বীরাঙ্গনা সতী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয়

ভারতের সরকারি বিশ্ববিদ্যালয়

বীরাঙ্গনা সতী সাধনী রাজিক বিশ্ববিদ্যালয় আসামের গোলাঘাট জেলায় অবস্থিত একটি পাবলিক স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি বীরাঙ্গনা সতী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর বলে প্রতিষ্ঠিত হয়েছিল যা ২০২০ সালের ২ সেপ্টেম্বর আসাম সরকার দ্বারা অনুমোদিত হয়।[১] ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আসাম সরকার অধ্যাপক ড. জ্যোতি প্রসাদ সাইকিয়াকে বীরাঙ্গনা সতী সাধনী রাজিক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দুই বছরের জন্য নিযুক্ত করেন।[২] শুতীয়া রাজবংশের শেষ রাণী সতী সাধনীর স্মরণে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত এবং নামকরণ করা হয়।[৩]

বীরাঙ্গনা সতী সাধনী রাজিক বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০২১ (৩ বছর আগে) (2021)
আচার্যআসামের রাজ্যপাল
উপাচার্যঅধ্যাপক ড. জ্যোতি প্রসাদ সাইকিয়া
অবস্থান, ,
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Assam govt to set up Birangana Sati Sadhani State University in Golaghat"। East mojo। 
  2. "JP Saikia Appointed VC Of BSSR Varsity In Golaghat"। Pratidin Time। 
  3. "BIRANGANA SATI SADHINI STATE UNIVERSITY TO BE SET UP IN GOLAGHAT: HIMANTA BISWA SARMA"। News Live।