বেদ প্রকাশ মালিক (জন্মঃ ১ নভেম্বর ১৯৩৯) ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর ১৯তম প্রধান কর্মকর্তা ছিলেন। তিনি এ পদে ৩০ সেপ্টেম্বর ১৯৯৭ সাল থেকে ৩০ সেপ্টেম্বর ২০০০ তারিখ পর্যন্ত বহাল ছিলেন, তিনি সেনাপ্রধান থাকাকালীন সময়ই কার্গিল যুদ্ধ সংঘটিত হয়।[][]

জেনারেল

বি পি মালিক

পিভিএসএম, এভিএসএম
জন্ম (1939-11-01) ১ নভেম্বর ১৯৩৯ (বয়স ৮৪)
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, ব্রিটিশ ভারত (এখন পাকিস্তান)
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৫৯ - ২০০০
পদমর্যাদা জেনারেল
ইউনিটশিখ লাইট ইনফ্যান্ট্রি
নেতৃত্বসমূহ সাউদার্ন কমান্ড (ভারত)
৮ম ডিভিশন
১০ম ব্যাটেলিয়ন, শিখ লাইট ইনফ্যান্ট্রি
যুদ্ধ/সংগ্রামকার্গিল যুদ্ধ
অপারেশন ক্যাকটাস
পুরস্কার
  • পরম বিশিষ্ট সেবা মেডেল
  • অতি বিশিষ্ট সেবা মেডেল

সামরিক জীবন

সম্পাদনা

১৯৩৯ সালের ১ নভেম্বর জন্ম নেন কার্গিল যুদ্ধের এই ভারতীয় প্রধান সেনাপতি। তার জন্ম হয়েছিলো বর্তমান পাকিস্তানস্থ উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে।

মালিক কমিশন পান ১৯৫৯ সালের ৭ জুন ভারতীয় সেনাবাহিনীর ৩য় শিখ হালকা পদাতিক রেজিমেন্টে। তিনি কমিশন পাওয়ার পূর্বে ন্যাশনাল ডিফেন্স একাডেমী সহ দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতেও অধ্যায়ন করেছেন।

তিনি জম্মু-কাশ্মীর অঞ্চলে একটি পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে 'অতি বিশিষ্ট সেবা ম্যাডেল' পদক লাভ করেন।

১৯৮৯ এর ডিসেম্বরে তাকে একটি মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং-এর দায়িত্ব দেওয়া হয় এবং ১৯৯২ সালের আগস্টে তিনি পাঞ্জাব প্রদেশে একটি বড় সেনাদলের নেতৃত্ব দেন এবং ঐ অঞ্চলে জঙ্গীবাদবিরোধী সামরিক অভিযান পরিচালনা করেন।

১৯৯৫ সালের জুলাই মাসে বেদ ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় অংশের প্রধান আদেশদানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এবং পরের বছরের আগস্টে তাকে সেনাসদরে 'ভাইস চীফ অব দ্য আর্মি স্টাফ' (উপসেনাপ্রধান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সম্মাননা ও ভূষণ

সম্পাদনা
   
       
       
       
পরম বিশিষ্ট সেবা পদক
অতি বিশিষ্ট সেবা পদক
সামান্য সেবা পদক
পূরবী স্টার
বিশেষ সার্ভিস পদক
রক্ষা পদক
সংগ্রাম পদক
সৈন্য সেবা পদক
হাই এলটিচুড সার্ভিস পদক
৫০তম স্বাধীনতা বার্ষিকী পদক
২৫তম স্বাধীনতা বার্ষিকী পদক
৩০ বছর দীর্ঘকালীন সার্ভিস পদক
২০ বছর দীর্ঘকালীন সার্ভিস পদক
৯ বছর দীর্ঘকালীন সার্ভিস পদক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Wait and watch then talk with Pak, says Gen Malik"Indian Express। ১৩ নভেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১১ 
  2. Abidi, S. Sartaj Alam; Sharma, Satinder (২০০৭)। Services chiefs of India। Northern Book Centre। পৃষ্ঠা 84–85। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা
সামরিক দপ্তর
পূর্বসূরী
শঙ্কর রায় চৌধুরী
সেনাবাহিনী প্রধান
১৯৯৭-২০০০
উত্তরসূরী
সুন্দররজন পদ্মনবন