বেলতৈল ইউনিয়ন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একটি ইউনিয়ন

বেলতৈল ইউনিয়ন হলো বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত করতোয়া নদীর পশ্চিম দিকে গড়ে উঠা শাহজাদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল।[][]

বেলতৈল
ইউনিয়ন
বেলতৈল ইউনিয়ন
বেলতৈল রাজশাহী বিভাগ-এ অবস্থিত
বেলতৈল
বেলতৈল
বেলতৈল বাংলাদেশ-এ অবস্থিত
বেলতৈল
বেলতৈল
বাংলাদেশে বেলতৈল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১১.১′ উত্তর ৮৯°৩৯.২′ পূর্ব / ২৪.১৮৫০° উত্তর ৮৯.৬৫৩৩° পূর্ব / 24.1850; 89.6533
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাসিরাজগঞ্জ জেলা
উপজেলাশাহজাদপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়নবেলতৈল ইউনিয়ন
আয়তন
 • মোট৩২.১৬ বর্গকিমি (১২.৪২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪১,২৪৪
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৭৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন

সম্পাদনা

বেলতৈল ইউনিয়নটি শাহজাদপুর উপজেলা থেকে ৮ কিলোমিটার দূ্রত্বে অবস্থিত। এর পূর্বে জালালপুর ইউনিয়ন, পশ্চিমে হাবিবুল্লাহনগর ইউনিয়ন দক্ষিণে কৈজুরী ইউনিয়ন, উত্তরে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন

ইতিহাস

সম্পাদনা

বেলতৈল ইউনিয়ন হলো বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত করতোয়া নদীর পশ্চিম দিকে গড়ে উঠা শাহজাদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন বিশাল জনসংখ্যা অধ্যুষিত এলাকা বেলতৈল ইউনিয়ন। এর আয়তন-৯০১২ একর (৩২.১৬ বর্গ কি.মি) এবং সীমা-১২.৪০ বর্গমাইল। জনসংখ্যা প্রায় ৪১২৪৪ জন । বেলতৈল ইউনিয়ন-এ শতকরা ৯৫% মুসলমান, ৫% অন্যান্য ধর্মাম্বধী । শতকরা ৭০% লোক কৃষি, তাঁত এর উপর নির্ভরশীল। এখানে ধান, পাট, আলু, শরিষাসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়। এখানে ১টি উচ্চ বিদ্যালয়, ৭টি মাদরাসা, ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ০১টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ২টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। কাল পরিক্রমায় আজ বেলতৈল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও তাঁত শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

নদ-নদী ও যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

একসময় বেলতৈল ইউনিয়নের সাথে অন্যান্য অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম ছিল নৌপথ। বর্তমানে এই ইউনিয়নের সাথে প্রধান যোগাযোগ মাধ্যম হলো সড়ক পথ।

  • বেতকান্দি বিল ও জলাশয়
  • বেলতৈল পুকুর
  • চর বেলতৈল খাস পুকুর
  • চর বেলতৈল দিঘর পুকুর

অর্থনীতি

সম্পাদনা
  • হাট-বাজার - ১০ টি
  • ক্ষুদ্র ও কুটির শিল্প - ৩০ টি
  • ব্যাংক - ১ টি (অগ্রণী ব্যাংক বেলতৈল শাখা)

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

বেলতৈল ইউনিয়নের একমাত্র প্রশাসনিক কার্যক্রম কেন্দ্র হল ঘোড়শাল বাজার। প্রসাশনিক ভবনটি ঘোড়শাল বাজারেই অবস্থিত।

  • মৌজা - ১৩ টি (১৭ টি ভাগ)
  • গ্রাম - ২৮
  • ওয়ার্ড - ৯ টি
বেলতৈল ইউনিয়নের মৌজা ও গ্রাম
ক্রমিক নং মৌজার নাম গ্রামের নাম ওয়ার্ড নং খানার সংখ্যা
সাতবাড়ীয়া সাতবাড়ীয়া উত্তর ৩৬০ টি
কুঠিসাতবাড়ীয়া ৩৫৩ টি
বাটিজ্যপাড়া ২৩১ টি
আগনুকালী আগনুকালী ৬২৬ টি
লিচিনপুর ১৯২ টি
মালতীডাঙ্গা মালতীডাঙ্গা পঃ ৩০৪ টি
সাতবাড়ীয়া সাতবাড়ীয়া দঃ ৫৫০ টি
তেলকুপি তেলকুপি ২২১ টি
আগবেড়া আগবেড়া ১৪৩ টি
১০ ভেন্নাগাছি ২২৪ টি
১১ বেতকান্দী বেতকান্দী ১৯৫ টি
১২ ঘোড়শাল হাটবেতকান্দী ১১১ টি
১৩ মালতীডাঙ্গা মালতীডাঙ্গা পূর্ব ৩০৩ টি
১৪ চরবেতকান্দী চরবেতকান্দী ৩২৯ টি
১৫ শিবরামপুর ২৪০ টি
১৬ খাকদিয়ার ১৬৫ টি
১৭ সেনবেতকান্দী ২৪০ টি
১৮ মোহাম্মদপুর ২৩৫ টি
১৯ মরাকাদাই মরাকাদাই ১৮৯ টি
২০ কাদাইবাদলা কাদাইবাদলা ৪৯৮ টি
২১ চরকাদাই ৪১৮ টি
২২ ঘোড়শাল ঘোড়শাল ১০৯০ টি
২৩ বেলতৈল দিঘরবেলতৈল ২৩৬ টি
২৪ চরবেলতৈল ৩৮৭ টি
২৫ গোপিনাথপুর গোপিনাথপুর ৩৪৬ টি
২৬ বেলতৈল চক বাশবাড়ীয়া ১১৭ টি
২৭ ধরজামতৈল ধরজামতৈল ২৯১ টি
২৮ বাশবাড়ীয়া ৪৬৭ টি
মোট = ১৩ টি ২৮ টি ৯ টি ৯০৬১ টি

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুসারে বেলতৈল ইউনিয়নের জনসংখ্যা ৪১,২৪৪ জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১,৩০০ জন (প্রায়)।

বেলতৈল ইউনিয়নের গ্রামভিত্তিক লোকসংখ্যা
ক্রমিক

নং

মৌজার নাম গ্রামের নাম ওয়ার্ড

নং

খানার

সংখ্যা

জনসংখ্যা মোট জনসংখ্যা
পুরুষ মহিলা
সাতবাড়ীয়া সাতবাড়ীয়া উত্তর ৩৬০ টি ৭২৫ জন ৭১৪ জন ১৪৩৯ জন
কুঠিসাতবাড়ীয়া ৩৫৩ টি ৭৮৬ জন ৭৭৩ জন ১৫৫৯ জন
বাটিজ্যপাড়া ২৩১ টি ৪৮২ জন ৪৭৪ জন ৯৫৬ জন
আগনুকালী আগনুকালী ৬২৬ টি ১৪৫৯ জন ১৪০৯ জন ২৮৬৮ জন
লিচিনপুর ১৯২ টি ৪১৩ জন ৪৫৪ জন ৮৬৭ জন
মালতীডাঙ্গা মালতীডাঙ্গা পঃ ৩০৪ টি ৬৮৬ জন ৬৯৬ জন ১৩৮২ জন
সাতবাড়ীয়া সাতবাড়ীয়া দঃ ৫৫০ টি ১৫৮৪ জন ১২৮৫ জন ২৮৬৯ জন
তেলকুপি তেলকুপি ২২১ টি ৫১৯ জন ৫৩২ জন ১০৫১ জন
আগবেড়া আগবেড়া ১৪৩ টি ৩২১ জন ৩৩২ জন ৬৫৩ জন
১০ ভেন্নাগাছি ২২৪ টি ৪৮৭ জন ৫০৯ জন ৯৯৬ জন
১১ বেতকান্দী বেতকান্দী ১৯৫ টি ৪০২ জন ৩৭৫ জন ৭৭৭ জন
১২ ঘোড়শাল হাটবেতকান্দী ১১১ টি ২২৯ জন ২৪৮ জন ৪৭৭ জন
১৩ মালতীডাঙ্গা মালতীডাঙ্গা পূর্ব ৩০৩ টি ৭০৫ জন ৬৯৩ জন ১৩৯৮ জন
১৪ চরবেতকান্দী চরবেতকান্দী ৩২৯ টি ৭০২ জন ৭০৯ জন ১৪১১ জন
১৫ শিবরামপুর ২৪০ টি ৪৮৩ জন ৪৯৬ জন ৯৭৯ জন
১৬ খাকদিয়ার ১৬৫ টি ৩১৯ জন ২৯৯ জন ৬১৮ জন
১৭ সেনবেতকান্দী ২৪০ টি ৪৮৫ জন ৪৮৫ জন ৭৩০ জন
১৮ মোহাম্মদপুর ২৩৫ টি ৫৫৬ জন ৫৪৮ জন ১১০৪ জন
১৯ মরাকাদাই মরাকাদাই ১৮৯ টি ৪১৮ জন ৪১৮ জন ৮৩৬ জন
২০ কাদাইবাদলা কাদাইবাদলা ৪৯৮ টি ১১৯০ জন ১২৩৫ জন ২৪২৫ জন
২১ চরকাদাই ৪১৮ টি ৯৩৪ জন ৯৮৭ জন ১৯২১ জন
২২ ঘোড়শাল ঘোড়শাল ১০৯০ টি ২৪৬০ জন ২৪৭৬ জন ৪৯৩৬ জন
২৩ বেলতৈল দিঘরবেলতৈল ২৩৬ টি ৫১১ জন ৫১৩ জন ১০২৪ জন
২৪ চরবেলতৈল ৩৮৭ টি ৯৩৪ জন ৯৭৭ জন ১৯১১ জন
২৫ গোপিনাথপুর গোপিনাথপুর ৩৪৬ টি ৭০০ জন ৭৩৭ জন ১৪৩৭ জন
২৬ বেলতৈল চক বাশবাড়ীয়া ১১৭ টি ২৭৯ জন ২৭৬ জন ৫৫৫ জন
২৭ ধরজামতৈল ধরজামতৈল ২৯১ টি ৮০০ জন ৭৫৬ জন ১৫৫৬ জন
২৮ বাশবাড়ীয়া ৪৬৭ টি ১১২৮ জন ১১৪১ জন ২২৬৯ জন
মোট ১৩ টি ২৮ টি ৯ টি ৯০৬১ টি ২০৬৯৭ জন ২০৫৪৭ জন ৪১২৪৪ জন


শিক্ষা

সম্পাদনা
  • শিক্ষার হার - ৭৫%

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
  • ১. সাতবাড়িয়া ডিগ্রী কলেজ
  • ২. খাষ সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়
  • ৩. ওমর বিন খাত্তাব মাদ্রাসা
  • ৪. নুরনাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়
  • ৫. আব্দুস সামাদ আজাদ টেকনিক্যাল কলেজ
  • ৬. তাপসী রাবেয়া মহিলা কলেজ
  • ৭. বেলতৈল উচ্চ বিদ্যালয়
  • ৮. ঘোড়শাল সাহিত্যিক বরকতউল্লাহ ডিগ্রী কলেজ
  • ৯. ঘোড়শাল আদর্শ বালিকা বিদ্যালয়
  • ১০.ঘোড়শাল জোবায়দা বরকতুল্লাহ দাখিল মাদ্রাসা
  • ১১.ঘোড়শাল দারুসসালাম ক্যাডেট মাদ্রাসা
  • ১২.চর বেতকান্দি দাখিল মাদ্রাসা
  • ১৩.ঘোড়শাল মেধা বিকাশ কিন্ডার র্গাটেন
  • ১৪.ঘোড়শাল মাতৃছায়া বিদ্যাপিঠ
  • ১৫.ঘোড়শাল কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা

ধর্মীয় প্রতিষ্ঠান

সম্পাদনা
  • মসজিদ - ৩২ টি,
  • মন্দির - ৮ টি।

দর্শনীয় স্থান

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান - মোঃ রফিকুল ইসলাম

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বেলতৈল ইউনিয়ন"beltailup.sirajganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৭ 
  2. "শাহজাদপুর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা