বিস্ফোরক পরিদপ্তর

বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা যা বাংলাদেশে বাণিজ্যিক বিস্ফোরক নিয়ন্ত্রণের দায়িত্বে

বিস্ফোরক বিভাগ (বিস্ফোরক পরিদপ্তর ) একটি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা যা বাংলাদেশে বাণিজ্যিক বিস্ফোরক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত। এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে যুক্ত। [১][২]

বিস্ফোরক পরিদপ্তর বা বিস্ফোরক বিভাগ
পরিদপ্তরের লোগো
সদরদপ্তরঢাকা,  বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবিস্ফোরক পরিদপ্তর

ইতিহাস সম্পাদনা

বিস্ফোরক অধিদফতর একটি বাণিজ্যিক বিভাগ যা বাংলাদেশে বাণিজ্যিক বিস্ফোরক এবং জ্বলনযোগ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত। এর সদর দফতর ঢাকায় তবে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেটে আঞ্চলিক অফিস রয়েছে। [৩] ১৮৮৪ সালের বিস্ফোরক আইনের উপর ভিত্তি করে এটি প্রতিষ্ঠা করা হয়। [৪]

আইন সম্পাদনা

বিস্ফোরক আইন ১৮৮৪ অনুসারে বাংলাদেশে বিস্ফোরক তৈরি, অধিকারে রাখা, ব্যবহার, বিক্রয়, পরিবহন এবং আমদানী নিয়ন্ত্রণ করা হয়।

এ আইনে বিস্ফোরক বলতে গান পাউডার, নাইট্রোগ্লিসারিণ, ডিনামাইট, গানকটন, ব্লাষ্টিং পাউডার, মারকারি (পারদ) বা অন্য ধাতুর ফালমিনেট, রঙিন আতশবাজী ফগ সিগন্যাল, আতশবাজী, ফিউজ, কারতুজ বা উল্লেখিত বিষয়গুলোর সাথে সাদৃশ্য অন্য যেকোন পদার্থকে বুঝায়। যা বিস্ফোরণ ঘটানোর জন্যে ব্যবহৃত হয়ে থাকে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ship-breaker ignored explosive warning"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  2. "Relocate chemicals now from old town"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  3. "বিস্ফোরক পরিদপ্তর"explosives (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  4. "The Explosives Act, 1884" (পিডিএফ)bdlaws.minlaw.gov.bd। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা