বেল্জ মহা উপাসনালয়
বেল্জ মহা উপাসনালয় (হিব্রু ভাষায়: בעלזא בית המדרש הגדול, বেল্জ বেইশ হা'মিদরাশ হা'গাডোল) হলো ইসরায়েলের বৃহত্তম ইহুদি প্রার্থনালয়। এটি একইসাথে বিশ্বের বৃহত্তম ইহুদি উপাসনালয়।[১] এই উপাসনালয়টি বেল্জ হাসিদীয় সম্প্রদায় বিশ্বের সমস্ত সমর্থক ও শুভাকাঙ্খীদের অনুদানের অর্থ দিয়ে নির্মাণ করেছে।
বেল্জ মহা উপাসনালয় | |
---|---|
בעלזא בית המדרש הגדול | |
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হাসিদীয় ইহুদি ধর্ম |
ধর্মীয় অনুষ্ঠান | নুসাখ শেফারদ |
নেতৃত্ব | রাব্বাই ইশাচার ডোভ রোকেয়াখ |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | জেরুসালেম, ইসরায়েল |
স্থানাঙ্ক | ৩১°৪৭′৪৯.৬৪″ উত্তর ৩৫°১২′২৭.৩৯″ পূর্ব / ৩১.৭৯৭১২২২° উত্তর ৩৫.২০৭৬০৮৩° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | ইহুদি প্রার্থনালয় |
স্থাপত্য শৈলী | সিনেগোগ স্থাপত্যশৈলী |
সম্পূর্ণ হয় | ২০০০ |
নির্দিষ্টকরণ | |
সম্মুখভাগের দিক | পূর্ব |
ধারণক্ষমতা | ৪,০০০ এর অধিক |
ওয়েবসাইট | |
https://www.worldofbelz.org/see-the-shul/ |
অবস্থানসম্পাদনা
বেল্জ মহা উপাসনালয় জেরুসালেমের কিরইয়াত বেল্জ শহরতলির ৭ পঞ্চম বিনাত ইশাচার স্ট্রিটে অবস্থিত।
পরিকল্পনাসম্পাদনা
১৯৮০ সালের দিকে পঞ্চম বেল্জার রাব্বাই ইশাচার দোভ রোকেয়াখ জেরুসালেমের কিরইয়াত বেল্জ শহরতলিতে একটি ইহুদি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করেন। চারটি স্ট্রিট থেকে প্রবেশের জন্য চারটি প্রবেশপথ যুক্ত বিশিষ্ট ভবনটির জন্য নকশা করা হয়েছিলো যা ছিলো ১৮৪৩ সালের বেল্জ শহরে প্রথম বেল্জ রাব্বাই শালোম রোকেয়াখ দ্বারা নির্মিত উপাসনালয়টির নকশার অনুরূপ। ভবনটির নকশায় মূল উপাসনা কক্ষ, ছোট অধ্যয়ন কক্ষ, বিবাহ কক্ষ, বার মিটজাহ কক্ষ, পাঠাগার এবং অন্যান্য কক্ষ বিদ্যমান ছিলো।
নির্মাণসম্পাদনা
১৯৮০ ও ১৯৯০ এর দশকে নেসেট ঘরটি নির্মাণের জন্য বেল্জার হাসিদিম সম্প্রদায় কর্তৃক অনুদান প্রকল্পের সূচনা করা হয়েছিলো।
পূর্ববর্তী বেইথ নেসেটটির মত এই উপাসনালয়টি নির্মাণে ১৫ বছর লেগেছিলো। নির্মাণ কাজ শেষে এটি ২০০০ সালে উন্মুক্ত করে দেওয়া হয়।
এর মূল উপাসনা কক্ষে ২,৫৮৪ জন ইহুদি ধর্মালম্বী বসতে পারে। এর ১২ মিটার উঁচু ও ১৮ টন ওজন বিশিষ্ট অলঙ্কৃত কাঠের তৈরি তোরাহ সিন্দুকটির নাম গিনেস বিশ্ব রেকর্ডের তালিকায় রয়েছে যা ৭০টি তোরাহ পাণ্ডুলিপি বহনে সক্ষম।[২] এই উপাসনালয়ে আছে ১৮ ফুট (৫.৫ মি) উচ্চতা ও ১১ ফুট (৩.৪ মি) প্রস্থতা বিশিষ্ট নয়টি ঝাড়বাতি যাতে দুই লক্ষ চেক স্ফটিকের টুকরো বিদ্যমান।
উপাসনালয়ে থাকা তোরাহ সিন্দুকটির পাশে কাঁচের বাক্সে রাখা কাঠের চেয়ার ও ডেস্ক রাব্বাই আহারোন রোকেয়াখ ১৯৪৪ সালে ফিলিস্তিন ভ্রমণকালে ব্যবহার করেছিলেন।[৩]
ভবন বিন্যাসসম্পাদনা
মূল উপাসনা কক্ষটি শুধুমাত্র সাব্বাথ ও ইহুদি পবিত্র দিবসগুলোতে ব্যবহার করা হয় অন্যদিকে সাপ্তাহিক উপাসনার অনুষ্ঠানগুলো উপাসনালয়ের ক্ষুদ্রতর কক্ষগুলোতে পরিচালনা করা হয়ে থাকে। মূল উপাসনা কক্ষে একাধিক তলা বিদ্যমান। তলাগুলো সরাসরি মূল কক্ষের অধীনে অনেকগুলো ছোট ছোট উপাসনা কক্ষে বিভক্ত যেগুলোকে শটিব্লাখ বলা হয় যেখানে প্রতি দশ মিনিটে শাখারিত, মিনখা ও মারিভ আয়োজন হয়ে থাকে। পার্শ্ববর্তী অংশে আরেকটি বৃহৎ কক্ষ হাসিদীয় সম্প্রদায়ের তিশেন উৎসবের জন্য ব্যবহৃত হয়ে থাকে। শটিব্লাখ এর নিচে অনেকগুলো তলায় ইসরায়েলের বাইরে থেকে আসা বেল্জার হাসিদিমের রাব্বাইদের ঘুমানোর জন্য কক্ষ রয়েছে যারা বিভিন্ন ইহুদি পবিত্র দিবসে ইসরায়েলে যান। উপাসনালয়টিতে অন্যান্য কাজের জন্য বড় কক্ষ বিদ্যমান যেমন সাব্বাথের বিকেলে শেউদাহ শ্লিশিট, বিবাহ অনুষ্ঠান এবং বার মিটজাহ উৎসব ইত্যাদি।
উপাসনালয়ে নিকটে বেল্জার রাব্বাই ও তার পরিবারের জন্য দুই তলা বিশিষ্ট একট বাড়ি রয়েছে। সেই বাড়িতে রাব্বাইয়ের দপ্তর ও অতিথি কক্ষের সাথে পরিবারের জন্য কক্ষ বিদ্যমান। বাড়ির উপর তলার বারান্দামুখী উপাসনালয়ের প্রাঙ্গনে হাসিদিমগণ রাব্বাইয়ের আমন্ত্রণে উৎসব সহ বিভিন্ন উদ্দেশ্যে তাঁবুর নিচে জড় হন।[৪][৫]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ জ্যাকব সলোমন (৪ সেপ্টেম্বর ২০১৪)। "Belz of Jerusalem, the Largest Synagogue in the World"। হারিটজ (ইংরেজি ভাষায়)।
- ↑ "The Belz Great Synagogue"। গো জেরুসালেম (ইংরেজি ভাষায়)।
- ↑ Spiegel, Yisroel (২৮ জুন ২০০০)। "The Belz Beis Medrash in Yerushalayim: Full Circle"। De'iah Ve'Dibur। ৪ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১০।
- ↑ Eichler, Rabbi Yisrael. The Belz Bar Mitzvah: Forging another link in the chain. Hamodia, March 6, 2008, pp. A17-A18.
- ↑ "Video and Photos: Grand Bar Mitzvah of Grandson of Belzer Rebbe Being Held Tonight"। matzav.com। ১৪ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১০।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে বেল্জ মহা উপাসনালয় সম্পর্কিত মিডিয়া দেখুন।
- বেল্জ ওয়ার্ল্ড: শুল দর্শন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০২১ তারিখে