বীরেন্দ্র কিশোর মাণিক্য
বীরেন্দ্র কিশোর মাণিক্য দেববর্মা বাহাদুর ১৯০৯ সালের ২৫ নভেম্বর ২৬ বছর বয়সে ত্রিপুরা রাজ্যের সিংহাসনে আরোহণ করেন।
H.R.H. মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দেববর্মা বাহাদুর | |
---|---|
মহারাজা | |
রাজত্ব | ১৯০৯-১৯২৩ |
পূর্বসূরি | রাধা কিশোর মাণিক্য |
উত্তরসূরি | বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর |
রাজবংশ | মাণিক্য রাজবংশ |
ধর্ম | হিন্দু |
শিল্পের পৃষ্ঠপোষক
সম্পাদনাশিল্পী ও সুপ্রতিভাবান গীতিকার বীরেন্দ্র কিশোর তার "সন্ন্যাসী", "ঝুলন" এবং "বংশী বদন" এর মতো সুন্দর তৈলচিত্রের জন্য পরিচিত ছিলেন।[১] তিনি উজ্জয়ন্ত নাট্য সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা ত্রিপুরায় থিয়েটারের উন্নয়নে গতিশীলতা এনেছিল। [২] উজ্জয়ন্ত প্রাসাদের অংশ হওয়া লক্ষ্মী নারায়ণ মন্দির, 'দুর্গা বাড়ি' এবং 'লাল মহল' তার শাসনামালেই নির্মিত হয়েছিল। তিনি পুষ্পবন্ত প্রাসাদটি নির্মাণ করেছিলেন, যা বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের বাসভবন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হওয়ার পর রাজা বীরেন্দ্র কিশোর আগরতলায় একটি মহা সংবর্ধনার আয়োজন করেছিলেন। [৩] শান্তিনিকেতনে চলমান আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তিনি শান্তিনিকেতনে একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ৫,০০০ টাকা দান করেছিলেন। [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Leading lights among the Manikyas"। www.tripurainfo.in। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Datta, Sekhar (৬ এপ্রিল ২০১২)। "Drama through the ages"। The telegraph। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।
- ↑ Deb Barma, Aloy; Debroy, Prajapita (২০২২)। Cinema as Art and Popular Culture in Tripura: An Introduction (ইংরেজি ভাষায়)। Agartala: Tribal Research and Cultural Institute। পৃষ্ঠা 14। আইএসবিএন 978-81-958995-0-0।
- ↑ "Rabindranath immortalised Tripura"। Govt of Tripura। ২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।