বৃহদ্রথ মৌর্য

(বৃহদ্রথ মৌর্য্য থেকে পুনর্নির্দেশিত)

বৃহদ্রথ মৌর্য (সংস্কৃত: बृहद्रथ) (রাজত্বকাল: খ্রিস্টপূর্ব ১৮৭ -খ্রিস্টপূর্ব ১৮৫) নবম ও অন্তিম মৌর্য সম্রাট ছিলেন।

বৃহদ্রথ মৌর্য
'মৌর্য সম্রাট'
রাজত্বখ্রিস্টপূর্ব ১৮৭- খ্রিস্টপূর্ব ১৮৪
রাজ্যাভিষেকখ্রিস্টপূর্ব ১৮৮ শতধনবান রাজ্য শাসনের অধিকার দেন বৃহদ্রথ কে।
পূর্বসূরিশতধনবান
উত্তরসূরিশুঙ্গ রাজবংশের পুষ্যমিত্র শুঙ্গ
প্রাসাদমৌর্য সাম্রাজ্য
পিতাদেববর্মণ

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

বৃহদ্রথ অষ্টম মৌর্য সম্রাট শতধনবানের পরে খ্রিস্টপূর্ব ১৮৭ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫ পর্য্যন্ত মৌর্য সাম্রাজ্য শাসন করেন।[১]:১৮৩ বাণভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থানুসারে, ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথের প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সেনাবাহিনীর কুচকাওয়াজে শক্তি প্রদর্শনের সময় তাকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান ও শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন।[২]:২৪-২৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. Thapar, Romila (2001). Aśoka and the Decline of the Mauryas, New Delhi: Oxford University Press, আইএসবিএন ০-১৯-৫৬৪৪৪৫-X
  2. Lahiri, B. (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) , Calcutta: University of Calcutta
বৃহদ্রথ মৌর্য
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
শতধনবান
মৌর্য সম্রাট
খ্রিস্টপূর্ব ১৮৭- খ্রিস্টপূর্ব ১৮৫
উত্তরসূরী
শুঙ্গ রাজবংশ