আলাপ:জিয়াউর রহমান

সাম্প্রতিক মন্তব্য: 103.230.105.59 কর্তৃক ৪ মাস আগে "স্বাধীনতা পুরস্কার" অনুচ্ছেদে

জিয়ার উত্তরসূরী সম্পাদনা

This section says nothing abour zia. should be removed

ভূল তথ্য ও যথাযথ তথ্যসূত্র হীনতা। সম্পাদনা

এ প্রবন্ধে প্রচুর বিভ্রান্তীকর ও ভূল তথ্য রয়েছে, সাথা সাথে এসকল তথ্যের যথা যথ তথ্যসূত্রও উল্লেখ করা হয় নাই। ২৭ মার্চ জিয়া স্বাধীনতার ঘোষনা দেবার আগে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু নিজে একবার, এবং এর পরে ২৬ মার্চ বিকাল ও রাতে আওয়ামীলীগ নেতা এম এ হান্নান আরো দুবার বঙ্গবন্ধুর পক্ষ হতে স্বাধীনতার ঘোষনা দেন[১]। এছাড়াও স্বাধীনতা যুদ্ধের শুরুতে জিয়া যে দ্বিধাদ্বন্দমূলক আচরণ করেছিলেন এবং প্রথমাংশে বিদ্রোহ করতে রাজি হননি সবশেষে অন্যান্য বাঙালী সেনা কর্মকর্তাদের বিদ্রোহ করার কারনে তিনি বিদ্রোহ করতে বাধ্য হন, এসব কথাও নেই[২]। তার উপর যুদ্ধের মাঝামাঝি সময়ে সিইনসি ওসমানী তাকে ১নং সেক্টর হতে সরিয়ে জেড ফোর্স গঠন করতে বাধ্য করেন, একথাও এখানে নেই।

আবার ১৯৭৫ এর ৭ নভেম্বরের বিদ্রোহের পর কর্নেল তাহের সহ আরো অনেক সেনাকর্মকর্তাদের নির্বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার পেছনেও যে জিয়ার ভূমিকা রয়েছে সে কথাও নেই। তাই একজন উইকিপিডিয়ান হিসেবে আমার দাবী যে এই বিভ্রান্তীমূলক প্রবন্ধ সংস্কার করা হোক, অথবা সরিয়ে নেয়া হোক--তানভী (আলাপ) ০৩:৪৭, ২১ এপ্রিল ২০১০ (ইউটিসি) তানভীউত্তর দিন

উইকিপিডিয়াতে নিবন্ধের সবারই বিষয়বস্তু সংস্কারের সুযোগ রয়েছে। যথাযথ যুক্তিসহকারে যে কেউ এর কন্টেন্ট সংশোধন করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:০৩, ২১ এপ্রিল ২০১০ (ইউটিসি)উত্তর দিন

user:Mizanasr posted the following in the category page which I am transferring here: " এখানে এ কথাটি অবশ্যই উল্লেখ করা প্রয়োজন ছিল। সে টা হচ্ছে, এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হয়ার পর । চট্টগ্রাম এর অদূরে রাঙ্গুনিয়ার বর্তমান তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিকটে, কয় একজন মৃত সেনা সদস্যের সাথে জিয়াউর রহমানকে একত্রে কবর দেয়া হয় । পরে ঐ স্থান থেকে তাঁর দেহ উত্তলন করে , নতুন ভাবে ঢাকাতে নিয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে জানাজা করে কবর দেয়া হয়। " (transferred only, ie not written by সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫২, ৮ এপ্রিল ২০১২ (ইউটিসি))উত্তর দিন

জিয়ার স্বাধীনতার ঘোষনার ২৬ তারিখের কোন কথাই এই নিবন্ধনটিতে নাই। এ কি ইতিহাসের বিকৃতি না? এটা কি বড় একটা অপরাধ না? জবাব চাই এই ভুল নিবন্ধন যে করেছে তার কাছে। আমি মনেকরি এই নিবন্ধন যে তৈরী করেছে তার আইনের আওতায় এনে বিচার করা দরকার। কারন সে তার ইচ্ছাকৃতভাবে নিবন্ধনটির এ ভুলটা করে দিয়েছে। ইংজেরী নিবন্ধনটি ঠিকই আছে তবে এটা হঠাৎ ভুল হববে কেন। উইকিপিয়ার বাংলাদেশী কতৃপক্ষের নিকট দাবী শীগ্রই নিবন্ধনটির ভুল সংশোধন করা হোক। না হলে জাতি উইকিপিডিয়ার উপর আস্তা হারাবে ; আর তা আমাদের কখনোই কাম্য নয়।— Md raseduzzaman rashed (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

নিবন্ধটি পক্ষপাতদুষ্ট-দলীয় ধারনায় সজ্জিত-মহিমাকীর্তনকাব্যসমতুল-একমুখী-বিভ্রান্তিকর তথ্যে পুষ্ট। Symoum Syfullah Priyo (আলাপ) ১০:৩১, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ভাই, নিবন্ধটির সুরক্ষা স্তর খুলে দিন, আমি নিবন্ধটির সংশোধন ও মানোন্নয়ন করতে চাই। 103.230.104.13 (আলাপ) ০৫:৪৯, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধে লেখা আছে, ‘...এরপর জিয়াউর রহমান মে মাসে ১৯ দফা কর্মসূচি ঘোষণা এবং আস্থা যাচাইয়ের জন্য ৩০শে মে গণভোট অনুষ্ঠান ও হ্যাঁ-সূচক ভোটে বিপুল জনসমর্থন (!) লাভ করেন।...’ এ বাক্যটিকে নিরপেক্ষ বলে আমার মনে হয়না। – প্রিয় (আলাপ ।। অবদান) ০৭:৫৭, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Edit request from, ৮ ২০১২ সম্পাদনা

এখানে এ কথাটি অবশ্যই উল্লেখ করা প্রয়োজন ছিল। সে টা হচ্ছে, এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হয়ার পর । চট্টগ্রাম এর অদূরে রাঙ্গুনিয়ার বর্তমান তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিকটে, কয় একজন মৃত সেনা সদস্যের সাথে জিয়াউর রহমানকে একত্রে কবর দেয়া হয় । পরে ঐ স্থান থেকে তাঁর দেহ উত্তলন করে, নতুন ভাবে ঢাকাতে নিয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে জানাজা করে কবর দেয়া হয়।

Edit request from, ১১ ২০১৩ সম্পাদনা

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ সেকশানে:

"এবং ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথমে তিনি নিজ নামে এবং পরবর্তীতে ২৭শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন!"

এখানে কিছু ছোটখাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভুল আছে.......

সংশোধিত লাইন: "১৯৭১ সালের ২৭শে মার্চ প্রথমাবস্থায় নিজের নামে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন!"

Referance: http://www.youtube.com/watch?v=1wSx3_JjAUI (between 0:34~0:38 seconds)

Please get it corrected!

স্বাধীনতার ঘোষনা সম্পাদনা

নিবনধ থেকে আলাপ পাতায় নেয়া হল আলোচনার উদ্দেশ্যে রাহাত (আলাপ) ১০:০১, ১২ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

" এবং ১৯৭১ সালের ২৬শে মার্চ [৩] প্রথমে তিনি নিজ নামে [৪] [৫] [৬] [৭] এবং পরবর্তীতে ২৭শে মার্চ [৮] [৯] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন [১০] [১১] ।"

তথ্যসূত্রের কোথাও একথা উল্লেখ নেই যে জিয়া ২৬শে মার্চ নিজ নামে স্বাধীনতার ঘোষনা করেন। প্রতিটি সূত্রেই দেখা যাচ্ছে জিয়া অন্তর্বর্তিকালীন সরকারের ঘোষনা এবং নিজেকে রাস্ট্রপতি হিসেবে ঘোষনা করেছেন, অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষনা আর স্বাধীনতার ঘোষনা এক নয়। এছাড়া ২৬শে মার্চের ঘোষনায় তিনি মুজিবের নাম উল্লেখ করেননি কেবল নিজের নাম উল্লেখ করেছেন, এমন কোন তথ্যও সূত্রে পাই নি। উপরন্তু সেদিনকার সকল ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বেলাল মুহাম্মদের এই সাক্ষাৎকারে এবং তার বইপত্রসমূহে পাওয়া যায় (উপরে কেউ একজন দুটি সূত্র দিয়েছেন) জিয়া তার প্রথম ভাষণেই বঙ্গবন্ধুর কথা উল্লেখ করেছেন। এছাড়া বঙ্গবন্ধুর রেকর্ড করা ভাষনটি জিয়া রেডিওতে ঘোষনা করার বহু আগেই মাইকিং করে শহরে প্রচার করা হয়েছে। এই বিষয়ে বিতর্ক নিরসন হওয়া প্রয়োজন। - রাহাত (আলাপ) ১৩:০৮, ২২ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
যাচাইযোগ্য তথ্যসূত্রে যা পাওয়া যাবে সেইভাবেই নিবন্ধে পরিবর্তনের অনুরোধ জানাচ্ছি। অযাচাইযোগ্য তথ্যসূত্র সংখ্যায় বেশি হলেও তার গুরুত্ব একটিমাত্র যাচাইযোগ্য তথ্যসূত্রের চেয়ে বেশি নয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:৫৭, ২২ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র সম্পাদনা

  1. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বেলাল মোহাম্মদ, অনুপম প্রকাশনী
  2. স্বাধীনতা ৭১, কাদের সিদ্দিকী,অনন্যা প্রকাশনী
  3. JYOTI SEN GUPTA, NAYA PROKASH, 206, BIDHAN SARANI, CALCUTTA-6, FIRST EDITION, 1974, CHAPTER-15, PAGE-325 and 326। HISTORY OF FREEDOM MOVEMENT IN BANGLADESH, 1943-1973: SOME INVOLVEMENT 
  4. কর্নেল (অবঃ) কাজী নুর-উজ্জামান, বীর উত্তম, অবসর/প্রতীক প্রকাশনা সংস্থা, ৩৮/২ বাংলাবাজার (দোতলা), ঢাকা, প্রথম প্রকাশ, ২০০৯, পৃষ্ঠা ১১। একাত্তরের মুক্তিযুদ্ধ : একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা 
  5. Maj. Gen. (Retd.) K. M. shafiullah, Bir Uttom, Academic Publishers, Dhaka, First Edition, 1989, Page-45। Bangladesh at War 
  6. Maj. Gen. (Retd.) Sukhwant Singh, Vikas Publishing House (Pvt.) Ltd, Delhi, First Edition, 1980, Page-9। India's Wars Since Independence: The liberation of Bangladesh 
  7. Lt. Gen. (Retd.) Kamal Matinuddin, Wajidalis, Lahore, First Edition, 1994, Page-255। Tragedy of Errors: East Pakistan Crisis, 1968-1971 
  8. Maj. Gen. (Retd.) K. M. shafiullah, Bir Uttom, Academic Publishers, Dhaka, First Edition, 1989, Page-45। Bangladesh at War 
  9. Lt. Gen. (Retd.) Kamal Matinuddin, Wajidalis, Lahore, First Edition, 1994, Page-255। Tragedy of Errors: East Pakistan Crisis, 1968-1971 
  10. "প্রথম আলো-গোপন মার্কিন দলিল-'একজন পাকিস্তানি সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।'"। Prothom-alo.com। ২০১২-১২-০৮। সংগ্রহের তারিখ ২০১৩-০২-১৮ 
  11. "US State Department Secret Telegram on Bangladesh Declaration of Independence"। Docs.google.com। সংগ্রহের তারিখ ২০১৩-০২-১৮ 

নিবন্ধের মান উন্নয়ন প্রস্তাব সম্পাদনা

আর যেহেতু আমরা এখন অনেকেই এই নিন্ধটি ধ্বংশপ্রবনতা রক্ষার জন্য কাজ করছি, তাই রক্ষার পাশাপাশি নিবন্ধের নাম উন্নয়নের জন্যও কাজ করতে পারি। নিবন্ধের প্রায় প্রতিটি অনুচ্ছেদে তথ্যসূত্র প্রয়োজন নামের টেমপ্লেট রয়েছে। অপরদিকে ইংরেজি নিবন্ধে এমন কোনো সমস্যা নেই। এতগুলো তথ্যসূত্র প্রয়োজন ট্যাগসহ কোনো নিবন্ধ থাকার থেকে না থাকা উত্তম বলে মনো হয় আমার।

উইকিপিডিয়াতে বেশ কয়েকটি নতুন প্রকল্প শুরু করতে চাচ্ছি আমি, সেগুলোর পরিকল্পনা পর্যায়ে রয়েছে, অন্যথা আমি এই নিবন্ধ মান উন্নয়নের কাজটি শুরু করতাম। আমি অনুরোধ করবো আপনাদের থেকে কেউ যদি দয়িত্ব নিয়ে কাজটি শুরু করেন তাহলে এই ধ্বংশ প্রবনতা রক্ষার কাজটিও সহজ হয়ে যাবে। --নাসির খান সৈকতআলাপ ০৫:৫৩, ২৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সমালোচনা ও কৃতিত্ব সম্পাদনা

নিবন্ধটিকে নিরপেক্ষকরণ ও আরো গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে "সমালোচনা ও কৃতিত্ব" অংশ যুক্ত করা হল। আশা করি, মডারেটররা আমার সম্পাদনা গ্রহণ করবেন।— Hamid Abrar Khan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

বিতর্ক সম্পাদনা

নিবন্ধে আর্থ সামাজিক উন্নয়ন অংশটি উচ্ছেদ করা প্রয়োজন। কেননা সেখানকার একটি অংশের নমুনা হল "গ্রামের চুরি-ডাকাতি বন্ধ করা ছিল তাঁর সাফল্য"। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান কীভাবে সব গ্রামের চুরি ডাকাতি বন্ধ করতে পারেন? এ অংশের কোথাও তথ্যসূত্রও নেই। এছাড়া সামরিক সরকারের আওতায় অনুষ্ঠিত নির্বাচনে অবাধ ও সুষ্ঠু বলা যায় না। নিরপেক্ষতা এসব নিবন্ধে বেশ প্রয়োজন— Hamid Abrar Khan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনি সঠিক বলেছেন বলে মনে হয়। Symoum Syfullah Priyo (আলাপ) ১০:১৯, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমিও একমত। 103.230.105.59 (আলাপ) ১৭:৪১, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

স্বাধীনতা পুরস্কার সম্পাদনা

তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন ২০০৩ সালে। সোর্স: https://web.archive.org/web/20130514084601/http://www.cabinet.gov.bd/view_award.php?year_select=2003&Submit=GO&lang=en

এই আর্টিকেলে সেটা যোগ করা হোক। 103.230.106.6 (আলাপ) ০৮:০৭, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সূত্রটি বৈধ তাই মূল আর্টিকেলে এটি যুক্ত করে দেওয়া হলো। Mhydb (আলাপ) ০৮:২৩, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এখনো যুক্ত করা হয়নি দেখা যাচ্ছে , @আফতাবুজ্জামান ভাই 103.230.105.59 (আলাপ) ১৭:৪২, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"জিয়াউর রহমান" পাতায় ফেরত যান।