আলাপ:মুক্তিযোদ্ধা

সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ১১ বছর পূর্বে "বৈশ্বিক দৃষ্টিকোণ" অনুচ্ছেদে

নতুন নিবন্ধ তৈরি করা প্রসংগে সম্পাদনা

বাংলাদেশের মুক্তিযোদ্ধআ বা এ ধরণের কোনো নিবন্ধ না থাকায় এটি তৈরী করা হলো। সমস্যা মনে হলে রি-ডাইরেক্ট বা মুছে দেবেন।--Ashiq Shawon (আলাপ) ০৯:১৬, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বৈশ্বিক দৃষ্টিকোণ সম্পাদনা

শ্রীলঙ্কায় তামিল গেরিলারা তাদেরকে বলে তারা Freedom Fighter, আফগানিস্তানে তালেবানরা তাদেরকে বলে তারা Freedom Fighter, মার্কিনীরা যখন ইরাকে যুদ্ধ করতে আসে, তখন তারা নিজেদেরকে বলে তারা ইরাকিদের মুক্তির জন্য যুদ্ধ করছে, তাহলে তারাও Freedom Fighter, "মুক্তিযোদ্ধা" তবে কেন কেবল বাংলাদেশের স্বাধীনতার যোদ্ধারাই? তাই নিবন্ধটিকে কেবল বাংলাদেশের মুক্তিযোদ্ধা দৃষ্টিভঙ্গি থেকে বের করে গ্লোবালি লেখার অনুরোধ থাকলো। তাছাড়া ১/২ লাইনের নিবন্ধ থাকার চেয়ে না থাকাই উত্তম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৫৮, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


ধন্যবাদ মাঈনুল ভাই, আমিও সেটাই ভাবছিলাম; কিন্তু যখনই আমরা মুক্তিযোদ্ধা শব্দটি শুনি তখই আমাদের নিজেদের দেশের বীরদেরকেই বেশি মনে পড়ে। ধন্যবাদ, এটাকে এখন বৈশ্বয়িক দৃষ্টিকোণ থেকে লেখা হবে।--Ashiq Shawon (আলাপ) ১১:০২, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"মুক্তিযোদ্ধা" পাতায় ফেরত যান।