বেডরুম (চলচ্চিত্র)
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
বেডরুম ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মৈনাক ভৌমিক পরিচালিত ভারতীয় বাংলা নাট্য চলচ্চিত্র।[১] প্রধান চরিত্র ভূমিকায় অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঊষসী চক্রবর্তী, পার্ণো মিত্র, পাওলি দাম, রাহুল বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অনুব্রত বসু এবং অন্যান্য।
বেডরুম | |
---|---|
পরিচালক | মৈনাক ভৌমিক |
প্রযোজক | রানা সরকার |
রচয়িতা | মৈনাক ভৌমিক |
চিত্রনাট্যকার | মৈনাক ভৌমিক |
শ্রেষ্ঠাংশে | রাহুল বন্দ্যোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় পাওলি দাম পার্ণো মিত্র ঊষসী চক্রবর্তী রুদ্রনীল ঘোষ তনুশ্রী চক্রবর্তী বিক্রম চট্টোপাধ্যায় |
সুরকার | রূপম ইসলাম এবং এ্যালেন এও |
চিত্রগ্রাহক | সুপ্রিয় দত্ত |
সম্পাদক | শমিক চট্টোপাধ্যায় |
পরিবেশক | দাগ ক্রিয়েটিভ মিডিয়া |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনাসঙ্গীত
সম্পাদনাসুর ও সঙ্গীত পরিচালনা করেন রূপম ইসলাম ও এ্যালেন এও
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bedroom Movie Review"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বেডরুম (ইংরেজি)