বেরস্খট ফুটবল ক্লাব আন্টভের্প

(বেরস্খট ফুটবল ক্লাব এন্টওয়ার্প থেকে পুনর্নির্দেশিত)

কনিঙ্কলিয়েকে বেরস্খট ভোয়েতবালক্লাব আন্টভের্প (ওলন্দাজ: Koninklijke Beerschot Voetbalclub Antwerpen, ইংরেজি: K Beerschot VA; এছাড়াও কে বেওস্খট ভিএ অথবা বেরস্খট ফুটবল ক্লাব আন্টভের্প অথবা শুধুমাত্র বেরস্খট নামে পরিচিত) হচ্ছে আন্টভের্প ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব।[৪] এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বেরস্খট তাদের সকল হোম ম্যাচ আন্টভের্পের অলিম্পিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,৭৭১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এরনান লোসাদা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রঁসোয়া ভ্রাকেন। বেলজীয় গোলরক্ষক মাইক ভানহামেল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বেরস্খট
পূর্ণ নামকনিঙ্কলিয়েকে বেরস্খট ভোয়েতবালক্লাব আন্টভের্প
ডাকনামডে কিলসে রাটেন
ডে মানেকেস
বেগুনি সাদা সৈন্য
প্রতিষ্ঠিত১৮৯৯; ১২৫ বছর আগে (1899)
মাঠঅলিম্পিক স্টেডিয়াম[১]
ধারণক্ষমতা১২,৭৭১[২][৩]
সভাপতিবেলজিয়াম ফ্রঁসোয়া ভ্রাকেন
ম্যানেজারআর্জেন্টিনা এরনান লোসাদা
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০৫ম (উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০ 
  2. "Het Olympisch Stadion op het Kiel"। ৩০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০ 
  3. "Archived copy"। Archived from the original on ২০১৮-০৩-৩০। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০২  kfco.ibiscommunications.be (last check 30/03/2018)
  4. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:বেরস্খট ফুটবল ক্লাব আন্টভের্প টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ