উইকিপিডিয়া আলোচনা:বট নীতিমালা

সাম্প্রতিক মন্তব্য: Greatder কর্তৃক ২ বছর পূর্বে "নীতিমালা সংক্ষেপনের অনুরোধ" অনুচ্ছেদে

সম্পাদনা সারাংশ সম্পাদনা

এই নীতিমালায় নিম্নোক্ত বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানাচ্ছি:

  • বটের ব্যবহারকারী নাম বাংলা ও ইংরেজি ব্যতীত অন্য কোনো বর্ণে হলে বট কর্তৃক যেকোনো প্রকার সম্পাদনা ক্ষেত্রে অবশ্যই সম্পাদনা সারাংশের শুরুতে Bot: কিংবা বট: শব্দ থাকতে হবে
  • বটটি হস্তচালিত না হলে অবশ্যই সারাংশে স্বয়ংক্রিয়ভাবে কিংবা Automatically শব্দ থাকতে হবে।
  • স্থানীয় উইকির বট হলে সারাংশ অবশ্যই বাংলা ভাষায় হতে হবে। বিদেশী হলে অনুবাদের আবেদন করতে হবে।
  • বটটি যদি উইকিপিডিয়া:বট/বহির্ভুক্তি মান্যতা না মেনে থাকে তবে অবশ্যই তার যথাযথ কারণ উল্লেখ করতে হবে।

ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১১:১৫, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চ ১: নীতিমালায় অন্তর্ভুক্ত হলে আমি আমার বটের সারাংশ হালনাগাদ করবো। নকীব সরকার বলুন... ১৪:২১, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan, Wikitanvir, এবং আফতাবুজ্জামান: দৃষ্টি আকর্ষণের জন্য। নকীব সরকার বলুন... ১৮:১৮, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

৩ ও ৪ নংয়ে আপত্তি নেই। তবে ১ ও ২ নং বাধ্যতামূলক করার দরকার নেই। উইকিতে কেবল বট অ্যাকাউন্ট তার নামে "বট" যুক্ত করতে পারে। অন্যকেউ নামে বট যুক্ত করে সম্পাদনা চালালে তাঁকে বাধা দেয়া হয়। হয় ফলে সম্পাদনায় আলাদা করে বটের সম্পাদনা বুঝাতে সারাংশে বট লেখাটি বাধ্যতামূলক করার দরকার নেই। একইভাবে সকল বট স্বয়ংক্রিয় বা আধাস্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। তাই আলাদা করে সারাংশে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করারটা বাধ্যতামূলক করার দরকার নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩২, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান ভাই, যদি ইংরেজি ব্যতীত ভিন্ন ভাষায় কোনো বটের ব্যবহারকারী নাম থাকে? যেমনটা আমার বটের নাম কিন্তু বাংলায়। সুতরাং আরবি উইকিপিডিয়ানরা বুঝবে না আমার নামে Bot শব্দটি আছে কি না। এরূপ ক্ষেত্রের কথা বিবেচনা করার অনুরোধ করছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০২:৫২, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সেক্ষেত্রে সেসব বটের জন্য বট কথাটা সারাংশে দেয়া উচিত, তবে সাধারণভাবে এমনিতে দরকার নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৭, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান টেমপ্লেট:সংশোধিত -নকীব সরকার বলুন... ০২:৪৭, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নীতিমালা সংক্ষেপনের অনুরোধ সম্পাদনা

ইংরেজি পাতাটি ৩০-৩৮ মিনিট পড়ার মতো বড়ো। —মহাদ্বার আলাপ ১৬:২১, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"বট নীতিমালা" প্রকল্প পাতায় ফিরুন।