বুলবুল চৌধুরী (কথাসাহিত্যিক)
বুলবুল চৌধুরী (১৬ আগস্ট ১৯৪৮ - ২৮ আগস্ট ২০২১) ছিলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও লেখক। ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।[১][২]
বুলবুল চৌধুরী | |
---|---|
![]() | |
জন্ম | গাজীপুর, দক্ষিণ বাগ | ১৬ আগস্ট ১৯৪৮
মৃত্যু | ২৮ আগস্ট ২০২১ | (বয়স ৭৩)
পুরস্কার | একুশে পদক, ২০২১ |
জন্ম ও কর্ম জীবন সম্পাদনা
বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন।[২][৩] শিক্ষা গ্রহণ করেন জগন্নাথ কলেজে (এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। লেখালেখি ছাড়াও তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। দৈনিক সমকালসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন।[৪]
রচনা সম্পাদনা
- ছোট গল্পগ্রন্থ
- টুকা কাহিনি
- পরমানুষ
- মাছের রাত
- চৈতার বউ গো
- উপন্যাস
- অপরূপ বিল ঝিল নদী
- কহকামিনী
- তিয়াসের লেখন
- অচিনে আঁচড়ি
- মরম বাখানি
- এই ঘরে লক্ষ্মী থাকে
- ইতু বৌদির ঘর
- দখিনা বাও
- জলটুঙ্গি
- পাপপুণ্যি
- ঘরবাড়ি
- দম্পতি
- বলো কি অনুভব
- আত্মজীবনী
- আঁকিবুঁকি
- অতলের কথকথা
এছাড়াও ‘গাঁওগেরামের গল্পগাথা’, ‘নেজাম ডাকাতের পালা’, ‘ভালো ভূত আর প্রাচীনগীতিকার গল্প’ নামক কিশোর গ্রন্থের রচয়িতাও তিনি।[২][৩]
পুরস্কার ও সম্মাননা সম্পাদনা
তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন:
- ‘কহকামিনী’ উপন্যাসের জন্য পেয়েছেন হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার।
- বাংলা একাডেমি পুরস্কার, ২০১১
- ২০১৩ সালে ‘এই ঘরে লক্ষ্মী থাকে’ নামক উপন্যাসের জন্য পেয়েছেন ব্র্যাক ব্যাংক ও সমকাল সাহিত্য পুরস্কার।
- ভাষা ও সাহিত্যে ২০২১ সালে একুশে পদক লাভ।[১][২][৩]
এছাড়াও ২০১৯ সালে তার জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে রচিত'ধোঁয়ার অন্তর্গত মানুষ' নামের একটি গান উৎসর্গ করা হয়। বুলবুল চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে গানটি লিখেছেন ধ্রুব এষ। এতে কন্ঠ, সুর ও সংগীতের কাজ করেছেন সংগীতশিল্পী সৌর।[৫]
মৃত্যু সম্পাদনা
বুলবুল চৌধুরী ২০২১ সালের ২৮ আগস্ট নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।[৬]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "কাজী রোজি, গোলাম মুরশিদ, আসাদসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক"। বিডি নিউজ ২৪। ২০২১-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।
- ↑ ক খ গ ঘ "কথাশিল্পী বুলবুল চৌধুরীর জন্মদিন আজ"। jagonews। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ক খ গ "বুলবুল চৌধুরী"। rokomari.com। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই, সমকাল, ২৮ আগস্ট ২০২১
- ↑ "কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীকে উৎসর্গ করে গান"। bdnews24.com। ৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "ক্যান্সারের কাছে পরাজিত হলেন বুলবুল চৌধুরী"। www.thedailystar.net। ২৮ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১।