বেঞ্জামিন লুইস উইলমট (ইংরেজি: Ben Wilmot, ইংরেজি উচ্চারণ: /ben wɪlmɒt/; জন্ম: ৩ নভেম্বর ১৯৯৯; বেন উইলমট নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব ওয়াটফোর্ড এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

বেন উইলমট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বেঞ্জামিন লুইস উইলমট[১]
জন্ম (1999-11-04) ৪ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৪)[২]
জন্ম স্থান স্টিভেনেজ, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[২]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওয়াটফোর্ড
জার্সি নম্বর
যুব পর্যায়
0000–২০১৪ হিচিন টাউন
২০১৪–২০১৭ স্টিভেনেজ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৮ স্টিভেনেজ ১০ (০)
২০১৮– ওয়াটফোর্ড ২৬ (১)
২০১৯উদিনেসে (ধার) (০)
২০১৯–২০২০সোয়ানসি সিটি (ধার) ২১ (২)
জাতীয় দল
২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ (০)
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৯–২০২১ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৩১, ৭ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩১, ৭ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইংরেজ ফুটবল ক্লাব হিচিন টাউনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে উইলমট ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে স্টিভেনেজের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, ইংরেজ ক্লাব স্টিভেনেজের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; স্টিভেনেজের হয়ে তিনি ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতঃপর ২০১৮–১৯ মৌসুমে তিনি ওয়াটফোর্ডে যোগদান করেছেন। তিনি ২০১৯–২০ মৌসুমে ধারে ইতালীয় ক্লাব উদিনেসের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৫ ম্যাচে অংশগ্রহণকরেছেন। পরবর্তীকালে, তিনি সোয়ানসি সিটির হয়ে খেলেছেন।

২০১৮ সালে, উইলমট ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ব্যক্তিগতভাবে, উইলমট বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭–১৮ মৌসুমে ইএফএল লিগ টু বর্ষসেরা শিক্ষার্থীর পুরস্কার জয় অন্যতম।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

বেঞ্জামিন লুইস উইলমট ১৯৯৯ সালের ৩রা নভেম্বর তারিখে ইংল্যান্ডের স্টিভেনেজে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবার নাম রিচার্ড উইলমট, যিনি স্টিভেনেজের হয়ে ১৫০টিরও বেশি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[৩][৪]

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

উইলমট ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ২৪শে মার্চ তারিখে তিনি লাতভিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫] তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৬] তিনি ২০২০ সালের ১৩ই নভেম্বর তারিখে ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের গ্রুপ ৩-এর ম্যাচে অ্যান্ডোরা অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Notification of shirt numbers: Swansea City" (পিডিএফ)। English Football League। পৃষ্ঠা 71। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  2. "Profile"। 11v11। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯ 
  3. "Boroguide – Ben Wilmot"। Boroguide। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  4. "Boroguide – Richard Wilmot"। Boroguide। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  5. "England U19 - Latvia U19, Mar 24, 2018 - UEFA EURO U19 Championship Qualifiers - Match sheet"Transfermarkt। ২৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  6. "England MU21 squad named for UEFA U21 Euro Group Stages un Slovenia"দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 
  7. "England-Andorra - Under-21"UEFA.com। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা