বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল ১৯৯৯ সালে নির্মিত ও সক্রীয় বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি পাবনা জেলা স্টেডিয়ামের সীমার মধ্যে অবস্থিত।[১] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় পাবনা জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[২] পাবনা জেলা সুইমিংপুল নামেও পরিচিত[২] স্থাপনাটির নামকরণ রফিকুল ইসলাম বকুলের নামে করা হয়েছে।[১]
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল | |
---|---|
২৪°০০′২১″ উত্তর ৮৯°১৩′৩৯″ পূর্ব / ২৪.০০৫৮৩০৭° উত্তর ৮৯.২২৭৫৬৪৬° পূর্ব | |
খোলা | ১৯৯৯ |
পরিচালনায় | পাবনা জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
অবস্থা | সক্রীয় |
বৈশিষ্ট্য | |
৮ লেনের সুইমিংপুল |
নির্মাণ
সম্পাদনা১৯৯৯ সালে এটির নির্মাণ সম্পন্ন হয়। ২০২১ সালে জেলা স্টেডিয়ামের সাথে এটির কিছু সংস্কার ও দর্শক গ্যালারি যুক্ত করা হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "'প্রতিষ্ঠার দুই দশক পরও হয়নি পানি শোধনাগার প্ল্যান্ট'"। জাগো নিউজ। ২০২২-০৭-০৪। ২০২৪-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৯।
- ↑ ক খ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৪-০৬-৩০। ২০২২-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৯।