বুড়িপোতা ইউনিয়ন

মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার একটি ইউনিয়ন

বুড়িপোতা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার মেহেরপুর উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ১০৪.৯৭ কিমি২ (৪০.৫৩ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ১৯৯১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৮,৩১৫ জন।[২] বুড়িপোতা ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ১৭টি ও মৌজার সংখ্যা ১২টি।

বুড়িপোতা ইউনিয়ন
ইউনিয়ন
বুড়িপোতা ইউনিয়ন
বুড়িপোতা ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
বুড়িপোতা ইউনিয়ন
বুড়িপোতা ইউনিয়ন
বুড়িপোতা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
বুড়িপোতা ইউনিয়ন
বুড়িপোতা ইউনিয়ন
বাংলাদেশে বুড়িপোতা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৯′০.৫″ উত্তর ৮৮°৩৭′৩৮.৩″ পূর্ব / ২৩.৮১৬৮০৬° উত্তর ৮৮.৬২৭৩০৬° পূর্ব / 23.816806; 88.627306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামেহেরপুর জেলা
উপজেলামেহেরপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১০৪.৯৭ বর্গকিমি (৪০.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৩৭,০৩৮
 • জনঘনত্ব৩৫০/বর্গকিমি (৯১০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটburipotaup.meherpur.gov.bd
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভারত সীমান্তবর্তী বুড়িপোতা ইউনিয়নের উত্তরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদ, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ প্রদেশের নদীয়া জেলার নাটনা গ্রাম পঞ্চায়েত ও পুরবে মেহেরপুর পৌরসভা অবস্থিত।

নদ নদী সম্পাদনা

১৭টি গ্রামের মধ্যে ভারত সীমান্ত এলাকার পাশ দিয়ে অবস্থিত যথাক্রমে ফতেপুর, কামদেবপুর, ইছাখালী, ঝাঁঝা, হরিরামপুর, বাজিতপুর,বুড়িপোতা, নবীননগর, বাড়ীবাঁকা, রাজাপুর আর্দশগ্রাম ও শালিকা এবং পুর্বপাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদী। নদীর পশ্চিমপাশ দিয়ে অবস্থিত গোভীপুর, যাদবপুর, রাজাপুর, বারাকপুর ও রাধাকান্তপুর গ্রাম।

গ্রামসমূহ সম্পাদনা

বুড়িপোতা ইউনিয়নে মোট ১৭টি গ্রাম রয়েছে। যথাঃ

  1. ফতেপুর
  2. কামদেবপুর
  3. ইছাখালী
  4. ঝাঁঝা
  5. হরিরামপুর
  6. বাজিতপুর
  7. বুড়িপোতা
  8. নবীন নগর
  9. গোভীপুর (আং)
  10. যাদবপুর
  11. রাজাপুর
  12. বারাকপুর
  13. রাধাকামত্মপুর
  14. হাটচাঁদনী
  15. শালিকা (আং)
  16. বাড়ীবাকা
  17. গুচ্ছগ্রাম

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বুড়িপোতা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬