সক্রিয়
— উইকিপিডিয়ান  —
মো আব্দুল্লাহ-আল-মামুন
নামমো আব্দুল্লাহ-আল-মামুন
জন্ম (1989-02-22) ফেব্রুয়ারি ২২, ১৯৮৯ (বয়স ৩৫)
নড়াইল
দেশ বাংলাদেশ
ভাষা
জাতিসত্তাবাঙালি
শিক্ষা এবং কর্মসংস্থান
প্রাথমিক বিদ্যালয়
নড়াইল টাউন প্রায়মারি স্কুল
উচ্চ বিদ্যালয়নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়
কলেজনড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ
বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখমুভি দেখা, এডভেন্ঞার ট্যুরিজম
ধর্মইসলাম
চলচ্চিত্রদি লর্ড অফ দ্যা রিংস
বইআল কুরআন
যোগাযোগের তথ্য
ইমেইলই-মেইল
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান২৬ নভেম্বর, ২০১৫, ১৭:১৫
প্রথম সম্পাদনা২৮ নভেম্বর, ২০১৫, ৯:০১ পূর্বাহ্ণ


আমি মো আব্দুল্লাহ-আল-মামুন। আমি ২০১৫ সাল থেকে উইকিপিডিয়াতে একজন সক্রিয় ব্যবহারকারী।

ব্যক্তিগত জীবনে আমি প্রকৃতিপ্রেমী এবং প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করি। দেশ, দেশের বাহিরে, শহরে, গ্রামে বা জনহীন পরিবেশ – বিশেষত রোমাঞ্চকর ভ্রমনে আমার আগ্রহ আছে। বিয়ার গ্রিলস আমার অতি পছন্দের একজন দুঃসাহসী অভিযাত্রী, তাঁর থেকে দুর্গম পরিবেশে টিকে থাকার উপায়গুলো শেখার চেষ্টা করি।

পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ততা অনেক আগে থেকে হলেও ২০১৫ থেকে আমি উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করি। আমার নিবন্ধ রচনার বিষয় বৈচিত্র্যময় হলেও বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, ভ্রমণ ও সাম্প্রতিক বিশ্ব ঘটনাবলি বিষয়ে প্রধানত নিবন্ধ তৈরি করি। এছাড়া বিশ্বকোষ হিসেবে বাংলা উইকিপিডিয়ার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে আবশ্যকীয় নিবন্ধগুলির উপরেও কাজ করি। আমার লক্ষ হল এই বিশ্বকোষ-কে উন্নত করা এবং এর নিবন্ধ গুলোর মানের উন্নয়ন করা। আমাকে কোন কিছু জানাতে বা আমার সাথে কথা বলতে দয়া করে আমার আলাপ পাতায় আপনার বার্তা রাখুন অথবা আমাকে ই-মেইল করুন।

আমার প্রিয় উক্তিসমূহ সম্পাদনা

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।।

শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে

ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে।।

তারকা রবি শশী খেলনা তব হে উদাসী

পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।

নিত্য তুমি হে উদার সুখে-দুখে অবিকার।

হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে।।

- কাজী নজরুল ইসলাম

‘ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।’ - আবদুল কালাম


উইকিপিডিয়ায় অবদান সম্পাদনা

অংশগ্রহন সম্পাদনা

১. উইকিপিডিয়া ১৫/অনলাইন (উইকিপিডিয়ার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে)

২. অনলাইন এডিটাথন/২০১৬/ভারতীয় ভৌগোলিক স্বীকৃতি এডিটাথন

আমার অর্জন সম্পাদনা

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৩৮, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)