বৈকুণ্ঠ মানন্ধর
বৈকুণ্ঠ মানন্ধর (নেপালি: वैकुण्ठ मानन्धर; জন্ম ২৪ ডিসেম্বর ১৯৫১) একজন নেপালি ম্যারাথন দৌড়বিদ, যিনি ১৯৭৬ থেকে ১৯৮৮ পর্যন্ত টানা চারটি অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [১] দক্ষিণ এশিয়ান গেমসে তিনি টানা তিনটি স্বর্ণপদক জিতেছেন। তায়কোয়ান্দোতে টানা ৮টি স্বর্ণপদক জিতে তার রেকর্ড ভেঙে দেন দীপক বিস্তা। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Baikuntha Manandhar Olympic Results"। Sports-Reference.com এ অলিম্পিক। স্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ Thapa, Dinesh (২০১৪-০২-০৭)। "SAG record holders Deepak and Baikuntha receive Rs 2.5 million each"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে বৈকুণ্ঠ মানন্ধর (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় বৈকুণ্ঠ মানন্ধর (ইংরেজি)