বেঙ্গল ফাউন্ডেশন

বাংলাদেশী সাংস্কৃতিক সংস্থা

বেঙ্গল ফাউন্ডেশন হল একটি বাংলাদেশি অলাভজনক এবং দাতব্য সংস্থা। এর সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। ফাউন্ডেশনটি বাংলাদেশে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য অধিক পরিচিত।

বেঙ্গল ফাউন্ডেশন
logo
নীতিবাক্যA trust for the arts
গঠিত১৯৮৬; ৩৮ বছর আগে (1986)
প্রতিষ্ঠাতাআবুল খায়ের লিটু
প্রতিষ্ঠাস্থানবাংলাদেশ
ধরনট্রাস্ট
আইনি অবস্থাActive
সদরদপ্তরবেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
অবস্থান
স্থানাঙ্ক২৩°৪৫′১২″ উত্তর ৯০°২২′১১″ পূর্ব / ২৩.৭৫৩৩৮৪৯° উত্তর ৯০.৩৬৯৮১১৫° পূর্ব / 23.7533849; 90.3698115
মালিকবেঙ্গল গ্রুপ
চেয়ারম্যান
আবুল খায়ের লিটু[]
সহায়করাকালি ও কলম
ওয়েবসাইটbengalfoundation.org

প্রকল্পসমূহ

সম্পাদনা

চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র

সম্পাদনা

বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত এবং প্রযোজিত চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রগুলো নিম্নরূপ-

  • ছবির দেশের ছবি - জলরং কর্মশালা
  • ঢাকা আর্ট ক্যাম্প ২০০৬ - ঢাকা আর্ট ক্যাম্প
  • পোট্রেইট অব এন অলুভিয়াল আর্টিস্ট (একটি জলাবদ্ধ শিল্পীর প্রতিকৃতি) - শিল্পী কালিদাস কর্মকার সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • অন্তর্বীক্ষণ - স্বপন চৌধুরী সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • সময় খনন - দিলারা বেগম জলি সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • জলগোধুলী - ফরিদা জামান সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • গরানের গহীনে - আবদুর রাজ্জাক সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।

বেঙ্গল পাবলিকেশনস

সম্পাদনা

বেঙ্গল পাবলিকেশনস বেঙ্গল ফাউন্ডেশন পরিচালিত একটি প্রকাশনা কেন্দ্র।

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

সম্পাদনা

লক্ষ্য

সম্পাদনা

বেঙ্গল ফাউন্ডেশন বাঙালি সংস্কৃতি দেশ বিদেশে প্রচার ও প্রসারের জন্য উচ্চমানের জ্ঞানকোষ তৈরি ও বিকাশ করার উদ্যোগ নিয়েছে।

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

সম্পাদনা

বর্তমানে বেঙ্গল ফাউন্ডেশন মোট চারটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। অ্যাপ্লিকেশনগুলো হল-

  • বেঙ্গল ই-বই
বাংলা বইয়ের একটি সমৃদ্ধ ই-বুক সংগ্রহশালা
সংবাদ এবং ম্যাগাজিন প্রকাশনা
  • আই.সি.ই টুডে
সংবাদ প্রকাশমাধ্যম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Staff Correspondent (ফেব্রুয়ারি ৩, ২০১৭)। "Prof Anisuzzaman flown to Bangkok for treatment"The Daily Star (Bangladesh)। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১৭Bengal Foundation Chairman Abul Khair are accompanying Anisuzzaman. 

বহিঃসংযোগ

সম্পাদনা