ব্যবহারকারী:খাত্তাব হাসান/কার্যক্রম

কার্যক্রম
সম্পাদনা

আমার মূল আগ্রহ মধ্যযুগের মুসলিম সাম্রাজ্যসমূহ। এছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোতেও কমবেশি কাজ করি।

আইয়ুবীয় রাজবংশ পাতার কাজ খেলাঘরে[১] বাকি থাকলেও আইয়ুবীয় সালতানাতের মূল সুলতানদের নিবন্ধগুলো অনুবাদ করা হয়েছে। তবে হিমস, সিরিয়া ইত্যাদির প্রাদেশিক সুলতানদের নিবন্ধ অনুবাদ অনেকগুলো বাকি রয়েছে। এতদ্ব্যতীত আইয়ুবীয়দের অংশ নেওয়া সামরিক অভিযানগুলোর অনুবাদ করাও বাকি রয়েছে।

মিশরের মামলুক সুলতানদের নিবন্ধগুলোর অনুবাদ চলমান অবস্থায় আচানক থেমে গেছে। ১৩৪০ সাল পর্যন্ত প্রায় অনুবাদ সম্পন্ন হয়েছে। অভিযানগুলোর অনুবাদ বাকি।

উসমানীয় সাম্রাজ্যের অনুবাদগুলো বিক্ষিপ্তভাবে চলমান। আপাতত সামরিক বাহিনীর পদকগুলো অনুবাদ করতে হবে। আইয়ুবীয় ও মামলুকদের শেষ করে উসমানীয়দের নিয়ে গুছিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

  1. অল্প অল্প কাজটা করার চেষ্টা করছি।