ সালের জুলাই থেকে।মায়ের ভাষার প্রতি দায়বদ্ধতা থেকেই মূলত বাংলা উইকি নিবন্ধ রচনার মতো সাধ্যের মধ্যে থাকা কর্তব্য টি পালন করার চেষ্টা করছি।

বাংলা ভাষা আর বাংলাদেশ উপরের সারিতে থাকুক এই কামনাই করি সবসময়।

কোনো দরকার থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখুন।

নতুন নিবন্ধ সম্পাদনা

  1. সৈয়দ মীর
  2. সৈয়দ শাহ্‌ আব্দুল আজিম
  3. মীর


অনূদিত নিবন্ধ সম্পাদনা

ইংরেজি থেকে অনূদিত সম্পাদনা

  1. কন্ঠ সনাক্তকরণ
  2. সফটওয়্যার পরীক্ষণ
  3. র‌্যান্ডম ফরেস্ট

পূর্বের নিবন্ধ সম্পাদনা সম্পাদনা

  1. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন


মৌলিক পরিচিতি
 এই ব্যবহারকারী একজন মুসলিম
 বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
en-2This user is able to contribute with an intermediate level of English.
এই অবদানকারী একজন পুরুষ
 এই ব্যবহারকারী একজন ডান-হাতি
 এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
 এই ব্যবহারকারী পৃথিবী নামক গ্রহের বাসিন্দা। 
 এই ব্যবহারকারী একজন ঢাকা মোহামেডান সমর্থক
চেলসিএই ব্যবহারকারী চেলসি এফ.সি. সমর্থক
 এই ব্যবহারকারী
এসি মিলান সমর্থক
 এই ব্যবহারকারী একজন রিয়াল মাদ্রিদ সমর্থক
  এই ব্যবহারকারী হারলেও ব্রাজিল দলকে সমর্থন করেন ।
 এই ব্যবহারকারী জাতীয় সংসদ নির্বাচন এডিটাথনে অবদান রেখেছেন।
 এই ব্যবহারকারী স্যামসাং মোবাইল ব্যবহার করেন ।
 এই ব্যবহারকারী ক্রিকেট খেলা পছন্দ করেন।
 এই ব্যাবহারকারী অত্যন্ত অলস। আপনি তার অসম্পূর্ণ কাজগুলো করে দিতে পারেন।
 
এই ব্যবহারকারীর প্রিয় কবি কাজী নজরুল ইসলাম
 এই ব্যবহারকারীর প্রিয় রং সবুজ
উইকেপিডিয়ান
 
এই ব্যবহারকারী উইকিপিডিয়ান হয়ে গর্বিত।
  এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৪ বছর, ৯ মাস ও ১৮ দিন
  এই ব্যবহারকারী টুইংকল এর সঙ্গে সাম্প্রতিক পরিবর্তনসমূহের একজন টহলদানকারী !
 এই ব্যবহারকারী টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণতা রোধ করেন !