বেঞ্জামিন জেমস চিলওয়েল (ইংরেজি: Ben Chilwell; জন্ম: ২১ ডিসেম্বর ১৯৯৬; বেন চিলওয়েল নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

বেন চিলওয়েল
২০১৫ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে চিলওয়েল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বেঞ্জামিন জেমস চিলওয়েল[১]
জন্ম (1996-12-21) ২১ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭)[২]
জন্ম স্থান মিল্টন কেইনেস, ইংল্যান্ড
উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি)[৩]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়[৪]
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর
যুব পর্যায়
উবার্ন লায়ন্স[৫]
ব্লেচলি যুব
0000–২০১০ রাশডেন অ্যান্ড ডায়মন্ডস
২০১০–২০১৫ লেস্টার সিটি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫– লেস্টার সিটি ৯৮ (৪)
২০১৫–২০১৬হাডার্সফিল্ড টাউন (ধার) (০)
জাতীয় দল
২০১৪ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১৪–২০১৫ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯[৬] (০)
২০১৫ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০[৭] (১)
২০১৬–২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১[৮] ১০ (০)
২০১৮– ইংল্যান্ড ১১ (০)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 ইংল্যান্ড-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা নেশনস লিগ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৯
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৩২, ৪ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৩২, ৪ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইংরেজ ফুটবল ক্লাব উবার্ন লায়ন্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে চিলওয়েল ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি ব্লেচলি যুব রাশডেন অ্যান্ড ডায়মন্ডস এবং লেস্টার সিটির মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, লেস্টার সিটির মূল দলের সাথে চুক্তিবদ্ধ হলেও দলের হয়ে একটিও ম্যাচ না খেলে একই মৌসুমে তিনি ধারে হাডার্সফিল্ড টাউনে যোগদান করেন, যেখানে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবনের প্রথম ম্যাচটি খেলেন। তিনি হাডার্সফিল্ড টাউনে ১ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ৮টি ম্যাচ খেলেছেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে, হাডার্সফিল্ড টাউনের হয়ে ধারে এক মৌসুম খেলার পর পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Squads for 2016/17 Premier League confirmed"। Premier League। ১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  2. "B. Chilwell: Summary"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  3. "Ben Chilwell: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  4. "Ben Chilwell"। Leicester City F.C.। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  5. "Ben Chilwell: My story"। The Football Association। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৮ 
  6. "England's matches: The under 19's: 2010–20"England Football Online। ৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  7. "England's matches: The under 20s"England Football Online। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  8. "England's matches: The under 21's: 2010–20"England Football Online। ২৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা